#নয়াদিল্লি: বিশ্বভারতীতে এসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore)ব্যবহৃত চেয়ারেই বসেছিলেন অমিত শাহ (Amit Shah) ! কংগ্রসে সাংসদ অধীররঞ্জন চৌধুরি (Adhir Ranjan Chowdhury) লোকসভায় এমনটাই অভিযোগ এনেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Union home minister) ও বিজেপি (BJP) নেতা অমিত শাহ-র বিরুদ্ধে৷
এদিন সংসদে দাঁড়িয়ে প্রমাণ দিয়ে অধীররঞ্জনের অভিযোগ স্ট্রেইট ব্যাটে ওড়ালেন শাহ৷ তিনি বলেন যে, রবি ঠাকুরের চেয়ারে তিনি বসেননি৷ তিনি যেখানে বসেছিলেন, তা জানলারই একটি অংশ৷ শাহ এও বলেন যে, রবি ঠাকুরের ব্যবহৃত চেয়ার এবং সোফায় অতীতে দেশের দুই প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু (Jawaharlal Nehru) ও রাজীব গান্ধী (Rajiv Gandhi) বসেছেন৷
শাহ এদিন লোকসভায় বলেন, "গতকাল অধীররঞ্জন চৌধুরি নিজের ভাষণ দেওয়ার সময় বলেছিলেন যে, আমি নাকি শান্তিনিকেতনে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ারে বসেছিলাম! ওঁর কাছে হয়তো তথ্য নেই৷ কিন্তু আমি তথ্যের রেকর্ড লোকসভায় তুলে ধরব৷ সত্যিটা এই যে, পণ্ডিত নেহরু রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ারে বসেছিলেন৷ এমনকী প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধি রবীন্দ্রনাথ ঠাকুরের সোফায় বসে চা পান করেছেন৷ আমার কাছে শান্তিনিকেতনের উপাচার্যের চিঠি আছে যেখানে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে, এরকম কোনও ঘটনাই ঘটেনি৷ আমি জানলার পাশে বসেছিলাম৷ সেখানে যে কেউ বসতে পারে৷" শাহ তাঁর বক্তব্যের ভিত্তিতে বেশ কিছু ছবি ও বিশ্বভারতীর (Visvabharti University) উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর চিঠির প্রতিলিপিও পেশ করেন৷ শাহকে হোয়াটসঅ্যাপে যে ছবিগুলি পাঠান হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে, শাহ যে চেয়ারে বসেছিলেন সেখানে প্রাক্তন দুই রাষ্ট্রপতি প্রতিভা পাটিল (Pratibha Patil) ও প্রণব মুখোপাধ্যায় (Pranab Mukherjee), প্রাক্তন প্রধানমন্ত্রীদের মধ্যে রাজীব গান্ধি ও নেহরু৷
LIVE: HM Shri @AmitShah's statement in Lok Sabha. https://t.co/Gm9dhNuaW5
— BJP (@BJP4India) February 9, 2021
শাহকে পাঠানো চিঠিতে উপাচার্য লিখেছেন, "দুর্ভাগ্যক্রমে আপনাকে ভুল তথ্য দেওয়া হয়েছে৷ এটি সম্পূর্ণ অসত্য৷ অতীতে উত্তরায়ণে সরকারি সফরের সময় একাধিক গণ্যমাণ্য ব্যক্তি ওই অস্থায়ী চেয়ারে বসেছেন৷ তার মধ্যে উপাচার্য থেকে শুরু করে পণ্ডিত জওহরলাল নেহেরু, মাননীয়া প্রতিভা পাটিল, শ্রী প্রণব মুখোপাধ্যায় ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)বসেছেন৷ এটা একদম জানলার ধারেই৷ যেখানে কিছু বালিশও রাখা আছে৷ এটা তো চেয়ারও নয়, আর গুরুদেব কখনও এখানে বসেননি৷ ছবিতে সেই তথ্য আছে৷" গত বছর ২০ ডিসেম্বর বিশ্বভারতীতে এসেছিলেন শাহ। সেই সময় একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। তাতে দাবি করা হয় যে, রবীন্দ্রনাথ ঠাকুরের 'সংরক্ষিত' চেয়ারে বসে ‘ভিজিটর্স বুকস’-এ লিখছেন শাহ। তা নিয়ে বিস্তর রাজনৈতিক জলঘোলাও হয়েছিল৷ অবশেষে চেয়ার বিতর্কের অবসান হল লোকসভায়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Adhir Ranjan Chowdhury, Amit Shah, Rabindranath Tagore