কোটি কোটি টাকার সম্পত্তি! আয় বহির্ভূত সম্পত্তি মামলায় গুয়াহাটিতে সিবিআইয়ের হাতে ধৃত সরকারি আধিকারিক
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
গুয়াহাটিতে সিবিআইয়ের হাতে ধৃত ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের রিজিওনাল এক্সিকিউটিভ অফিসার মইসনাম রীতেন কুমার সিংয়ের প্রচুর সম্পত্তির হদিস।
গুয়াহাটিতে সিবিআইয়ের হাতে ধৃত ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের রিজিওনাল এক্সিকিউটিভ অফিসার মইসনাম রীতেন কুমার সিংয়ের প্রচুর সম্পত্তির হদিস।
১৪ অক্টোবর ১০ লাখ টাকা ঘুষ নিতে গিয়ে হাতে নাতে গ্রেফতার হন ওই অফিসার। এই মামলায় গুয়াহাটি, গাজিয়াবাদ ইম্ফলে অভিযান চালায় সিবিআই। CBI সূত্র দাবি তাদের হাতে ধৃত সরকারি কর্মীর বাড়ি ও অফিস থেকে ২.৬২ কোটি টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়েছে।
advertisement
advertisement
দিল্লিতে ৯টি প্রিমিয়াম ফ্ল্যাট, ১টি প্রিমিয়াম অফিস এবং তিনটি জমির সন্ধান পাওয়া গেছে। বেঙ্গালুরুর মতো শহরেও প্রিমিয়াম ফ্ল্যাট ও জমি রয়েছে ধৃত এক্সজিকিউটিভ অফিসারের। অভিযুক্ত ওই অফিসারের আরও কোনও সম্পত্তি রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
সেই সঙ্গে ওই অফিসারের থেকে গুয়াহাটিতেও ৪টি বিলাসবহুল ফ্ল্যাট ও দুটো জমির সন্ধান মিলেছে। ওই ব্যক্তির কাছ থেকে ৬টা বিলাসবহুল গাড়ি, লাখ টাকার দুটো ঘড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে ১০০ গ্রাম ওজনের রুপোর বারও। সিবিআই সূত্রের দাবি আত্মীয় পরিবারের সদস্য ও নিজের নামে এই সম্পত্তি করেছেন ধৃত অফিসার।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 17, 2025 7:38 PM IST