Cash seized: পুলিশ কর্তার বাড়িতে টাকার পাহাড়, সোনার খনি! গুনতে আনা হল মেশিন, মাথায় হাত সিবিআইয়ের

Last Updated:
Cash seized: পুলিশ আধিকারিকের বাড়িতে বিপুল সম্পত্তি উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল পঞ্জাবে। বৃহস্পতিবার সিবিআই অভিযান চালায়। ২০০৯ ব্যাচের আইপিএস ওই আধিকারিকের বাড়িতে হানায় ৫ কোটি টাকা নগদ, দেড় কিলো সোনার গয়না-সহ বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।
1/5
পুলিশ আধিকারিকের বাড়িতে বিপুল সম্পত্তি উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল পঞ্জাবে। বৃহস্পতিবার সিবিআই অভিযান চালায়। ২০০৯ ব্যাচের আইপিএস ওই আধিকারিকের বাড়িতে হানায় ৫ কোটি টাকা নগদ, দেড় কিলো সোনার গয়না-সহ বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। ওই পুলিশ আধিকারিক বর্তমানে পঞ্জাব পুলিশের ডিআইজি পদে কর্মরত ছিলেন।
পুলিশ আধিকারিকের বাড়িতে বিপুল সম্পত্তি উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল পঞ্জাবে। বৃহস্পতিবার সিবিআই অভিযান চালায়। ২০০৯ ব্যাচের আইপিএস ওই আধিকারিকের বাড়িতে হানায় ৫ কোটি টাকা নগদ, দেড় কিলো সোনার গয়না-সহ বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। ওই পুলিশ আধিকারিক বর্তমানে পঞ্জাব পুলিশের ডিআইজি পদে কর্মরত ছিলেন।
advertisement
2/5
ওই পুলিশ কর্তাকে  ৮ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অপরাধে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ওই পুলিশ কর্তার নাম হারচরণ সিং ভুল্লার। সেই ঘটনার নিয়ে তদন্তে নেমেই চাঞ্চল্য ছড়ায়। বিপুল সম্পত্তি উদ্ধার করা হয়।
ওই পুলিশ কর্তাকে ৮ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অপরাধে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ওই পুলিশ কর্তার নাম হারচরণ সিং ভুল্লার। সেই ঘটনার নিয়ে তদন্তে নেমেই চাঞ্চল্য ছড়ায়। বিপুল সম্পত্তি উদ্ধার করা হয়।
advertisement
3/5
ওই আধিকারিকের বাড়িতে তল্লাশি চালানোর সময়ে সিবিআই নগদ পাঁচ কোটি টাকা এবং দেড় কিলো মহা মূল্যবান গয়না ছাড়াও একটি মার্সেডিজ এবং অডি বাজেয়াপ্ত করে। (Image: ANI, X/@BJP4Chandigarh)
ওই আধিকারিকের বাড়িতে তল্লাশি চালানোর সময়ে সিবিআই নগদ পাঁচ কোটি টাকা এবং দেড় কিলো মহা মূল্যবান গয়না ছাড়াও একটি মার্সেডিজ এবং অডি বাজেয়াপ্ত করে। (Image: ANI, X/@BJP4Chandigarh)
advertisement
4/5
সেই সঙ্গে ২২টি দামি ঘড়ি, ৪০ লিটার বিদেশ থেকে আমদানি করা মদ, একটি দোনালা বন্দুক, একটি রিভলভার, একটি পিস্তল এবং একটি এয়ার গান উদ্ধার করা হয়েছে।
সেই সঙ্গে ২২টি দামি ঘড়ি, ৪০ লিটার বিদেশ থেকে আমদানি করা মদ, একটি দোনালা বন্দুক, একটি রিভলভার, একটি পিস্তল এবং একটি এয়ার গান উদ্ধার করা হয়েছে।
advertisement
5/5
কার কার থেকে ঘুষ নিয়েছেন, কী ভাবে এত বিপুল সম্পত্তি বানালেন এই সব নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। আরও সম্পত্তি কোথাও গচ্ছিত রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
কার কার থেকে ঘুষ নিয়েছেন, কী ভাবে এত বিপুল সম্পত্তি বানালেন এই সব নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। আরও সম্পত্তি কোথাও গচ্ছিত রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
advertisement
advertisement