Mansa Plant Ayurvedic Benefits: আগাছা বলে অবহেলা নয়, অযত্নে বেড়ে ওঠা এই গাছ জটিল রোগের 'ব্রহ্মাস্ত্র', কানের যন্ত্রণা থেকে পাইলস... সবেতেই কার্যকর! আপনিও চিনে নিন
- Reported by:JIAM MOMIN
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Health Care: কাঁটাযুক্ত মনসা গাছ (ইউফোরবিয়া নেরিফোলিয়া) কানের যন্ত্রণা, ত্বকের সমস্যা, পাইলসের চিকিৎসায় আয়ুর্বেদিক উপায়ে ব্যবহৃত হয়। এতে অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ থাকলেও বিষগুণ রয়েছে।
advertisement
কানের যন্ত্রনা, ত্বকের বিভিন্ন সমস্যা, পাইলস, ফিস্টুলা ইত্যাদি শারীরিক রোগের চিকিৎসার ক্ষেত্রে এই উদ্ভিদের আয়ুর্বেদিক ব্যবহার রয়েছে। আয়ুর্বেদ চিকিৎসকদের মতে এই উদ্ভিদের পাতার সেক ব্যথা কমাতে সহায়ক এবং এর পাতার রস কানের যন্ত্রনা উপশম করে এবং ব্রণ, জ্বর, প্লীহা রোগ ইত্যাদি বিভিন্ন রোগে এর ঔষধী ব্যবহার রয়েছে।
advertisement
advertisement
advertisement









