South 24 Parganas: স্কুলের মধ্যে এক টুকরো আদিবাসী গ্রাম! বাসন্তীর বিদ্যালয়ে হচ্ছেটা কী? নিজের চোখেই দেখুন
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
South 24 Parganas: এখানে দেখা যাবে ধামসা-মাদল, তিন ধরনের ধনুক, হাঁড়ি, কলসি, শিকারের জন্য ব্যবহৃত দুই রকমের খাঁচা, পিতলের ঘটি, দুই ধরনের বাঁশি, চুবড়ি ইত্যাদি। এছাড়াও আদিবাসীদের বিবর্তনের ইতিহাস দেওয়ালে চিত্র এঁকে দেখানো হয়েছে।
আদিবাসীরা কী দিয়ে শিকার করতেন, তাঁদের মূল বাদ্যযন্ত্র কী, এমন নানা প্রশ্নের উত্তর পাওয়া শুধু নয়, সেসব চাক্ষুষও করা যাবে। কারণ বাসন্তীর জয়গোপালপুর আদিবাসী এফপি স্কুলে গড়ে উঠছে এক টুকরো আদিবাসী গ্রাম। ধামসা-মাদল থেকে তির-ধনুক, দেবদেবীর ছবি থেকে আদিবাসীদের ব্যবহৃত জিনিসপত্র সবকিছুই রাখা হয়েছে সেখানে। (ছবি ও তথ্যঃ সুমন সাহা)
advertisement
প্রাথমিকভাবে এই মিউজিয়ামের নাম দেওয়া হয়েছে সুন্দরবন আদিবাসী ঐতিহাসিক ও সাংস্কৃতিক সংগ্রহশালা। এখন শেষ পর্যায়ের কাজ চলছে। ইতিমধ্যে এই নিয়ে ছাত্রছাত্রীদের বিপুল উৎসাহ দেখা যাচ্ছে। স্কুলের ছাদেই গড়ে তোলা হচ্ছে বিশেষ সংগ্রহশালা। সাধারণ মানুষকে আদিবাসীদের ব্যাপারে অবহিত করতে এই উদ্যোগ বলে দাবি স্কুল কর্তৃপক্ষের।
advertisement
এই রকম সংগ্রহশালা এর আগে কোনও স্কুলে হয়নি বলে দাবি করেছেন শিক্ষকরা। স্কুল সূত্রে জানা গিয়েছে, এই সংগ্রহশালা পঞ্চাশটিরও বেশি সামগ্রী দিয়ে সাজানো হয়েছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের জীবনযাপন সংক্রান্ত বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে আসা হয়েছে। কিছু আবার আলাদা করে বানানো হয়েছে।
advertisement
advertisement
advertisement
বাসন্তীর এই গ্রামের নতুন প্রজন্মের অনেকেই তাঁদের সংস্কৃতি, ইতিহাস ভালোভাবে জানেন না। প্রাচীন এই জনজাতির সভ্যতা, সংস্কৃতিতে যেসব সম্পদ রয়েছে, সেসবও অনেকের কাছে অজানা। তাই এই সংগ্রহশালা বানিয়ে সবার মধ্যে আদিবাসীদের নিয়ে গণসচেতনতা গড়াই লক্ষ্য। ইতিমধ্যে প্রাথমিক শিক্ষার জেলা পরিদর্শক প্রকল্পটি পরিদর্শন করে গিয়েছেন। (ছবি ও তথ্যঃ সুমন সাহা)