Dhanteras 2025: সোনা রুপো ছাড়ুন...! ধনতেরাসে নিয়ম মেনে এই সমস্ত জিনিস কিনলেই মিলবে লক্ষ্মীর কৃপা! জানুন বিশেষজ্ঞদের মত

Last Updated:
Dhanteras 2025: সোনার দাম বাড়ায় ধনতেরাসে কাঁসা ও পিতলের চাহিদা তুঙ্গে। খাগড়ার কাঁসা, পিতলের বাসন ও লক্ষ্মী-গণেশ-গোপালের মূর্তি বিক্রি হচ্ছে জোর কদমে। দাম শুরু ২০০ টাকা থেকে, চলছে ছাড়ের অফারও।
1/7
সোনার দাম আকাশ ছোঁয়া। পাল্লা দিয়ে বাড়ছে রুপোর দাম। তাই এবছর তাই কাঁসা ও পিতলের চাহিদা তুঙ্গে। তাই ধনতেরাসের আগে জানুন মুর্শিদাবাদের বিখ্যাত কাঁসা ও পিতলের দাম কত?
সোনার দাম আকাশ ছোঁয়া। পাল্লা দিয়ে বাড়ছে রুপোর দাম। তাই এবছর তাই কাঁসা ও পিতলের চাহিদা তুঙ্গে। তাই ধনতেরাসের আগে জানুন মুর্শিদাবাদের বিখ্যাত কাঁসা ও পিতলের দাম কত?
advertisement
2/7
মুর্শিদাবাদ জেলার বিখ্যাত হল কাঁসা ও পিতলের বাসন। খাগড়ার কাঁসাই আর সেই কাঁসা এবার চাহিদা তুঙ্গে এবছর। কারণ সোনার দাম বর্তমানে ১লক্ষ ১০হাজার টাকার বেশি।
মুর্শিদাবাদ জেলার বিখ্যাত হল কাঁসা ও পিতলের বাসন। খাগড়ার কাঁসাই আর সেই কাঁসা এবার চাহিদা তুঙ্গে এবছর। কারণ সোনার দাম বর্তমানে ১লক্ষ ১০হাজার টাকার বেশি।
advertisement
3/7
এবছর চাহিদা তুঙ্গে পিতলের বিভিন্ন দেব দেবতার মুর্তি। লক্ষ্মী গনেশ, গোপালের চাহিদা তুঙ্গে। ২০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই কাঁসার জিনিস।
এবছর চাহিদা তুঙ্গে পিতলের বিভিন্ন দেব দেবতার মুর্তি। লক্ষ্মী গনেশ, গোপালের চাহিদা তুঙ্গে। ২০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই কাঁসার জিনিস।
advertisement
4/7
যখন বাসনপত্র কিনবেন ঠিক কখনই মনে রাখতে হবে একটি কথা কোন ধাতুতে মা লক্ষ্মীর বসবাস আছে সেই ধাতু কিনতে হবে।
যখন বাসনপত্র কিনবেন ঠিক কখনই মনে রাখতে হবে একটি কথা কোন ধাতুতে মা লক্ষ্মীর বসবাস আছে সেই ধাতু কিনতে হবে।
advertisement
5/7
বেশ কয়েকটি ধাতু আছে যেই বাসনে স্বয়ং মা লক্ষ্মীর বসবাস যেমন পিতল, তামা, কস্টুক, ইত্যাদি ধাতু কিনে থাকেন ৷ কিন্তু রুপোর জিনিসপত্র কিনলে বিশেষ লাভের মুখ দেখবেন ৷
বেশ কয়েকটি ধাতু আছে যেই বাসনে স্বয়ং মা লক্ষ্মীর বসবাস যেমন পিতল, তামা, কস্টুক, ইত্যাদি ধাতু কিনে থাকেন ৷ কিন্তু রুপোর জিনিসপত্র কিনলে বিশেষ লাভের মুখ দেখবেন ৷
advertisement
6/7
বিক্রেতা গৌরাঙ্গ গোপাল সাহা জানিয়েছেন, লক্ষ্মী মুর্তি দাম ৩০০০ - ৩৫০০ টাকা। ধনলক্ষ্মী ২৫০০ থেকে ২৮০০/- টাকার মধ্যে। ধনকুবের মুর্তি ২২০০ থেকে ২৫০০ টাকা। গনেশের মুর্তি ৩০০ টাকা থেকে ৩০০০ টাকা পর্যন্ত আছে। গোপালের মুর্তি ২০০ টাকা থেকে ৩০০০ টাকা। তবে এবছর লালী গোপালের চাহিদা অনেক তুঙ্গে।
বিক্রেতা গৌরাঙ্গ গোপাল সাহা জানিয়েছেন, লক্ষ্মী মুর্তি দাম ৩০০০ - ৩৫০০ টাকা। ধনলক্ষ্মী ২৫০০ থেকে ২৮০০/- টাকার মধ্যে। ধনকুবের মুর্তি ২২০০ থেকে ২৫০০ টাকা। গনেশের মুর্তি ৩০০ টাকা থেকে ৩০০০ টাকা পর্যন্ত আছে। গোপালের মুর্তি ২০০ টাকা থেকে ৩০০০ টাকা। তবে এবছর লালী গোপালের চাহিদা অনেক তুঙ্গে।
advertisement
7/7
মুর্শিদাবাদের কান্দি শহরের খাগড়া বাসনালয়ে তরফে জানানো হয়েছে, এবছর ধনতেরাসে বিভিন্ন মুর্তির দামে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে ।যা আরও আকর্ষণীয় করে তুলেছে।
মুর্শিদাবাদের কান্দি শহরের খাগড়া বাসনালয়ে তরফে জানানো হয়েছে, এবছর ধনতেরাসে বিভিন্ন মুর্তির দামে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে ।যা আরও আকর্ষণীয় করে তুলেছে।
advertisement
advertisement
advertisement