অ্যাকাউন্টে ‘ভূতুড়ে’ টাকা, মেসেজ দেখে থ গ্রাহকরা
Last Updated:
#হাওড়া: অ্যাকাউন্টে আচমকা মোটা টাকা। মেসেজ দেখে অবাক আমতার ঘোড়াবেড়িয়া চিতনান অঞ্চলের শ’তিনেক ব্যাঙ্ক গ্রাহক। প্রাপ্তির পরিমাণ পাঁচ হাজার থেকে প্রায় লক্ষ টাকা। কে দিচ্ছে টাকা? উত্তর হাতড়াচ্ছেন সকলেই।
শুরুটা হয়েছিল গত একুশে ডিসেম্বর। মোবাইলে মেসেজ। খুললেই অর্থপ্রাপ্তির বার্তা। এনইএফটি-র মাধ্যমে একে ওকে পাঠানো হচ্ছে পাঁচ হাজার থেকে প্রায় লক্ষ টাকা। এ ছবি হাওড়ার আমতা দুই ব্লকের ঘোড়াবেড়িয়া চিতনানের। মেসেজ পেতেই এলাকার ব্যাঙ্ক সহায়তা কেন্দ্র ও এটিএমে গ্রাহকদের ভিড়। আচমকা অর্থপ্রাপ্তিতে থ এলাকা। কে দিচ্ছে টাকা? কেউ জানে না।
advertisement
এলাকায় গুজব, টাকা দিচ্ছেন মোদি। টাকা তুলে খরচও করেছেন অনেকে। টাকা না পেয়ে নিরাশ অনেকে। যাঁদের অর্থপ্রাপ্তি হয়েছে, তাঁরাই এখন পড়শির ঈর্ষার কারণ। কিন্তু, এ কীর্তি কোন গৌরী সেনের? উত্তর খুঁজছে ব্যাঙ্ক ও প্রশাসন।
advertisement
Location :
First Published :
December 23, 2018 8:09 PM IST