#নয়াদিল্লি: আধার কার্ডকে দেশের নাগরিকদের একমাত্র পরিচয়পত্র করার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। সেই লক্ষে ইতিমধ্যে একাধিক ক্ষেত্রে আধার কার্ডকে বাধ্যতামূলক করেছে কেন্দ্র। এমনকি আগামীদিনে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও বাধ্যতামূলক হতে চলেছে আধার কার্ড ৷ কিন্তু এমন অনেকেই আছেন যারা আধার কার্ড বানায়নি ৷ তাদেরকে শীঘ্রই তা বানিয়ে নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে কেন্দ্রের তরফ থেকে ৷ কারণ ব্যাঙ্ক থেকে গ্যাস সমস্ত কিছুর ক্ষেত্রে আধার কার্ড আবশ্যিক হয়ে উঠেছে ৷ কিন্তু যাদের আধারকার্ড রয়েছে তাদের মধ্যেও অনেকে সমস্যার সম্মুখিন হচ্ছে ৷ কারণ একটাই ৷ আধার কার্ডে নাম, ঠিকানার মতো ব্যক্তিগত তথ্যে ভুল রয়ে গিয়েছে ৷ কী করে এই ভুল ঠিক করবেন তা আবার অনেকেরই অজানা ৷ তবে আর চিন্তার কারণ নেই ৷ আধার কার্ডের ভুল ঠিক করার জন্য আর আপনাকে আর ছোটাছুটি করতে হবে না ৷ বরং বাড়িতে বসে নিজেই অনলাইনে তা শোধরাতে পারবেন ৷ UIDAI পোর্টাল গিয়ে নিজের সঠিক তথ্য দিতে হবে ৷ মোবাইল নম্ব ও লিঙ্গের ক্ষেত্রে লাগবে না কোনও তথ্য ৷ অন্যদিকে নামের ভুল থাকলে এই লিঙ্কে https://ssup.uidai.gov.in/web/guest/update ক্লিক করুন ৷ সেখানে নিজের আধার নম্বর টাইপ করে রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে দিন ৷ কিছুক্ষণ পর আপনার মোবাইলে একটি OTP আসবে ৷ ওয়ান টাইম পাসওয়ার্ডটি টেক্সট ভেরিফিকেশন বক্সে টাইপ করলেই নাম ঠিকানা পরিবর্তন করতে পারবেন আফনি ৷ নাম বা ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে অ্যাড্রেস ও পরিচয় পত্রের স্ক্যান কপি আপলোড করতে হবে ৷ এরপর আপনাকে একটি BPO সার্ভিস প্রোভাইডার সিলেক্ট করতে হবে ৷ এরপর Submit বটনে ক্লিক করলেই পুরো প্রসেস শেষ ৷ এরপর আপনাকে URN নম্বর দেওয়া হবে ৷ এর সাহায্যে এবার আপনি দেখতে পাবেন যে আপনার নাম বা ঠিকানা যা বদলাতে চেয়েছিলেন সেটা হয়েছে কিনা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aadhar Card, Bengali News, Change Aadhar Card Name And Address Online, How to Change Aadhar Card Name and Address