নোট তো আপনার কাছে দামি, জানেন কি সেই টাকা ছাপাতে কত খরচ

Last Updated:

নোটবন্দি দেশের অর্থনীতিতে কি অতিরিক্ত চাপ তৈরি করছিল , আগে ও পরে নোট ছাপার খরচ জানেন

#নয়াদিল্লি: রোজকার খরচ  থেকে আপনার বেতন সবই নোটের ওপরই নির্ভরশীল ৷ নোট আমাদের দৈনন্দিন জীবনের একটা বড় অংশ জুড়ে আছে ৷ তবে জানেন কি ১০০ টাকার হোক বা ৫০০ টাকার কিম্বা ২০০০ টাকার ৷ তা ছাপাতে কত খরচ ৷
সম্প্রতি  RTI -র এর জবাবে একটি সর্বভারতীয় সংবাদ সংস্থা খোঁজ পেয়েছে আপনার -আমার ব্যবহার হওয়া প্রতিটা নোট ছাপাতে কত খরচ ৷ প্রতিটা ২০০০ টাকার নোট ছাপাতে খরচ ৪টাকা ১৮ পয়সা ৷  ৫০০ টাকার নোট ছাপাতে খরচ ২.৫৭ পয়সা ৷ আর ১০০ টাকার নোট ছাপানোর মূল্য ১ টাকা ৫১ পয়সা ৷
advertisement
১০ টাকার নোট ছাপানোর খরচ ১টাকা ১ পয়সা আর একমাত্র ২০ টাকার নোট ১০ টাকার চেয়ে বেশি মূল্যবান হলেও তার খরচ দশ টাকার নোট ছাপানোর চেয়ে এক পয়সা কম ৷
advertisement
 এদিকে নোটবন্দির আগে পরে কি নোট ছাপানোর খরচ কিছু বদলেছে এই প্রশ্নের উত্তরও দিচ্ছে RTI ৷ আগে ৫০০ টাকার নোট ছাপতে খরচ ছিল ৩ টাকা ৯ পয়সা ৷ অর্থাৎ বর্তমান নোটের চেয়ে ৫২ পয়সা বেশি ৷ অর্থাৎ আগে প্রতি ১০০০ টি ৫০০ টাকার নোট ছাপাতে খরচ ছিল ৩০৯০ টাকা ৷ যেটা বর্তমানে কমে হয়েছে ২৫৭০ টাকা ৷
advertisement
এদিকে আগে ২০০০ টাকার নয় ১০০০টাকার নোট ছিল ৷ যেটাতে ছাপাতে খরচ ছিল ৩ টাকা ৫৪ পয়সা ৷ আর এখন ২০০০ টাকার নোট ছাপাতে খরচ ৪ টাকা ১৮ পয়সা ৷ খরচ বেড়েছে ৬৪ পয়সা ৷ প্রতি হাজারটি নোট ছাপার খরচের পার্থক্য আগে ছিল ৩৫৪০ টাকা যা এখন বেড়ে হয়েছে ৪১৮০ টাকা ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
নোট তো আপনার কাছে দামি, জানেন কি সেই টাকা ছাপাতে কত খরচ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement