নোট তো আপনার কাছে দামি, জানেন কি সেই টাকা ছাপাতে কত খরচ
Last Updated:
নোটবন্দি দেশের অর্থনীতিতে কি অতিরিক্ত চাপ তৈরি করছিল , আগে ও পরে নোট ছাপার খরচ জানেন
#নয়াদিল্লি: রোজকার খরচ থেকে আপনার বেতন সবই নোটের ওপরই নির্ভরশীল ৷ নোট আমাদের দৈনন্দিন জীবনের একটা বড় অংশ জুড়ে আছে ৷ তবে জানেন কি ১০০ টাকার হোক বা ৫০০ টাকার কিম্বা ২০০০ টাকার ৷ তা ছাপাতে কত খরচ ৷
সম্প্রতি RTI -র এর জবাবে একটি সর্বভারতীয় সংবাদ সংস্থা খোঁজ পেয়েছে আপনার -আমার ব্যবহার হওয়া প্রতিটা নোট ছাপাতে কত খরচ ৷ প্রতিটা ২০০০ টাকার নোট ছাপাতে খরচ ৪টাকা ১৮ পয়সা ৷ ৫০০ টাকার নোট ছাপাতে খরচ ২.৫৭ পয়সা ৷ আর ১০০ টাকার নোট ছাপানোর মূল্য ১ টাকা ৫১ পয়সা ৷
advertisement
১০ টাকার নোট ছাপানোর খরচ ১টাকা ১ পয়সা আর একমাত্র ২০ টাকার নোট ১০ টাকার চেয়ে বেশি মূল্যবান হলেও তার খরচ দশ টাকার নোট ছাপানোর চেয়ে এক পয়সা কম ৷
advertisement
এদিকে নোটবন্দির আগে পরে কি নোট ছাপানোর খরচ কিছু বদলেছে এই প্রশ্নের উত্তরও দিচ্ছে RTI ৷ আগে ৫০০ টাকার নোট ছাপতে খরচ ছিল ৩ টাকা ৯ পয়সা ৷ অর্থাৎ বর্তমান নোটের চেয়ে ৫২ পয়সা বেশি ৷ অর্থাৎ আগে প্রতি ১০০০ টি ৫০০ টাকার নোট ছাপাতে খরচ ছিল ৩০৯০ টাকা ৷ যেটা বর্তমানে কমে হয়েছে ২৫৭০ টাকা ৷
advertisement
এদিকে আগে ২০০০ টাকার নয় ১০০০টাকার নোট ছিল ৷ যেটাতে ছাপাতে খরচ ছিল ৩ টাকা ৫৪ পয়সা ৷ আর এখন ২০০০ টাকার নোট ছাপাতে খরচ ৪ টাকা ১৮ পয়সা ৷ খরচ বেড়েছে ৬৪ পয়সা ৷ প্রতি হাজারটি নোট ছাপার খরচের পার্থক্য আগে ছিল ৩৫৪০ টাকা যা এখন বেড়ে হয়েছে ৪১৮০ টাকা ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 05, 2018 9:51 AM IST