আজ Teachers' Day, জানেন বলিউডের কোন কোন তারকা শিক্ষকতার সঙ্গে যুক্ত ?

Last Updated:
1/7
নন্দিতা দাস ৷ দিল্লি স্কুল অব সোশ্যাল ওয়ার্ক থেকে স্নাতকোত্তর করার পর ঋষি ভ্যালি স্কুলে পড়াতেন তিনি ৷ Photo Collected
নন্দিতা দাস ৷ দিল্লি স্কুল অব সোশ্যাল ওয়ার্ক থেকে স্নাতকোত্তর করার পর ঋষি ভ্যালি স্কুলে পড়াতেন তিনি ৷ Photo Collected
advertisement
2/7
কাদের খান ৷ চিরকালই তাঁকে কমেডি চরিত্রে দেখতে অভ্যস্ত আমরা ৷ জানতেন তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং-এ অধ্যাপক ছিলেন ? এম এইচ সাবো সিদ্দিক কলেজ অব ইঞ্জিনিয়ারিং, মুম্বই-এ তিনি অধ্যাপনার কাজে যুক্ত ছিলেন ৷ Photo Collected
কাদের খান ৷ চিরকালই তাঁকে কমেডি চরিত্রে দেখতে অভ্যস্ত আমরা ৷ জানতেন তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং-এ অধ্যাপক ছিলেন ? এম এইচ সাবো সিদ্দিক কলেজ অব ইঞ্জিনিয়ারিং, মুম্বই-এ তিনি অধ্যাপনার কাজে যুক্ত ছিলেন ৷ Photo Collected
advertisement
3/7
অক্ষয় কুমার ৷ বলিউডে পা রাখার আগে তিনি মার্শল আর্টসের শিক্ষক ছিলেন ৷ তাঁর এক ছাত্রই তাঁকে মডেল হতে প্রস্তাব দেন ৷ Photo Collected
অক্ষয় কুমার ৷ বলিউডে পা রাখার আগে তিনি মার্শল আর্টসের শিক্ষক ছিলেন ৷ তাঁর এক ছাত্রই তাঁকে মডেল হতে প্রস্তাব দেন ৷ Photo Collected
advertisement
4/7
চন্দ্রচূর সিং ৷ অভিনেতা হলেও তিনি দুন স্কুলের মিউজিক টিচার ছিলেন ৷ Photo Collected
চন্দ্রচূর সিং ৷ অভিনেতা হলেও তিনি দুন স্কুলের মিউজিক টিচার ছিলেন ৷ Photo Collected
advertisement
5/7
আর মাধবন ৷ পাবলিক স্পিকিং ও পার্সোনালিটি ডেভেলপমেন্টের ওপর অনেক কোর্স করান তিনি ৷  Photo Collected
আর মাধবন ৷ পাবলিক স্পিকিং ও পার্সোনালিটি ডেভেলপমেন্টের ওপর অনেক কোর্স করান তিনি ৷ Photo Collected
advertisement
6/7
উৎপল দত্ত ৷ অভিনয়ের শিক্ষক তো বটেই তিনি কলকাতার সাউথ পয়েন্ট স্কুলের শিক্ষক ছিলেন ৷ Photo Collected
উৎপল দত্ত ৷ অভিনয়ের শিক্ষক তো বটেই তিনি কলকাতার সাউথ পয়েন্ট স্কুলের শিক্ষক ছিলেন ৷ Photo Collected
advertisement
7/7
টম অলটার ৷ হরিয়ানার সেন্ট থমাস স্কুলের ক্রিকেট কোচ ছিলেন তিনি ৷ Photo Collected
টম অলটার ৷ হরিয়ানার সেন্ট থমাস স্কুলের ক্রিকেট কোচ ছিলেন তিনি ৷ Photo Collected
advertisement
advertisement
advertisement