Priyanka Gandhi on Agnipath || শান্তিপূর্ণ প্রতিবাদ বজায় থাকুক, অগ্নিপথ প্রসঙ্গে মন্তব্য প্রিয়াঙ্কা গান্ধির
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Priyanka Gandhi on Agnipath || প্রিয়াঙ্কা বলেন, "এই স্কিম যুব সমাজের ধ্বংসের কারণ হয়ে উঠবে শীঘ্রই৷ তাই প্রতিবাদ বন্ধ কোরো না৷" তবে কোনও ভাবেই তিনি হিংসাকে সমর্থন করেননি৷
#দিল্লি: শান্তি বজায় রাখ, কিন্তু প্রতিবাদ থামিও না৷ যুব সমাজের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি৷ কৃষি আইনের মতোই অগ্নিপথ প্রকল্পও ফিরিয়ে নিতে বাধ্য হবে মোদি সরকার৷ ফের একবার দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ এমনই ভবিষ্যদ্বাণী করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ অগ্নিপথ নিয়ে বিক্ষোভে জ্বলছে বিহার, উত্তর প্রদেশের মতো রাজ্য৷ ধীরে ধীরে দেশের অন্যান্য প্রান্তেও ছড়িয়ে পড়ছে হিংসাত্মক আন্দোলন৷ পুড়ছে ট্রেন, বাস, গাড়ি৷ এই পরিস্থিতিতে অগ্নিপথের বিরোধিতায় শামিল হয়েছেন শচীন পাইলটের মতো প্রথম সারির কংগ্রেস নেতৃত্ব৷ প্রিয়াঙ্কা বলেন, "এই স্কিম যুব সমাজের ধ্বংসের কারণ হয়ে উঠবে শীঘ্রই৷ তাই প্রতিবাদ বন্ধ কোরো না৷" তবে কোনও ভাবেই তিনি হিংসাকে সমর্থন করেননি৷
advertisement
রাহুল গান্ধিও ট্যুইটারে লেখেন, "আট বছর ধরে বার বার বিজেপি সরকার জয় জওয়ান, জয় কিষানের মূল্যবোধকে অপমান করেছে৷ আমি অনেক আগেই বলেছিলাম, প্রধানমন্ত্রীজি-কে কৃষি আইন প্রত্যাহার করতে হবে৷' অগ্নিপথ প্রকল্পে যাঁরা যোগ দেবেন তাঁদেরকে অগ্নিবীর তকমা দেবে কেন্দ্র৷ কটাক্ষের সুরে রাহুল গান্ধি ট্যুইটারে লিখেছেন, 'কৃষি আইনের মতো ঠিক একই ভাবে প্রধানমন্ত্রীকে 'মাফিবীর' হয়ে দেশের যুবসমাজের কথা মানতে হবে এবং অগ্নিপথ ফেরত নিতে হবে৷"
advertisement
গতকালের পর ফের বৈঠক ডাকলেন প্রতিরক্ষামন্ত্রী্য রাজনাথ সিং৷ গতকাল একপ্রস্থ বৈঠক করেছেন তিনি৷ সেখানে ১০ শতাংশ সংরক্ষণের কথা জানিয়েছিলেন। পাশাপাশি বিভিন্ন প্রতিরক্ষা সংক্রান্ত সংস্থাতেও কর্মীদের নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ থাকবে বলে উল্লেখ করেন। উপস্থিত ছিলেন সেনাপ্রধানরা৷ আজকের বৈঠক আবারও পর্যালোচনা বৈঠক৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 19, 2022 2:30 PM IST