Priyanka Gandhi on Agnipath || শান্তিপূর্ণ প্রতিবাদ বজায় থাকুক, অগ্নিপথ প্রসঙ্গে মন্তব্য প্রিয়াঙ্কা গান্ধির

Last Updated:

Priyanka Gandhi on Agnipath || প্রিয়াঙ্কা বলেন, "এই স্কিম যুব সমাজের ধ্বংসের কারণ হয়ে উঠবে শীঘ্রই৷ তাই প্রতিবাদ বন্ধ কোরো না৷" তবে কোনও ভাবেই তিনি হিংসাকে সমর্থন করেননি৷

Priyanka Gandhi
Priyanka Gandhi
#দিল্লি:  শান্তি বজায় রাখ, কিন্তু প্রতিবাদ থামিও না৷ যুব সমাজের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি৷ কৃষি আইনের মতোই অগ্নিপথ প্রকল্পও ফিরিয়ে নিতে বাধ্য হবে মোদি সরকার৷ ফের একবার দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ এমনই ভবিষ্যদ্বাণী করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ অগ্নিপথ নিয়ে বিক্ষোভে জ্বলছে বিহার, উত্তর প্রদেশের মতো রাজ্য৷ ধীরে ধীরে দেশের অন্যান্য প্রান্তেও ছড়িয়ে পড়ছে হিংসাত্মক আন্দোলন৷ পুড়ছে ট্রেন, বাস, গাড়ি৷ এই পরিস্থিতিতে অগ্নিপথের বিরোধিতায় শামিল হয়েছেন শচীন পাইলটের মতো প্রথম সারির কংগ্রেস নেতৃত্ব৷ প্রিয়াঙ্কা বলেন, "এই স্কিম যুব সমাজের ধ্বংসের কারণ হয়ে উঠবে শীঘ্রই৷ তাই প্রতিবাদ বন্ধ কোরো না৷" তবে কোনও ভাবেই তিনি হিংসাকে সমর্থন করেননি৷
advertisement
রাহুল গান্ধিও ট্যুইটারে লেখেন, "আট বছর ধরে বার বার বিজেপি সরকার জয় জওয়ান, জয় কিষানের মূল্যবোধকে অপমান করেছে৷ আমি অনেক আগেই বলেছিলাম, প্রধানমন্ত্রীজি-কে কৃষি আইন প্রত্যাহার করতে হবে৷' অগ্নিপথ প্রকল্পে যাঁরা যোগ দেবেন তাঁদেরকে অগ্নিবীর তকমা দেবে কেন্দ্র৷ কটাক্ষের সুরে রাহুল গান্ধি ট্যুইটারে লিখেছেন, 'কৃষি আইনের মতো ঠিক একই ভাবে প্রধানমন্ত্রীকে 'মাফিবীর' হয়ে দেশের যুবসমাজের কথা মানতে হবে এবং অগ্নিপথ ফেরত নিতে হবে৷"
advertisement
গতকালের পর ফের বৈঠক ডাকলেন প্রতিরক্ষামন্ত্রী্য রাজনাথ সিং৷ গতকাল একপ্রস্থ বৈঠক করেছেন তিনি৷ সেখানে ১০ শতাংশ সংরক্ষণের কথা  জানিয়েছিলেন। পাশাপাশি বিভিন্ন প্রতিরক্ষা সংক্রান্ত সংস্থাতেও কর্মীদের নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ থাকবে বলে উল্লেখ করেন। উপস্থিত ছিলেন সেনাপ্রধানরা৷ আজকের বৈঠক আবারও পর্যালোচনা বৈঠক৷
বাংলা খবর/ খবর/দেশ/
Priyanka Gandhi on Agnipath || শান্তিপূর্ণ প্রতিবাদ বজায় থাকুক, অগ্নিপথ প্রসঙ্গে মন্তব্য প্রিয়াঙ্কা গান্ধির
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement