Himanta Biswa Sarma: ‘অসমের ৪০% বাসিন্দা বাংলাদেশি বংশোদ্ভুত’! অস্থির বাংলাদেশে নিয়ে বড় মন্তব্য হিমন্তের, সমাধানে চাই ‘সার্জারি’, বিস্ফোরক অসমের মুখ্যমন্ত্রী

Last Updated:

Himanta Biswa Sarma: অস্থির পরিস্থিতি বাংলাদেশে৷ ভারতের নিরাপত্তায় বাংলাদেশের বিশৃঙ্খল পরিস্থিতির প্রভাব নিয়ে এবার মুখ খুললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা৷

‘অসমের ৪০% বাসিন্দা বাংলাদেশী বংশোদ্ভুত’! অস্থির বাংলাদেশে নিয়ে বড় মন্তব্য হিমন্তের, সমাধানে চাই ‘সার্জারি’, বিস্ফোরক অসমের মুখ্যমন্ত্রী
‘অসমের ৪০% বাসিন্দা বাংলাদেশী বংশোদ্ভুত’! অস্থির বাংলাদেশে নিয়ে বড় মন্তব্য হিমন্তের, সমাধানে চাই ‘সার্জারি’, বিস্ফোরক অসমের মুখ্যমন্ত্রী
দিসপুর: অস্থির পরিস্থিতি বাংলাদেশে৷ ভারতের নিরাপত্তায় বাংলাদেশের বিশৃঙ্খল পরিস্থিতির প্রভাব নিয়ে এবার মুখ খুললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা৷ পড়শি রাজ্যের সীমান্তেই রয়েছে অসম৷ সোমবার নিউজ১৮-এর রাইজিং অসম কনক্লেভ-এ দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি সতর্ক করেন যে বর্তমান পরিস্থিতি ভারতের জন্য, বিশেষত উত্তর-পূর্বাঞ্চলের জন্য, মারাত্মক ঝুঁকি তৈরি করছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের এই পরিস্থিতির স্থায়ী সমাধান সম্ভব ‘সার্জারির’ মাধ্যমে৷
শিলিগুড়ি করিডর—যা ‘চিকেন নেক’ নামে পরিচিত—কে ভারতের সবচেয়ে বড় কৌশলগত উদ্বেগের কারণ হতে পারে বলেই মন্তব্য মুখ্যমন্ত্রীর৷ তিনি বলেন, এই সরু ভূখণ্ডটি ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে দেশের বাকি অংশের সঙ্গে যুক্ত করে এবং এর দু’পাশেই বাংলাদেশ অবস্থিত। তাঁর মতে, একদিন ভারতকে এই অঞ্চল সুরক্ষিত করতে ২০–২২ কিলোমিটার জমি নিতে হতে পারে—তা কূটনীতির মাধ্যমে হোক বা বলপ্রয়োগে। তিনি চিকিৎসাবিজ্ঞানের উদাহরণ টেনে বলেন, ওষুধ কাজ না করলে অস্ত্রোপচার প্রয়োজন হয়ে পড়ে।
advertisement
advertisement
চিকেন নেক প্রসঙ্গে শর্মা একে “অসমাপ্ত এজেন্ডা” বলেছেন অসমের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এর সময় ও পদ্ধতি নির্ধারণ করবে কেন্দ্র সরকার এবং সবাইকে ধৈর্য ধরতে হবে। “আমাদের অধৈর্য হওয়া উচিত নয়। ইতিহাসের নিজস্ব সময় আছে,” তিনি যোগ করেন।
advertisement
বাংলাদেশের অন্তর্বর্তী নেতৃত্বকে নিশানা করে শর্মা বলেন, মহম্মদ ইউনুসের সরকার বেশি দিন টিকবে না। তাঁর দাবি, বর্তমান শাসন ভারত, বিশেষত সীমান্তবর্তী রাজ্যগুলির জন্য গভীরভাবে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে।
বাংলাদেশ সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়েও সরব অসমের মুখ্যমন্ত্রী৷ দিপু দাসের হত্যা প্রসঙ্গ টেনে তিনি বলেন, ধর্ম নির্বিশেষে যে কোনও মানুষের ওপর নৃশংসতা অগ্রহণযোগ্য। ‘অসমের ৪০% মানুষ বাংলাদেশি, আমরা বারুদের স্তূপের ওপর বসে আছি’৷
advertisement
অসমের জনসংখ্যা পরিবর্তন নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী দাবি করেন, বর্তমানে রাজ্যের প্রায় ৪০ শতাংশ মানুষ বাংলাদেশি বংশোদ্ভূত, যেখানে স্বাধীনতার সময় এই হার ছিল মাত্র ১০–১৫ শতাংশ। তিনি পরিস্থিতিকে “বারুদের স্তূপের ওপর বসে থাকা”-র সঙ্গে তুলনা করেন।
advertisement
তিনি আরও বলেন, ২০২৭ সালের জনগণনা অনুযায়ী অসমে হিন্দু ও মুসলিম জনসংখ্যা সমান হয়ে যেতে পারে। এই জনসংখ্যাগত পরিবর্তনের কারণে অসম শাসন করা দিন দিন আরও জটিল হয়ে উঠছে বলেও তিনি মন্তব্য করেন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Himanta Biswa Sarma: ‘অসমের ৪০% বাসিন্দা বাংলাদেশি বংশোদ্ভুত’! অস্থির বাংলাদেশে নিয়ে বড় মন্তব্য হিমন্তের, সমাধানে চাই ‘সার্জারি’, বিস্ফোরক অসমের মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
Mamata Banerjee: খসড়া তালিকায় বাদ যাওয়া নাম কীভাবে ফিরবে চূড়ান্ত তালিকায়? শুনানির আগে তৃণমূলের বিএলএ-দের ৮ টোটকা মমতার
খসড়া তালিকায় বাদ যাওয়া নাম ফেরাতে কী করণীয়? তৃণমূলের বিএলএ-দের ৮ দফা নির্দেশ মমতার
  • খসড়া তালিকায় বাদ যাওয়া নাম ফেরাতে ভোটারদের কীভাবে সাহায্য?

  • তৃণমূলের বিএলএ-দের একগুচ্ছ নির্দেশ মমতার৷

  • বহিরাগতদের উপরে নজর রাখারও নির্দেশ৷

VIEW MORE
advertisement
advertisement