Nostradamus: ৯/১১ হামলা, কোভিড ১৯...সব মিলে গিয়েছে! ’২৬ সাল নিয়ে কী ভবিষ্যদ্বাণী করে ছিলেন নস্ট্রাদামুস? রক্তক্ষয়ী যুদ্ধ, মৌমাছি...শিউরে ওঠা সঙ্কেত
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Nostradamus 2026 Prediction: আসছে ২০২৬ সাল৷ ডিসেম্বর শেষ হতে মাত্র কয়েকদিন বাকি৷ অন্যান্য বছরের মতো ২০২৬ নিয়েও বেশকিছু ভবিষ্যদ্বাণী করে গিয়েছে নস্ট্রাদামুস৷ কবিতার আকারে লে প্রফেসের পাতায় ’২৬ সাল নিয়েও রয়েছে শিউরে ওঠা ভবিষ্যদ্বাণী৷ বিশ্বযুদ্ধ নিয়েও রয়েছে ইঙ্গিত৷
advertisement
ভবিষ্যদ্রষ্টা নস্ট্রাদামুস এবং তার বই ‘লে প্রফেসি’ নিয়ে বিশ্বজুড়ে প্রচুর চর্চা হয়েছে৷ প্রতিটি বছর জুড়ে কী হতে পারে, যুদ্ধ থেকে শুরু করে মহামারী, বহু ঘটনারই উল্লেখ্য রয়েছে ওই বইতে৷ হিটলারের উত্থ্বান, কোভিড মহামারী থেকে শুরু করে ৯/১১ সন্ত্রাসবাদী হামলা৷ একের পর এক ঘটনাক্রমের উল্লেখ্য রয়েছে নস্ট্রাদামুসের লেখায়৷
advertisement
advertisement
নস্ত্রাদামুসের ২০২৬ সাল সম্পর্কে করা ভবিষ্যদ্বাণীগুলো বর্তমানে মানুষের মধ্যে ভয় ও কৌতূহল—দুটোই বাড়িয়ে দিচ্ছে। বলা হচ্ছে, যদি তাঁর কথাগুলো সত্যি হয়, তবে বিশ্বকে বড়সড় সংকটের মুখোমুখি হতে হতে পারে। এই কারণেই ২০২৬ সাল নিয়ে নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী সোশ্যাল মিডিয়ায় আলোচনার বড় বিষয় হয়ে উঠেছে।
advertisement
নস্ত্রাদামুসের ২০২৬ সালের সঙ্গে যুক্ত ভবিষ্যদ্বাণীগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ হল বিশ্বযুদ্ধের আশঙ্কা৷ মনে করা হয়, তিনি এমন এক যুদ্ধের ইঙ্গিত দিয়েছিলেন যা পুরো বিশ্বে ছড়িয়ে পড়তে পারে৷ তাঁর লেখার ব্যাখ্যাকারীরা মনে করেন, এটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেই ইঙ্গিত করে৷ ভবিষ্যদ্বাণী সত্যি প্রমাণিত হলে সেই যুদ্ধের প্রভাব পড়বে পৃথিবীর সমস্ত দেশে৷
advertisement
নস্ত্রাদামুসের বইটি কবিতার আকারে প্রতীকী ভাষায় লেখা৷ সেই লেখায় ২০২৬ সালের ভবিষ্যদ্বাণী রয়েছে মৌমাছির উল্লেখ্য৷ নস্ত্রাদামুস লিখেছিলেন, “মৌমাছির এক বিশাল ঝাঁক আসবে এবং রাত অন্ধকার হয়ে যাবে।” অনেকেই এটিকে প্রতীকী ভাষা বলে মনে করেন। ইতিহাসে মৌমাছি ক্ষমতা ও বিজয়ের প্রতীক হিসেবে পরিচিত, বিশেষ করে মিশর ও নেপোলিয়নের যুগে। বিশেষজ্ঞদের মতে, এর অর্থ হতে পারে কোনও শক্তিশালী নেতা বা শক্তির উত্থান, যা বিশ্বজুড়ে বড় পরিবর্তন আনবে এবং পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।
advertisement
নস্ত্রাদামুস সুইজারল্যান্ডের দক্ষিণাঞ্চল তিচিনো (Ticino) অঞ্চল নিয়েও একটি ভয়াবহ ভবিষ্যদ্বাণী করেছিলেন। তিনি বলেছিলেন, এই স্থান রক্তে ভরে যাবে। অঞ্চলটি তার প্রাকৃতিক সৌন্দর্য, হ্রদ ও হিমবাহের জন্য পরিচিত। এত শান্ত একটি জায়গা সম্পর্কে এমন ভবিষ্যদ্বাণী মানুষকে আরও আতঙ্কিত করছে। তবে এটি যুদ্ধ, সহিংসতা নাকি অন্য কোনও বিপর্যয়ের ইঙ্গিত—তা স্পষ্ট নয়।
advertisement
বিশেষজ্ঞদের মতে, নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণীগুলো প্রায়ই প্রতীকী ও অস্পষ্ট, যার নানা রকম ব্যাখ্যা করা যায়। কেউ এগুলোকে আসন্ন বিপদের সতর্কবার্তা মনে করেন, আবার কেউ এটিকে নিছক কাকতালীয় ঘটনা বলে মনে করেন। সত্য যা-ই হোক, ২০২৬ সাল নিয়ে নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী বিশ্বজুড়ে আবারও উদ্বেগ ও বিতর্কের জন্ম দিয়েছে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )







