Astrology: জানুয়ারি মাসের শুরুতেই শুক্রের নক্ষত্রে প্রবেশ বুধের! কপালের বন্ধ দরজা খুলে যাবে ৫ রাশির, আসছে গোল্ডেন টাইম

Last Updated:
Budh Gochar 2026 Rashifal: পূর্বষ্যধা নক্ষত্রে গোচর করতে চলেছে বুধ গ্রহ৷ পূর্বষ্যধা হল শুক্রের নক্ষত্র৷ পূর্বষ্যধা নক্ষত্র সুখ-সুবিধা আর সমৃদ্ধির প্রতীক৷ তাই এই নক্ষত্রে বুধের গোচরে কপাল খুলতে চলেছে ৫ রাশির জাতক জাতিকার৷
1/7
জানুয়ারি মাসের শুরুতেই স্থান পরিবর্তন করতে চলেছে বুধ গ্রহ৷ জ্যোতিষশাস্ত্রে বুধকে বুদ্ধি, যুক্তি, ব্যবসা কারক গ্রহ বলা হয়৷ বুধের নক্ষত্র পরিবর্তনের শুভ প্রভাব পড়বে ৫ টি রাশির জাতক জাতিকার উপর৷ অর্থলাভের প্রবল সম্ভাবনা৷
জানুয়ারি মাসের শুরুতেই স্থান পরিবর্তন করতে চলেছে বুধ গ্রহ৷ জ্যোতিষশাস্ত্রে বুধকে বুদ্ধি, যুক্তি, ব্যবসা কারক গ্রহ বলা হয়৷ বুধের নক্ষত্র পরিবর্তনের শুভ প্রভাব পড়বে ৫ টি রাশির জাতক জাতিকার উপর৷ অর্থলাভের প্রবল সম্ভাবনা৷
advertisement
2/7
পূর্বষ্যধা নক্ষত্রে গোচর করতে চলেছে বুধ গ্রহ৷ পূর্বষ্যধা হল শুক্রের নক্ষত্র৷ পূর্বষ্যধা নক্ষত্র সুখ-সুবিধা আর সমৃদ্ধির প্রতীক৷ তাই এই নক্ষত্রে বুধের গোচরে কপাল খুলতে চলেছে ৫ রাশির জাতক জাতিকার৷
পূর্বষ্যধা নক্ষত্রে গোচর করতে চলেছে বুধ গ্রহ৷ পূর্বষ্যধা হল শুক্রের নক্ষত্র৷ পূর্বষ্যধা নক্ষত্র সুখ-সুবিধা আর সমৃদ্ধির প্রতীক৷ তাই এই নক্ষত্রে বুধের গোচরে কপাল খুলতে চলেছে ৫ রাশির জাতক জাতিকার৷
advertisement
3/7
মেষ রাশি: মেষ রাশির জন্য ইতিবাচক হতে চলেছে বুধের নক্ষত্র গোচর৷ কেরিয়ারে ভাল সময়৷ যারা অনেকদিন ধরে প্রোমোশন বা নতুন চাকরির খোঁজে ছিলেন, তারা বড়ো সাফল্য পাবেন। আটকে থাকা কাজ গতি পাবে আর ভাগ্য পুরোপুরি সঙ্গ দেবে৷ পৈতৃক সম্পত্তি থেকে অর্থলাভের প্রবল যোগ রয়েছে৷
মেষ রাশি: মেষ রাশির জন্য ইতিবাচক হতে চলেছে বুধের নক্ষত্র গোচর৷ কেরিয়ারে ভাল সময়৷ যারা অনেকদিন ধরে প্রোমোশন বা নতুন চাকরির খোঁজে ছিলেন, তারা বড়ো সাফল্য পাবেন। আটকে থাকা কাজ গতি পাবে আর ভাগ্য পুরোপুরি সঙ্গ দেবে৷ পৈতৃক সম্পত্তি থেকে অর্থলাভের প্রবল যোগ রয়েছে৷
advertisement
4/7
মিথুন রাশি: মিথুন রাশির স্বামী স্বয়ং বুধ দেব৷ তাই বুধের পূর্বষ্যধা নক্ষত্রে গোচরের ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ সময় আসতে চলেছে৷ অর্থনৈতিক লাভের নতুন দরজা খুলবে। এই সময়টা বড়ো বিনিয়োগ আর লাভের৷ বৈবাহিক জীবনে মধুরতা আসবে৷ আয়-এর নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা৷
মিথুন রাশি: মিথুন রাশির স্বামী স্বয়ং বুধ দেব৷ তাই বুধের পূর্বষ্যধা নক্ষত্রে গোচরের ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ সময় আসতে চলেছে৷ অর্থনৈতিক লাভের নতুন দরজা খুলবে। এই সময়টা বড়ো বিনিয়োগ আর লাভের৷ বৈবাহিক জীবনে মধুরতা আসবে৷ আয়-এর নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা৷
advertisement
5/7
কন্যা রাশি: বুধের গোচরে ভাল সময় আসতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনেও৷ পারিবারিক সুখ আর সম্পত্তির ক্ষেত্রে সময়টা ভাল৷ গাড়ি বা নতুন বাড়ি কেনার স্বপ্ন সত্যি হতে পারে। বাড়িতে কোনও মাঙ্গলিক কাজ হতে পারে৷ কর্মক্ষেত্রে আপনার বুদ্ধি আর দক্ষতার প্রশংসা হবে, যার ফলে প্রতিপত্তি বাড়বে।
কন্যা রাশি: বুধের গোচরে ভাল সময় আসতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনেও৷ পারিবারিক সুখ আর সম্পত্তির ক্ষেত্রে সময়টা ভাল৷ গাড়ি বা নতুন বাড়ি কেনার স্বপ্ন সত্যি হতে পারে। বাড়িতে কোনও মাঙ্গলিক কাজ হতে পারে৷ কর্মক্ষেত্রে আপনার বুদ্ধি আর দক্ষতার প্রশংসা হবে, যার ফলে প্রতিপত্তি বাড়বে।
advertisement
6/7
ধনু রাশি: বুধের গোচর ধনু রাশির জাতক জাতিকাদের জন্য ইতিবাচক হতে চলেছে৷ ব্যক্তিত্ব আর কথা বলার ক্ষমতাকে প্রভাবশালী করে তুলবে। শেয়ার বাজারে লাভের সম্ভাবনা৷ মান-সম্মান বাড়বে আর আপনার জনপ্রিয়তা বাড়বে।
ধনু রাশি: বুধের গোচর ধনু রাশির জাতক জাতিকাদের জন্য ইতিবাচক হতে চলেছে৷ ব্যক্তিত্ব আর কথা বলার ক্ষমতাকে প্রভাবশালী করে তুলবে। শেয়ার বাজারে লাভের সম্ভাবনা৷ মান-সম্মান বাড়বে আর আপনার জনপ্রিয়তা বাড়বে।
advertisement
7/7
কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাল সময় শুরু হবে বুধের গোচরে৷ আয় অপ্রত্যাশিতভাবে বাড়বে৷ পুরনো বিনিয়োগ থেকে এখন ভাল রিটার্ন পাওয়ার সময়৷ বিদেশ যাওয়ার ইচ্ছে পূরণ হতে চলেছে৷ ছাত্র ছাত্রীদের জন্য সময়টা খুব ভাল৷ প্রতিযোগিতামূলক সাফল্যের সম্ভাবনা।
কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাল সময় শুরু হবে বুধের গোচরে৷ আয় অপ্রত্যাশিতভাবে বাড়বে৷ পুরনো বিনিয়োগ থেকে এখন ভাল রিটার্ন পাওয়ার সময়৷ বিদেশ যাওয়ার ইচ্ছে পূরণ হতে চলেছে৷ ছাত্র ছাত্রীদের জন্য সময়টা খুব ভাল৷ প্রতিযোগিতামূলক সাফল্যের সম্ভাবনা। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
advertisement
advertisement
advertisement