মর্মান্তিক মৃত্যু, শনিবার থেকে লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত,Mumbai Rain-এর ভয়াবহ ছবি

Last Updated:

প্রবল বৃষ্টির (Mumbai Rains) দাপটে নাজেহাল মানুষ, মৃত্যু , পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত, ভয়াবহতার চরম ছবি৷

#মুম্বই: প্রবল বৃষ্টিতে (Mumbai Rain) একবার ফের বিপর্যস্ত মুম্বই৷ যার জেরে মায়ানগরীর পরিস্থিতি অত্যন্ত খারাপ৷ শনিবার রাতে প্রবল বৃষ্টির জেরের বিভিন্ন জায়গায় জল জমে গেছে৷ রাস্তার ওপর দিয়ে ঢেউয়ের মতো জল প্রবাহিত হচ্ছে৷ এরইমধ্যে আরও মর্মান্তিক খবর এসেছে৷ ভীষণ বৃষ্টির জেরে চেম্বুরে (Chembur) দেওয়াল পড়ে গিয়ে (Wall Collapse) অন্ততপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে৷ অন্যদিকে বিক্রৌলিতে বৃষ্টির কারণে চাল ভেঙে পড়ার খবর এসেছে৷ তাতেও অন্ততপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে৷ ভেঙে পড়া বাড়ির ভিতর থেকে এখনও উদ্ধারকার্য চলছে৷
মুম্বইতে শনিবার রাত থেকে মুষলাধারে বৃষ্টি  (Mumbai Rains) চলছে৷ এরফলে হনুমান নগর থেকে কান্দিভালি অবধি এলাকা জলের তলায় চলে গেছে৷ বৃষ্টির কারণে মানুষজনের বাড়ির ভিতর জল ঢুকে গেছে৷ মুম্বই এবং তার পার্শ্ববর্তী এলাকায় রাস্তা পুরোপুরি জলের নিচে৷ গান্ধি মার্কেট এলাকা জলের নিচে চলে যাওয়ায় রাস্তা দিয়ে গাড়ি চলাচল অবধি করতে পারছে না৷ মুম্বইয়ের সিয়ানে রেলওয়ে স্টেশনের রেলওয়ে ট্র্যাক পুরোপুরি জলে ভরে গেছে৷
advertisement
মহারাষ্ট্রের চেম্বুরে ভূমিস্খলনের জেরে একটি দেওয়াল ভেঙে পড়ে বিভিন্ন ঝুপড়ি চাপা পড়ে গেছেষ এনডিআরএফ জানিয়েছে ভূমিস্খলনের জেরে ভারতনগরএলাকায় বেশ কিছু ঝুপড়ি চাপা পড়ে যাওয়ার কারণে এখনও অবধি ১১ জনের মৃত্যু হয়েছে৷ উদ্ধারকার্য এবং ত্রাণ জারি রয়েছে৷
advertisement
advertisement
আজ সারাদিনই মুম্বইতে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ সিয়োন এলাকায় মূল রাস্তায় এক কোমর অবধি জল জমে রয়েছে৷ বৃষ্টির জেরে সাধারণ মানুষের জীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে৷ এরমধ্যে মৌসম বিভাগের সতর্কবার্তায় আরও ভয়ে প্রহর গুনছেন মানুষজন৷ শনিবারের মতো যদি রবিবারও সারাদিন এইভাবে বৃষ্টি হয় তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে৷
advertisement
advertisement
মুম্বইতে লাগাতার বৃষ্টির জেরের সায়ন রেলওয়ে স্টেশন পুরোপুরি জলের তলায়৷ এছাড়াও চুনাভট্টি রেলওয়ে স্টেশনের কাছেও ট্র্যাকে জল দাঁড়িয়ে গেছে৷ ফলে ট্রেন দাঁড় করিয়ে দেওয়া হয়েছে৷ মধ্য রেলওয়ের এক আধিকারিক জানিয়েছেন পূর্ব মুম্বইয়ের কুর্লা স্টেশনের কাছে রেলওয়ে ট্র্যাকে জল জমে রয়েছে৷ এরফলে ছত্রপতি শিবাজি মহারাজ বাস টার্মিনাস  থেকে কুর্লা অবধি এবং সিএসএমটি -বাশি-পনবেল লাইনে সকাল থেকে ট্রেন চলাচলে প্রভাব পড়েছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
মর্মান্তিক মৃত্যু, শনিবার থেকে লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত,Mumbai Rain-এর ভয়াবহ ছবি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement