খুন করে টুকরো করে ফেলে দেওয়া হবে, এমন আশঙ্কায় কেঁপে উঠেছিলেন শ্রদ্ধা! দু বছর আগের সেই অভিযোগপত্র দিল্লি পুলিশের হাতে

Last Updated:

Shraddha Walker Murder: কী ছিল সেই অভিযোগপত্রে? শ্রদ্ধা লিখেছিলেন আফতাব তাঁকে ছ’মাস ধরে শারীরিক নির্যাতন করছেন। হুমকি দিচ্ছেন। মারধরে আহত হওয়ার একটি ছবি বন্ধুদের কাছে পাঠিয়েছিলেন শ্রদ্ধা৷

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
#মুম্বই: তিনি খুন হতে পারেন, তাঁকে খুন করতে পারেন তাঁর প্রেমিক তথা লিভ ইন সঙ্গী আফতাব- এমন আশঙ্কা দু’বছর আগেই প্রকাশ করেছিেলেন শ্রদ্ধা৷ পুলিশের কাছে লিখিত অভিযোগও দায়ের করেছিলেন৷ সত্যি হল সেটাই৷ তখন পদক্ষেপ করলে বাঁচানো যেত শ্রদ্ধা ওয়ালকরকে? প্রশ্ন উঠছে৷ শ্রদ্ধা ওয়ালকর খুনের তদন্তে নেমে দু-বছর আগের সেই অভিযোগপত্র দিল্লি পুলিশের হাতে এল। পুলিশ সূত্রে খবর, ভাসাই থানায় তাঁর লিভ-ইন সঙ্গী আফতাবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন শ্রদ্ধা।
কী ছিল সেই অভিযোগপত্রে? শ্রদ্ধা লিখেছিলেন, আফতাব তাঁকে ছ’মাস ধরে শারীরিক নির্যাতন করছেন। হুমকি দিচ্ছেন। মারধরে আহত হওয়ার একটি ছবি বন্ধুদের কাছে পাঠিয়েছিলেন শ্রদ্ধা৷ কাছের বন্ধুদের সঙ্গে সোশ্যাল মিডিয়া কথোপকথনেও উল্লেখ ছিল সে সবের। খুন হতে পারেন, কাটা হতে পারে টুকরো টুকরো করে৷ প্রতি মুহূর্তে এই ভয় গ্রাস করত তাঁকে৷ সত্যি হল সেটাই৷
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, ১৮ মে শ্রদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করে অফতাব। তারপরে গুগল করে সে। সেখানে কীভাবে দেহ লোপাট করতে হয়, সেই বিষয়ে সন্ধান করে আফতাব। তারপরেই ধারালো সরঞ্জামগুলির সাহায্যে শ্রদ্ধার দেহ ৩৫ টুকরো করে আফতাব। টুকরোগুলো যাতে পচন না ধরে তার জন্য ৩০০ লিটারের একটি ফ্রিজ নিয়ে এসেছিল আফতাব। সেই ফ্রিজেই টুকরোগুলি সংরক্ষণ করে রেখেছিল আফতাব। তারপরে প্রায় ১৮ দিন ধরে বিভিন্ন জায়গায় সেই টুকরো গুলি ফেলে দিয়ে আসত আফতাব।
advertisement
তবে পুলিশের অনুমান, হত্যার সময়ে শ্রদ্ধার জামাকাপড় এমনকী নিজের পোশাক আফতাব কাছাকাছি কোনও ময়লা ফেলার স্থানে ফেলেছে। ইতিমধ্যে পুলিশ দুটি জায়গাকে চিহ্নিত করেছে। এই দুটি জায়গা অফতাবের ফ্ল্যাটের খুব কাছে রয়েছে। পোশাকগুলি হাতে আসলে তদন্তে অনেকটাই সুবিধা হবে বলে অনুমান করছে পুলিশ। আফতাবের বাবা-মা বিবৃতি রেকর্ড করার জন্য দিল্লিতে আছেন৷ আছেন শ্রদ্ধার সহকর্মী করণও, যাঁকে তিনি হামলার কথা বলেছিলেন।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
খুন করে টুকরো করে ফেলে দেওয়া হবে, এমন আশঙ্কায় কেঁপে উঠেছিলেন শ্রদ্ধা! দু বছর আগের সেই অভিযোগপত্র দিল্লি পুলিশের হাতে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement