Councilor Cleans Drain: ড্রেনের কাদায় মাখামাখি, তারপর দুধে স্নান কাউন্সিলরের! কী ঘটল হঠাৎ? ভাইরাল ভিডিও

Last Updated:

Councilor Cleans Drain: কাদা মাখামাখি হয়ে ড্রেন থেকে উঠে আসার পর তাঁকে দুধ দিয়ে স্নান করিয়ে দেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে দিল্লির শাস্ত্রী পার্কে।

আপ কাউন্সিলরের দুধ স্নান
আপ কাউন্সিলরের দুধ স্নান
#নয়াদিল্লি: অনিল কাপুরের 'নায়ক' সিনেমার কথা মনে আছে? গুন্ডাদের সঙ্গে মারপিট করে কাদা মাখার পর তাঁকে দুধ দিয়ে স্নান করিয়ে দিয়েছিলেন আমজনতা। সিনেমার সেই দৃশ্যই যেন এবার ফিরিয়ে আনলেন আপ নেতা তথা পূর্ব দিল্লির কাউন্সিলর হাসিব-উল-হাসান। রাস্তার পাশের ড্রেনের বেহাল অবস্থা দেখে নিজেই তিনি নেমে পড়েছিলেন তা পরিষ্কার করতে। আর কাদা মাখামাখি হয়ে ড্রেন থেকে উঠে আসার পর তাঁকে দুধ দিয়ে স্নান করিয়ে দেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে দিল্লির শাস্ত্রী পার্কে।
advertisement
advertisement
প্রসঙ্গত, সামনেই রয়েছে দিল্লিতে পুরসভা নির্বাচন। নির্বাচনী প্রচার শুরু না হলেও ইতিমধ্যেই আপ, বিজেপি, কংগ্রেস নেতারা নেমে পড়েছেন জনসংযোগে। কিন্তু তা করতে গিয়ে আপ কাউন্সিলর হাসিব-উল-হাসান যা করলেন, তা রীতিমতো চমকে দিয়েছে সকলকে। দিল্লির শাস্ত্রী পার্ক এলাকা দিয়ে যাওয়ার সময় ড্রেনের চারপাশে জমা ময়লা, জল উপচে পড়তে দেখেন ওই কাউন্সিলর। আর তা দেখা মাত্রই নিজেই তা পরিষ্কার করতে এগিয়ে আসেন।
advertisement
তবে, ওই কাউন্সিলর যখন ড্রেন পরিষ্কার করেছিলেন, স্থানীয় বাসিন্দাদের তার ভিডিও করে নেন। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, সাদা কুর্তা পরে ওই কাউন্সিলর বুক অবধি জমা কাদাজলে নেমে পড়ে তা পরিষ্কার করছেন। তাঁর হাত ধরে রয়েছেন দুজন।
advertisement
আশ্চর্যজনক ভাবে অন্য কাউকে নয়, কাউন্সিলর স্বয়ং নিজেই জমা ময়লা, কাদা পরিষ্কার করছেন ড্রেন থেকে। এরপর পুরোপুরি কাদায় মেখে তিনি যখন উপরে উঠে আসেন, আপ কর্মী-সমর্থকরা তাঁকে দুধ দিয়ে স্নান করিয়ে দেন। সেখানে যোগ দেন বেশ কয়েকজন এলাকাবাসীও।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Councilor Cleans Drain: ড্রেনের কাদায় মাখামাখি, তারপর দুধে স্নান কাউন্সিলরের! কী ঘটল হঠাৎ? ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement