Gurmeet Ram Rahim Dera Chief: আবার জেলের বাইরে রাম রহিম! ৪০ দিনের জন্য প্যারোলে মুক্তি পেলেন ধর্ষণে সাজাপ্রাপ্ত স্বঘোষিত গুরু, সাত বছরে ১৫ বার
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Gurmeet Ram Rahim Dera Chief: প্যারোলে ফের মুক্তি পেলেন ধ*র্ষণের মামলায় সাজাপ্রাপ্ত স্বঘোষিত গুরু গুরমিত রাম রহিম সিং। এ বার ৪০ দিনের জন্য ছাড়া হয়েছে ডেরা সাচ্চা সওদার প্রধানকে।
কলকাতা: প্যারোলে ফের মুক্তি পেলেন ধর্ষণের মামলায় সাজাপ্রাপ্ত স্বঘোষিত গুরু গুরমিত রাম রহিম সিং। এ বার ৪০ দিনের জন্য ছাড়া হয়েছে ডেরা সাচ্চা সওদার প্রধানকে। সাত বছরে ১৫ বার প্যারোলে মুক্ত রাম রহিম।
ধর্ষণের অপরাধে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে গুরমিত রাম রহিম সিংকে। এখন হরিয়ানার রোহতকের সুনারিয়া জেলে বন্দি রাম রহিম। গত বছরে অগাস্ট মাসে প্যারোলে ছাড়া হয়েছিল ডেরা সাচ্চা সওদার প্রধানকে। সেবারও ৪০ দিনের জন্য প্যারোলে মুক্ত ছিলেন তিনি।
আরও পড়ুন: নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ৩ নাবালকের বিরুদ্ধে, কর্নাটকে মারাত্মক কাণ্ড
জেল সূত্রে খবর, মুক্তি পাওয়ার পরই সিরসায় ডেরা সচ্চা সৌদা-র আশ্রমের উদ্দেশে রওনা হন রাম রহিম। দুই শিষ্যাকে ধর্ষণে ২০১৭ সালে দোষী সাব্যস্ত হয়েছিলেন ডেরা প্রধান। ২০ বছরের সাজা দেওয়া হয়েছে তাঁকে। তারপর থেকেই রোহতকের জেলে বন্দি। কিন্তু এই সাত বছরে মধ্যে অন্তত ১৪ বার প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে ডেরা প্রধানকে। তা নিয়ে কম বিতর্ক এবং সমালোচনা হয়নি।
advertisement
advertisement
আরও পড়ুন: আমেরিকা পৌঁছলেন মাদুরো, মার্কিন অফিসারদের ‘হ্যাপি নিউ ইয়ার’ জানিয়ে আর কী বললেন জানেন? সোমবার আদালতে পেশ
ঘটনাচক্রে, পঞ্জাবে বিধানসভা নির্বাচনের ঠিক আগেই মুক্তি দেওয়া হয় তাঁকে। আবার তার তিন মাস পর এক মাসের জন্য মুক্তি দেওয়া হয় ডেরা প্রধানকে। সেই সময় হরিয়ানায় পুরসভা নির্বাচন চলছিল। হরিয়ানায় উপনির্বাচনের আগে আবার ৪০ দিনের জন্য মুক্তি দেওয়া হয়েছিল রাম রহিমকে। হরিয়ানায় ভোটের আগে বার বার রাম রহিমকে প্যারোলে মুক্তি দেওয়া নিয়ে যথেষ্ট বিতর্কও হয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 04, 2026 2:31 PM IST








