‘শাহিন বাগ, খেল খতম’, তারপরই ‘ইয়ে লো আজাদি’ বলে জামিয়ায় চলল গুলি
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
হামলার আগে ফেসবুকে একাধিকবার উস্কানিমূলক মন্তব্য লিখে ফেসবুক লাইভও করে ৷
#নয়াদিল্লি: জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মিছিলে হঠাৎই গুলি চালাল এক যুবক। গুলিচালনার ঘটনায় আহত একজন। পুলিশ সূত্রে খবর, বন্দুকবাজ গ্রেটার নয়ডার বাসিন্দা ৷ হামলার আগে ফেসবুকে একাধিকবার উস্কানিমূলক মন্তব্য লিখে ফেসবুক লাইভও করে ৷ গুলি চালানোর একদম আগের মুহূর্তে নিজের ফেসবুক ওয়ালে ‘শাহিন বাগ, খেল খতম’ বার্তা দেয় ৷ এরপরই চলে গুলি ৷
বৃহস্পতিবার জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় থেকে CAA ও NRC -র বিরুদ্ধে মিছিলের ডাক দেয় পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের সাউথ গেটের কাছে পুলিশের সামনেই মিছিলের দিকে গুলি ছোড়ে ওই বন্দুকবাজ। স্লোগান দিতে দিতেই গুলি ছোঁড়ে নিজেকে রামভক্ত বলে দাবি করা ওই যুবক। ভারতমাতার স্লোগান দিয়ে ‘আজাদি চাহিয়ে’ বলেই চালায় গুলি ৷ আজাদি জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাদাব আলমের হাতে গুলি লাগে। আহতকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলেই বন্দুকবাজকে গ্রেফতার করে পুলিশ। তখনও তার মুখে ছিল ‘ইয়ে লো আজাদি’ স্লোগান ৷
advertisement
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 30, 2020 5:02 PM IST