#নয়াদিল্লি: জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মিছিলে হঠাৎই গুলি চালাল এক যুবক। গুলিচালনার ঘটনায় আহত একজন। পুলিশ সূত্রে খবর, বন্দুকবাজ গ্রেটার নয়ডার বাসিন্দা ৷ হামলার আগে ফেসবুকে একাধিকবার উস্কানিমূলক মন্তব্য লিখে ফেসবুক লাইভও করে ৷ গুলি চালানোর একদম আগের মুহূর্তে নিজের ফেসবুক ওয়ালে ‘শাহিন বাগ, খেল খতম’ বার্তা দেয় ৷ এরপরই চলে গুলি ৷
বৃহস্পতিবার জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় থেকে CAA ও NRC -র বিরুদ্ধে মিছিলের ডাক দেয় পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের সাউথ গেটের কাছে পুলিশের সামনেই মিছিলের দিকে গুলি ছোড়ে ওই বন্দুকবাজ। স্লোগান দিতে দিতেই গুলি ছোঁড়ে নিজেকে রামভক্ত বলে দাবি করা ওই যুবক। ভারতমাতার স্লোগান দিয়ে ‘আজাদি চাহিয়ে’ বলেই চালায় গুলি ৷ আজাদি জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাদাব আলমের হাতে গুলি লাগে। আহতকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলেই বন্দুকবাজকে গ্রেফতার করে পুলিশ। তখনও তার মুখে ছিল ‘ইয়ে লো আজাদি’ স্লোগান ৷নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anti CAA rally, CAA protest, Jai shri ram, Jamia Firing, Jamia Millia, Yeh Lo Azadi