#গুজরাত: বৃহস্পতিবারের টান টান সকাল। দুটো গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের ভোটগণনা আজ। গুজরাতে ইতিমধ্যেই ১৫০-র গণ্ডি পেরিয়ে গিয়েছে বিজেপি। কংগ্রেসের ভোটে ভাগ বসিয়ে ভালই এগোচ্ছে আপ। অন্যদিকে, হিমাচল প্রদেশে ত্রিশঙ্কু দশার দিকেই ইঙ্গিত দিচ্ছে দিনের শুরুর ভোটগণনায়।
এই পরিস্থিতিতে গুজরাতের জামনগর উত্তর কেন্দ্র থেকেও ভাল খবর। এই কেন্দ্রে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা।
আরও পড়ুন: সেতু ভেঙে মৃত্যু হয়েছিল শতাধিক মানুষের, গুজরাতের সেই মোরবিতেও এগিয়ে বিজেপি
প্রথমটা অবশ্য এমন ছিল না। তৃতীয় স্থানে থেকে দিনের শুরু করেছিলেন রিভাবা। কিন্তু বেলা গড়াতে শুরু করলে ধীর ধীরে প্রথম স্থানে এসে পৌঁছন। এই কেন্দ্রে রিভাবার মূল প্রতিদ্বন্দ্বী আপ-এর আহির কারসিনভাই পার্বতী কার্মূর এবং কংগ্রেসের বীপেন্দ্র সিং জাদেজা। শেষ পাওয়া খবর অনুযায়ী, দ্বিতীয় স্থানে রয়েছে আপ, তৃতীয় স্থানে কংগ্রেস।
আরও পড়ুন: ২৪-এর সেমিফাইনাল, গুজরাতে মর্যাদার লড়াই, হিমাচলও পাখির চোখ বিজেপির!
গুজরাতে রীতিমতো ধরাশায়ী কংগ্রেস। এখনও পর্যন্ত ২০-ও পেরোয়নি আসন সংখ্যা। অন্যদিকে, ১৫০ আসন এগিয়ে থাকায় বিজেপির শিবিরে এখন উৎসবের মেজাজ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।