#মোরবি: গুজরাতে চলছে গণনা৷ শেষ আপডেট অনুযায়ী মোরবির তিনটি আসনেই এগিয়ে বিজেপি। এই মোরবিতেই ব্রিজ ভেঙে শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। সেই ইস্যুকেই কাজে লাগাতে চাইছিল বিরোধীরা৷ কিন্তু মোরবির গণনা বলছে অন্য কথা৷
২৩০ মিটার লম্বা এই ব্রিজ তৈরি হয়েছিল ব্রিটশ আমলে। এই ব্রিজ সংস্কারের জন্য প্রায় ৬ মাস বন্ধ ছিল। ৬ দিন আগেই ফের খুলে দেওয়া হয়েছিল সেতুটি। এই সেতু দেখতে সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে। স্থানীয়দের অনেকে বলছেন, সেতুটিতে ওই সময় প্রায় ৪০০ মানুষ ছিলেন। অনেকে বলছেন, দুর্ঘটনার সময় সেতুতে ১৫০ মানুষ ছিল। তাঁদের মধ্যে বেশিরভাগ পর্যটক। তবে স্থানীয়দের মত, বেশি ওজন সইতে না পেরে ভেঙে পড়ে ওই ব্রিজ। সেতুর কাজে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন বিরোধীরা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।