হোম /খবর /নির্বাচন /
সেতু ভেঙে মৃত্যু হয়েছিল শতাধিক মানুষের, গুজরাতের সেই মোরবিতেও এগিয়ে বিজেপি

Gujarat Assembly Election 2022 Results: সেতু ভেঙে মৃত্যু হয়েছিল শতাধিক মানুষের, গুজরাতের সেই মোরবিতেও এগিয়ে বিজেপি

Representative Image

Representative Image

মোরবিতেই ব্রিজ ভেঙে শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। সেই ইস্যুকেই কাজে লাগাতে চাইছিল বিরোধীরা৷ কিন্তু মোরবির গণনা বলছে অন্য কথা৷

  • Share this:

#মোরবি: গুজরাতে চলছে গণনা৷ শেষ আপডেট অনুযায়ী মোরবির তিনটি আসনেই এগিয়ে বিজেপি। এই মোরবিতেই ব্রিজ ভেঙে শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। সেই ইস্যুকেই কাজে লাগাতে চাইছিল বিরোধীরা৷ কিন্তু মোরবির গণনা বলছে অন্য কথা৷

২৩০ মিটার লম্বা এই ব্রিজ তৈরি হয়েছিল ব্রিটশ আমলে। এই ব্রিজ সংস্কারের জন্য প্রায় ৬ মাস বন্ধ ছিল। ৬ দিন আগেই ফের খুলে দেওয়া হয়েছিল সেতুটি। এই সেতু দেখতে সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে। স্থানীয়দের অনেকে বলছেন, সেতুটিতে ওই সময় প্রায় ৪০০ মানুষ ছিলেন। অনেকে বলছেন, দুর্ঘটনার সময় সেতুতে ১৫০ মানুষ ছিল। তাঁদের মধ্যে বেশিরভাগ পর্যটক। তবে স্থানীয়দের মত, বেশি ওজন সইতে না পেরে ভেঙে পড়ে ওই ব্রিজ। সেতুর কাজে দুর্নীতির  অভিযোগ তুলেছিলেন বিরোধীরা৷

 তবে এখনও পর্যন্ত গণনা যা বলছে, শুধু মোরবি কেন, পুরো গুজরাতেই ক্ষমতা পেতে চলছে বিজেপি৷  টিভি নাইন-এর বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত মিলেছে গুজরাত বিধানসভা নির্বাচনে ম্যাজিক ফিগার পার করতে চলেছে বিজেপি। তাদের হাতে আসতে পারে ১২৫ থেকে ১৩০টি আসন। কংগ্রেস জিততে পারে ৪০-৫০টি আসন। আপের হাতে আসতে পারে ৩-৫টি আসন। অন্যান্যরা পেতে পারে ৩ থেকে ৭টি আসন। জন কী বাতের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে ১১৭ থেকে ১৪০টি আসন। কংগ্রেস পেতে পারে ৩৪-৫১টি আসন। আপের হাতে আসতে পারে ৬-১৩টি আসন। অন্যান্যরা পেতে পারে ১-২টি আসন। P-MARQ- এর বুথ ফেরত সমীক্ষায় বিজেপি পেতে পারে ১২৮-১৪৮টি আসন। কংগ্রেস পেতে পারে ৩০-৪২টি আসন। আপ পেতে পারে ২ থেকে ১০টি আসন। অন্যান্যরা পেতে পারে ৩ টি আসন।
Published by:Rachana Majumder
First published:

Tags: Gujarat assembly elections 2022