কেন্দ্রের সিদ্ধান্ত বদল, পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোটের মেয়াদ বাড়ল আরও দশদিন

Last Updated:

কেন্দ্রের সিদ্ধান্ত মতেই ২৪ নভেম্বর মধ্যরাত থেকে একেবারে অচল হয়ে যাওয়ার কথা ছিল পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট ৷

#নয়াদিল্লি: কেন্দ্রের সিদ্ধান্ত মতেই ২৪ নভেম্বর মধ্যরাত থেকে একেবারে অচল হয়ে যাওয়ার কথা ছিল পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অর্থমন্ত্রী অরুণ জেটলি বিশেষ বৈঠকের মধ্যে দিয়ে এই সিদ্বান্তে আনলেন বদল ৷ পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোটের মেয়াদ বাড়ল আরও দশ দিন ৷ কেন্দ্রীয় সরকারের নতুন এই সিদ্বান্ত অনুযায়ী, আরও দশ দিন ব্যবহার করা যাবে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট ৷ অর্থ মন্ত্রক CNBC-TV18কে জানিয়েছে, এই সুবিধা পাওয়া যাবে একমাত্র আপদকালীন ক্ষেত্রেই অর্থাৎ নিত্য প্রয়োজনীও জিনিস, জ্বালানি, ফার্মেসির ক্ষেত্রেই ব্যবহার করা যাবে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট ৷
বৃহস্পতিবার মধ্যরাত থেকেই পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট একেবারে বাতিল হয়ে যাওয়ার কথা ছিল ৷ তবে বুধবার গোটা দেশে নোট বাতিল পরিস্থিতি সম্পর্কে কেন্দ্রীয় প্রতিনিধি দলের রিপোর্ট পেশ হওয়ার পরেই, বিশেষ বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অরুণ জেটলি ৷ এই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় কিছু বিশেষ ক্ষেত্রে পুরনো নোট ব্যবহার করা যাবে আরও দশদিন ৷
advertisement
কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, এই নির্দেশ জারি থাকবে ট্রেনের টিকিট ও প্লেনের টিকিট ক্রয়ের জন্য ৷ পুরনো নোট ব্যবহার করা যাবে এলপিজি গ্যাস, মাদার ডেয়ারি, শশ্মাণ, কারেন্সিএক্সচেঞ্জে (শুধুমাত্র বিদেশিদের জন্য) ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কেন্দ্রের সিদ্ধান্ত বদল, পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোটের মেয়াদ বাড়ল আরও দশদিন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement