Cong leader Priyank Kharge: সরকারি চাকরি পেতে 'মেয়েদের কারও সঙ্গে শুতে হয়'! কংগ্রেস নেতার মন্তব্যে তোলপাড় দেশ

Last Updated:

Govt Job Scam: প্রিয়াঙ্ক খাড়গে বলেন, “সরকার চাকরি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। যুবতীরা যদি সরকারি চাকরি চায়, তাঁদের উচিত কারো সঙ্গে শোওয়া। আর পুরুষদের সরকারি চাকরি পেতে ঘুষ দিতে হবে।"

Congress leader Priyank Kharge
Congress leader Priyank Kharge
#কর্ণাটক: সরকারি চাকরি পেতে হলে ‘ছেলেদের ঘুষ দিতে হয়’ আর ‘মেয়েদের কারও সঙ্গে শুতে হয়’! শুক্রবার রাজ্যের বিজেপি-শাসিত সরকারকে আক্রমণ করতে এমনই চরম লিঙ্গবৈষম্য মূলক এবং অবমাননাকর মন্তব্য করেছেন কর্ণাটকের কংগ্রেস নেতা প্রিয়াঙ্ক খাড়গে। শাসক বিরোধী রাজনৈতিক দ্বন্দ্বের মাঝে তিনি জানান, কর্ণাটকে সরকারি চাকরি পেতে পুরুষদের ‘ঘুষ দিতে হবে’ আর ‘যুবতী মহিলাদের কারও সঙ্গে শুতে হবে’। কর্ণাটক প্রদেশ কংগ্রেস কমিটির (কেপিসিসি) মুখপাত্র প্রিয়াঙ্ক খাড়গে চাকরিতে নিয়োগ কেলেঙ্কারিতে বিচার বিভাগীয় তদন্ত বা বিশেষ দলের তদন্তের (এসআইটি) দাবি করেছেন। তিনি সরকারের কাছে ফার্স্ট ট্র্যাক আদালত গঠনেরও দাবি জানান।
এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন খাড়গে। প্রিয়াঙ্ক খাড়গে বলেন, “সরকার চাকরি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। যুবতীরা যদি সরকারি চাকরি চায়, তাঁদের উচিত কারো সঙ্গে শোওয়া। আর পুরুষদের সরকারি চাকরি পেতে ঘুষ দিতে হবে। একজন মন্ত্রী চাকরির জন্য এক তরুণীকে তাঁর সঙ্গে শুতে বলেছিলেন। কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর তিনি পদত্যাগ করেছেন এবং এটিই আমার কথার প্রমাণ।”
advertisement
advertisement
“আমার কাছে থাকা তথ্য অনুসারে, সম্ভবত মোট ৬০০টি পদের জন্য চুক্তি করা হয়েছে। সন্দেহ করা হচ্ছে, সহকারী ইঞ্জিনিয়ার পদের জন্য ৫০ লাখ এবং জুনিয়র ইঞ্জিনিয়ারের পদের জন্য ৩- লাখ টাকায় রফা হয়েছে। শুধুমাত্র এতেই ৩০০ কোটি টাকা আত্মসাৎ হয়েছে,” একটি সাংবাদিক সম্মেলনে সাম্প্রতিক নিয়োগের বিষয়ে বলেন প্রিয়াঙ্ক খাড়গে।
advertisement
বিজেপির বিরুদ্ধে কর্ণাটক পাওয়ার ট্রান্সমিশন কর্পোরেশন লিমিটেডের জন্য আবেদনকারী লক্ষাধিক প্রার্থীর ‘ভবিষ্যৎ নিয়ে খেলা’র অভিযোগ করেছেন খাড়গে। “প্রতিটি নিয়োগ পরীক্ষায় অনিয়ম হলে দরিদ্র ও মেধাবী পড়ুয়ারা কোথায় যাবে? দুষ্কৃতী ও মধ্যস্বত্বভোগীরা জানেন কোনও কেলেঙ্কারি প্রকাশ্যে এলেও তাঁদের কিছুই হবে না। যারা কেপিটিসিএল-এর পদের জন্য আবেদন করেছেন সরকার সেই প্রায় ৩ লাখ পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে,” বলেন কংগ্রেস বিধায়ক।
advertisement
কর্ণাটক বিজেপি পালটা আক্রমণ করে প্রিয়াঙ্ক খাড়গের উদ্দেশ্যে বলেছে, “দেশের অনেক মহিলা কঠোর পরিশ্রম করে, পড়াশোনা করে এবং পরীক্ষায় উত্তীর্ণ হতে ও চাকরি পেতে নিজেদের সেরাটা দেয়। প্রিয়াঙ্ক খাড়গের করা মন্তব্যটি সমস্ত মহিলাদের জন্য সবচেয়ে বড় অপমান এবং তাঁকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে।”
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Cong leader Priyank Kharge: সরকারি চাকরি পেতে 'মেয়েদের কারও সঙ্গে শুতে হয়'! কংগ্রেস নেতার মন্তব্যে তোলপাড় দেশ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement