Sonia Gandhi Covid-19 Positive: দু'মাসের মধ্যে ফের কোভিড-১৯ আক্রান্ত কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধি!
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Sonia Gandhi: আগের সংক্রমণের রেশ কাটতে না কাটতেই ফের করোনা আক্রান্ত হলেন সনিয়া গান্ধি।
#নয়াদিল্লি: ফের কোভিড-১৯ আক্রান্ত হলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধি। দু'মাস আগেই করোনা সংক্রামিত হয়েছিলেন তিনি। আগের সংক্রমণের রেশ কাটতে না কাটতেই ফের করোনা আক্রান্ত কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধি। দলের সাংসদ এবং যোগাযোগের মুখপাত্র জয়রাম রমেশ ট্যুইট করে জানিয়েছেন, আইসোলেশনে রয়েছেন সনিয়া। “কংগ্রেস সভানেত্রী শ্রীমতি সনিয়া গান্ধি আজ কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। তিনি সরকারি বিধি অনুযায়ী আইসোলেশনে থাকবেন,” ট্যুইট করেছেন জয়রাম রমেশ।
গত জুন মাসেও করোনভাইরাসে সংক্রামিত হয়েছিলেন সনিয়া এবং ন্যাশনাল হেরাল্ড আর্থিক তপছরুপের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কাছে আরও সময় চেয়েছিলেন। এরপরই তাঁকে কোভিড-সম্পর্কিত সমস্যার জন্য দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়।
advertisement
advertisement
Congress President Smt.Sonia Gandhi has tested positive for Covid-19 today. She will remain in isolation as per Govt. protocol. आज कांग्रेस अध्यक्ष श्रीमती सोनिया गांधी का कोविड-19 टेस्ट रिपोर्ट पॉजिटिव आया है। वह सरकार द्वारा जारी प्रोटोकॉल का पालन करते हुए आइसोलेशन में रहेंगी।
— Jairam Ramesh (@Jairam_Ramesh) August 13, 2022
advertisement
সনিয়া গান্ধির কন্যা এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রাও এই সপ্তাহের শুরুতে কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন। কংগ্রেসের যোগাযোগ বিভাগের প্রধান পবন খেরা, দলের সাংসদ অভিষেক মনু সিংভি এবং রাজ্যসভার বিরোধীদলীয় নেতা মল্লিকার্জুন খাড়গে সহ বেশ কয়েকজন কংগ্রেস নেতা সম্প্রতি কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 13, 2022 12:58 PM IST