Azadi ka amrit mahotsav: আরএসএস, মোহন ভাগবতের ট্যুইটারের ডিপিতে তেরঙ্গা, মোদির ডাকে সাড়া দিয়ে ঘরে ঘরে পতাকা তোলার ডাক
- Published by:Uddalak B
Last Updated:
Azadi ka amrit mahotsav: কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ও নানা মহলে একটি আলোচনা বেশ সামনের সারিতে উঠে এসেছে। তার মধ্যে রয়েছে এটি যে দলীয় পতাকা ছাড়া আরএসএস-এর দফতরে আর কোনও পতাকা সর্বোচ্চ মর্যাদায় তোলা হয় না।
#নয়াদিল্লি: আজাদি কা অমৃত মহোৎসবে শামিল হয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের ডিপি বা ডিসপ্লে পিকচারে দেশের তেরঙ্গা পতাকাকে স্থান দেওয়ার আহ্বান জানিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই মতোই অনেকেই পাল্টে ছিলেন ছবি। এ বার সেই ডাকে সাড়া দিয়ে ট্যুইটারের ডিসপ্লে পিকচার পাল্টালেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সঙ্ঘচালক মোহন ভাগবত।
এমন কী পাল্টে গেল আরএসএস-এর অফিশিয়াল ট্যুইটার অ্যাকাউন্টের ডিপিও। পাশাপাশি, শনিবার আরএসএসের পক্ষ থেকে একটি ভিডিও শেয়ার করা হল সোশ্যাল মিডিয়ায়। সেখানে ডাক দেওয়া হল আজাদি কা অমৃত মহোৎসবে অংশ নেওয়ার। সেই ডাকে সাড়া দিয়ে দেশের সাধারণ মানুষ যাতে ঘরে ঘরে পতাকা তোলেন, সেই বিষয়টিও বলা হল। রাজনৈতিক মহলের মতে এই ঘটনা যথেষ্টই তাৎপর্যপূর্ণ।
advertisement
स्वाधीनता का अमृत महोत्सव मनाएँ. हर घर तिरंगा फहराएँ. राष्ट्रीय स्वाभिमान जगाएँ. pic.twitter.com/li2by2b0dK
— RSS (@RSSorg) August 13, 2022
advertisement
কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ও নানা মহলে একটি আলোচনা বেশ সামনের সারিতে উঠে এসেছে। তার মধ্যে রয়েছে এটি যে দলীয় পতাকা ছাড়া আরএসএস-এর দফতরে আর কোনও পতাকা সর্বোচ্চ মর্যাদায় তোলা হয় না। তবে সঙ্ঘের বর্তমান অবস্থান ও ট্যুইটে সেই দাবিকে কার্যত নস্যাৎ করে দিতেই দেখা গেল।
advertisement
আরও পড়ুন: 'পিঠে চড়াম চড়াম ঢাক বাজবে!' সিবিআই হেফাজতে অনুব্রত, তবু হুঁশিয়ারি তৃণমূল নেতার
এর আগে কংগ্রেস নেতা পবন খেরা একটি স্ক্রিনশট শেয়ার করেছিলেন ট্যুইটারে। সেখানে দেখা গিয়েছিল, প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দেননি মোহন ভাগবত, তাঁর ট্যুইটারে তাঁর নিজেরই ছবি রয়েছে। এ ছাড়া আরএসএসের দলীয় ট্যুইটার হ্যান্ডেলেও ডিসপ্লে পিকচার রয়েছে সঙ্ঘের নাম ও পতাকা। তার পরই তা নিয়ে বিতর্ক তৈরি হয়।
advertisement
संघ वालों, अब तो तिरंगे को अपना लो #MyTirangaMyPride https://t.co/mYQPiuAB58 pic.twitter.com/TMVcpfu3eA
— Pawan Khera 🇮🇳 (@Pawankhera) August 3, 2022
যদিও দলীয় স্তরে তখনই এই বিতর্কের আগুনে জল ঢালেন সঙ্ঘের প্রচার প্রমুখ সুনীল আম্বেদকর। তিনি বলেন, সঙ্ঘের তরফ থেকে ইতিমধ্যে আজাদি কা অমৃত মহোৎসবের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করে দেওয়া হয়েছে। সঙ্ঘের সদস্যদের বলা হয়েছে, তাঁরা যেন রাজ্য় ও কেন্দ্রীয় সরকারের সমস্ত অনুষ্ঠানকে সমর্থন ও সহযোগিতা করেন। এখন এই নিয়ে অযথা জলঘোলা করা বা রাজনীতি করার কোনও মানে হয় না।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 13, 2022 7:43 AM IST