Anubrata Mondal: 'পিঠে চড়াম চড়াম ঢাক বাজবে!' সিবিআই হেফাজতে অনুব্রত, তবু হুঁশিয়ারি তৃণমূল নেতার

Last Updated:

অনুব্রতকে উদ্দেশ করে এভাবে ব্যঙ্গ, মশকরা মেনে নিতে নারাজ তাঁর অনুগামী নেতারা৷

অনুব্রতর কায়দাতেই হুঁশিয়ারি তৃণমূল নেতার৷
অনুব্রতর কায়দাতেই হুঁশিয়ারি তৃণমূল নেতার৷
#ইন্দ্রজিৎ রুজ ও অক্ষয় ধীবর, বোলপুর: অনুব্রত মণ্ডল সিবিআই হেফাজতে৷ কিন্তু তাতে কী, ফের একবার শোনা গেল চড়াম চড়াম করে ঢাক বাজানোর হুঁশিয়ারি৷ বীরভূম জেলার এক তৃণমূল নেতাই বিরোধীদের উদ্দেশে এই হুঁশিয়ারি দিলেন৷
অনুব্রতকে সিবিআই গ্রেফতার করার পরেই রাজ্য জুড়ে কোথাও গুড় বাতাসা, কোথাও আবার নকুলদানা বিলি করতে শুরু করেছে বিরোধীরা৷ বাদ নেই অনুব্রতর খাসতালুক বীরভূমও৷ কারণ অনুব্রত নিজেই একসময় নির্বাচনের দিন গুড় বাতাসা, নকুলদানা বিলি করার নিদান দিয়েছিলেন৷ তাঁর এই মন্তব্যের অন্তর্নিহিত অর্থ যে অন্য কিছু ছিল, তা বলার অপেক্ষা রাখে না৷
advertisement
advertisement
যদিও অনুব্রতকে উদ্দেশ করে এভাবে ব্যঙ্গ, মশকরা মেনে নিতে নারাজ তাঁর অনুগামী নেতারা৷ এ দিন তাই পাল্টা বিরোধীদের হুমকি দিলেন বীরভূমের ইলামবাজারের তৃণমূল নেতা দুলাল রায়৷ এ দিন ইলামবাজারের পথসভা থেকে তাঁর পাল্টা হুমকি, ইলামবাজারে কেউ গুড়-বাতাসা বিলি করলে তাঁর পিঠে চড়াম চড়াম ঢাক বাজবে৷
advertisement
আরও পড়ুন: 'গুড়-বাতাসা' নয়, খেলেন 'মুড়ি-চিনি'! ঘুম থেকে উঠে 'থম' মেরে বসে রইলেন কেষ্ট
এ দিন রাজ্য জুড়ে ইডি-সিবিআইকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হয় তৃণমূল। সেই মতো ইলামবাজারেও অনুব্রতর সমর্থনে মিছিল করেন শাসক দলের নেতা-কর্মীর। মিছিল শেষে পথসভা করা হয়৷ সেই পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতা দুলাল রায় বলেন, 'নার্ভাস হওয়ার কোন কারণ নেই৷ এই ইলামবাজারে যদি কেউ গুড়-বাতাসা বিলি করে, তাঁর পিঠের চামড়ায় চড়াম-চড়াম করে ঢাক বাজাব৷ কথা দিয়ে রাখছি৷'
advertisement
শুধু দুলাল রায় নন, বীরভূম জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্যও এ দিন বিরোধীদের কোমর ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন৷ শুক্রবার বীরভূমের পাঁচ মাথার মোড়ে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখার সময় তিনি প্রকাশ্যেই, 'কয়েকটা নেংটি ইঁদুর টিভিতে বক্তব্য দিচ্ছে। মনে রাখবেন তৃনমুল কংগ্রেসের কর্মীরা মরে যায়নি। যদি রাস্তা ঘাটে কোনও বিরোধী দলের কেউ অনুব্রত মণ্ডলের নামে অশালীন মন্তব্য করেন কিম্বা অশালীন কথা বলেন, তাহলে তৃণমুল কংগ্রেসের কর্মীরা পিটিয়ে মাজা ভেঙে দে
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal: 'পিঠে চড়াম চড়াম ঢাক বাজবে!' সিবিআই হেফাজতে অনুব্রত, তবু হুঁশিয়ারি তৃণমূল নেতার
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement