Anubrata Mondal: 'পিঠে চড়াম চড়াম ঢাক বাজবে!' সিবিআই হেফাজতে অনুব্রত, তবু হুঁশিয়ারি তৃণমূল নেতার
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
অনুব্রতকে উদ্দেশ করে এভাবে ব্যঙ্গ, মশকরা মেনে নিতে নারাজ তাঁর অনুগামী নেতারা৷
#ইন্দ্রজিৎ রুজ ও অক্ষয় ধীবর, বোলপুর: অনুব্রত মণ্ডল সিবিআই হেফাজতে৷ কিন্তু তাতে কী, ফের একবার শোনা গেল চড়াম চড়াম করে ঢাক বাজানোর হুঁশিয়ারি৷ বীরভূম জেলার এক তৃণমূল নেতাই বিরোধীদের উদ্দেশে এই হুঁশিয়ারি দিলেন৷
অনুব্রতকে সিবিআই গ্রেফতার করার পরেই রাজ্য জুড়ে কোথাও গুড় বাতাসা, কোথাও আবার নকুলদানা বিলি করতে শুরু করেছে বিরোধীরা৷ বাদ নেই অনুব্রতর খাসতালুক বীরভূমও৷ কারণ অনুব্রত নিজেই একসময় নির্বাচনের দিন গুড় বাতাসা, নকুলদানা বিলি করার নিদান দিয়েছিলেন৷ তাঁর এই মন্তব্যের অন্তর্নিহিত অর্থ যে অন্য কিছু ছিল, তা বলার অপেক্ষা রাখে না৷
advertisement
advertisement
যদিও অনুব্রতকে উদ্দেশ করে এভাবে ব্যঙ্গ, মশকরা মেনে নিতে নারাজ তাঁর অনুগামী নেতারা৷ এ দিন তাই পাল্টা বিরোধীদের হুমকি দিলেন বীরভূমের ইলামবাজারের তৃণমূল নেতা দুলাল রায়৷ এ দিন ইলামবাজারের পথসভা থেকে তাঁর পাল্টা হুমকি, ইলামবাজারে কেউ গুড়-বাতাসা বিলি করলে তাঁর পিঠে চড়াম চড়াম ঢাক বাজবে৷
advertisement
এ দিন রাজ্য জুড়ে ইডি-সিবিআইকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হয় তৃণমূল। সেই মতো ইলামবাজারেও অনুব্রতর সমর্থনে মিছিল করেন শাসক দলের নেতা-কর্মীর। মিছিল শেষে পথসভা করা হয়৷ সেই পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতা দুলাল রায় বলেন, 'নার্ভাস হওয়ার কোন কারণ নেই৷ এই ইলামবাজারে যদি কেউ গুড়-বাতাসা বিলি করে, তাঁর পিঠের চামড়ায় চড়াম-চড়াম করে ঢাক বাজাব৷ কথা দিয়ে রাখছি৷'
advertisement
শুধু দুলাল রায় নন, বীরভূম জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্যও এ দিন বিরোধীদের কোমর ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন৷ শুক্রবার বীরভূমের পাঁচ মাথার মোড়ে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখার সময় তিনি প্রকাশ্যেই, 'কয়েকটা নেংটি ইঁদুর টিভিতে বক্তব্য দিচ্ছে। মনে রাখবেন তৃনমুল কংগ্রেসের কর্মীরা মরে যায়নি। যদি রাস্তা ঘাটে কোনও বিরোধী দলের কেউ অনুব্রত মণ্ডলের নামে অশালীন মন্তব্য করেন কিম্বা অশালীন কথা বলেন, তাহলে তৃণমুল কংগ্রেসের কর্মীরা পিটিয়ে মাজা ভেঙে দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 12, 2022 10:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal: 'পিঠে চড়াম চড়াম ঢাক বাজবে!' সিবিআই হেফাজতে অনুব্রত, তবু হুঁশিয়ারি তৃণমূল নেতার