TMC on Anubrata Mondal: পার্থর কীর্তিতে লজ্জিত দল, অনুব্রতর পাশেই তৃণমূল? সৌগতর মন্তব্যে জোর জল্পনা

Last Updated:

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে পথে নামেনি তৃণমূল৷

অনুব্রত মণ্ডল৷
অনুব্রত মণ্ডল৷
#কলকাতা: পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর তৃণমূল কংগ্রেসের তরফে প্রথমে জানানো হয়েছিল, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্বপদেই বহাল থাকবেন প্রাক্তন মন্ত্রী৷ শেষ পর্যন্ত অবশ্য এই অবস্থান থেকে সরে এসে পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়৷ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে সাসপেন্ডও করে তৃণমূল৷
অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর তাঁকে নিয়ে শাসক দলের অবস্থান কী হবে, তা নিয়ে কৌতূহল বাড়ছিল৷ পার্থর মতোই মুখ্যমন্ত্রীর আস্থাভাজন নেতার বিরুদ্ধেও তৃণমূল কঠোর পদক্ষেপ করে কি না, সেটাই এখন দেখার৷
advertisement
যদিও তৃণমূল সাংসদ সৌগত রায় জানিয়ে দিলেন, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি দল৷ এর কারণও ব্যাখ্যা করেছেন তৃণমূল সাংসদ৷ তিনি জানান, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল৷ কিন্তু অনুব্রতর ক্ষেত্রে তেমন কোনও অভিযোগ এখনও পর্যন্ত সামনে আসেনি৷ সৌগত রায় বলেন, 'অনুব্রতর বিরুদ্ধে ঠিক কী অভিযোগ, সেটাই এখনও আমরা জানি না৷ অনুব্রত মণ্ডল নিয়ে পার্টি কোনো চূড়ান্ত অবস্থান নেইনি। অনুব্রতর থেকে কি টাকা পাওয়া গেছে? ইডি কি বাজেয়াপ্ত করেছে কিছু? '
advertisement
আরও পড়ুন: আর পালানোর পথ নেই, স্বাস্থ্যপরীক্ষার জন্য কমান্ড হাসপাতালে অনুব্রত, ফিরেই শুরু হবে জেরা
পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে পথে নামেনি তৃণমূল৷ অনুব্রতর গ্রেফতারির পরই অবশ্য কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ তুলে এ দিন রাজ্য জুড়়ে বিক্ষোভ দেখিয়েছে যুব তৃণমূল৷ অনুব্রতর নিজের শহর বোলপুুরেও বড়সড় মিছিল হয়৷ এ সব দেখেই রাজনৈতিক মহলের ধারণা, এখনও পর্যন্ত অনুব্রতর পাশেই রয়েছে৷ গ্রেফতারির পর চব্বিশ ঘণ্টা কেটে গেলেও অনুব্রতকে দলীয় পদ থেকে সরানো হয়নি৷
advertisement
এ দিন সৌগত রায়ও বলেন, 'দুর্নীতিকে আমরা কোনওভাবেই প্রশয় দেব না৷ এটাই আমাদের দলের ঘোষিত নীতি৷ কিন্তু ইডি- সিবিআই-কে বিরোধীদের ঠান্ডা করার জন্য ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার৷ আমরা বারবারই বলছি ইডি, সিবিআই-কে রাজনৈতিক ভাবে ব্যবহার করা হচ্ছে। ইডি, সিবিআই স্বচ্ছতা রাখুক। তা না হলে যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সারদার মালিক প্রকাশ্যে অভিযোগ করেছিলেন, তাঁকে একবার জিজ্ঞাসা করলো না কেন? ইডি, সিবিআই পক্ষপাত দুষ্ট আচরণ করছে৷'
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC on Anubrata Mondal: পার্থর কীর্তিতে লজ্জিত দল, অনুব্রতর পাশেই তৃণমূল? সৌগতর মন্তব্যে জোর জল্পনা
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement