Anubrata Mondal: মুড়িতেই তুষ্ট, পার্থর মতো হেভিওয়েট হলেও খাওয়া নিয়ে বায়নাক্কা নেই অনুব্রতর

Last Updated:

সিবিআই সূত্রে খবর, তৃণমূল নেতার জন্য এ দিন বাইরে থেকে খাবার আনানো হয়েছিল৷ কিন্তু সেই সমস্ত খাবার মুখে তোলেননি অনুব্রত৷

#কলকাতা: দু' জনেই সবঅর্থে হেভিওয়েট৷ তা সত্ত্বেও রসনাতৃপ্তিতে সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের৷ সিবিআই হেফাজতে চব্বিশ ঘণ্টা কাটানোর পর অন্তত সেটাই বুঝিয়ে দিয়েছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল জেলা সভাপতি৷
বৃহস্পতিবার সকালে বোলপুরের বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই৷ পরে তাঁকে আটক করা হয়৷ কিন্তু গ্রেফতারির পর থেকে অনুব্রত খাওয়া দাওয়া নিয়ে সেরকম বায়নাক্কা করেননি বলেই সিবিআই সূত্রে খবর৷
অনুব্রতর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, বিরাট বপু হলেও খাওয়া দাওয়ার প্রতি অনুব্রতর কোনওদিনই বিেশষ আসক্তি নেই৷ ঘনিষ্ঠ মহলে হাল্কা মেজাজেও তিনি বলতেন, মুড়ির সঙ্গে একটু ছোলার ডাল পেলেই তৃপ্তি করে খান তিনি৷ সুগার, প্রেসার, অর্শ্বের মতো শারীরিক সমস্যার জন্যও খাওয়া দাওয়ায় এমনিতেই রাশ টানতে হয়েছিল তাঁকে৷
advertisement
advertisement
গ্রেফতারের পর অনুব্রতকে হেফাজতে নিয়েছে সিবিআই৷ শুক্রবার প্রায় ভোর রাতে তাঁকে কলকাতায় নিজাম প্যালেসে সিবিআই দফতরে নিয়ে আসা হয়৷ এ দিন তাঁর মেডিক্যাল পরীক্ষাও করা হয় আলিপুর কম্যান্ড হাসপাতালে৷
সিবিআই সূত্রে খবর, তৃণমূল নেতার জন্য এ দিন বাইরে থেকে খাবার আনানো হয়েছিল৷ কিন্তু সেই সমস্ত খাবার মুখে তোলেননি অনুব্রত৷ বরং খিদে পেলে সঙ্গে করে আনা মুড়ি খাচ্ছেন তিনি৷ শুধুমাত্র এ দিন দুপুরে সিবিআই দফতরের ক্যান্টিন থেকে আনা ভাত, ডাল, তরকারি খেয়েছেন অনুব্রত৷
advertisement
যদিও কয়েকদিন আগে এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে উল্টো অভিজ্ঞতা হয়েছিল ইডি-র৷ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ডায়েট না মেনে ইডি কর্তাদের পছন্দ মতো খাবারের ফিরিস্তি দিতেন প্রাক্তন মন্ত্রী৷ রুটির বদলে ভাতের প্রতি বেশি আকর্ষণ ছিল তাঁর৷ নিয়মে বাঁধা এক ঘেয়ে খাবার যে ভাল লাগছে না, বার বারই পার্থ তা নিয়ে অনুযোগ করেছেন বলেও খবর৷
advertisement
এমন কি, প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়ার পরেও খাওয়া নিয়ে পার্থর বায়নাক্কা যায়নি৷ জেল ক্যান্টিনে তেলেভাজা হচ্ছে খবর পেয়েই চপ, বেগুনি খাওয়ার জেদ ধরেন তিনি৷ ভোজন রসিক পার্থক রসনাতৃপ্তি করতে গিয়ে ইডি কর্তাদের যে হ্যাপা পোহাতে হয়েছে, অনুব্রতকে নিয়ে অন্তত সেই সমস্যায় পড়তে হচ্ছে না সিবিআই-কে৷ তবে পার্থর মতো অনুব্রতও মুখে কুলুপ এঁটে তদন্তকারীদের আসল সমস্যা বাড়িয়ে তোলেন কি না, সেটাই এখন দেখার৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal: মুড়িতেই তুষ্ট, পার্থর মতো হেভিওয়েট হলেও খাওয়া নিয়ে বায়নাক্কা নেই অনুব্রতর
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement