অনুব্রতর বড়সড় কোনও শারীরিক সমস্যা নেই, কমান্ড হাসপাতালের ছাড়পত্র মিলতেই জেরা শুরু সিবিআই-এর

Last Updated:

মেডিক্যাল পরীক্ষার আপাতত নিজাম পছালেসে ফিরিয়ে আনা হয়েছে 'বোলপুরের বাঘ'-কে! সূত্রের খবর, জেরা শুরু হয়েছে সিবিআই-এর, তবে মুখে কুলুপ অনুব্রতর

#কলকাতা: মোটের উপর ভালই আছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। শুক্রবার সকালে ৫০ মিনিটেরও বেশি সময় ধরে কমান্ড হাসপাতালে বিবিধ পরীক্ষা-নিরীক্ষা চলছে অনুব্রতের। আগে যে সব মেডিক্যাল টেস্ট হয়েছে, সে-সবও খতিয়ে দেখেন হাসপাতালের ৪ সদস্যের মেডিক্যাল বোর্ড। শল্যচিকিৎসা বিভাগ, মেডিসিন এবং কার্ডিওলজি বিভাগের বিশেষজ্ঞরা শেষপর্যন্ত উপসংহারে পোঁছান, বড়সড় কোনও সমস্যা নেই অনুব্রতর। অ্যাংজাইটি কমানোর ওষুধ দেওয়া হয়েছে। এ'ছাড়া, তাঁর যে নিয়মিত ওষুধ চলছিল, বর্তমানে সেগুলিই খেয়ে যেতে হবে। রক্তচাপও স্বাভাবিক,১৪০/৯০।
বৃহস্পতিবার আসানসোল আদালত নির্দেশ দিয়েছে, ৪৮ ঘণ্টা অন্তর মেডিক্যাল পরীক্ষা করাতে হবে অনুব্রতর। আদালতে তিনি জানিয়েছিলেন, তাঁর ফিশচুলা ও শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। সে কারণেই কমান্ড হাসপাতালে গঠিত মেডিক্যাল বোর্ডে রয়েছেন এক জন শল্যচিকিৎসক, যিনি ফিশচুলার অবস্থা খতিয়ে দেখেন, শ্বাসকষ্টের বিষয়টি খতিয়ে দেখার জন্য বোর্ডে রয়েছেন এক জন কার্ডিওলজিস্ট।
মেডিক্যাল পরীক্ষার আপাতত নিজাম পছালেসে ফিরিয়ে আনা হয়েছে 'বোলপুরের বাঘ'-কে! সূত্রের খবর, অনুব্রত মণ্ডলকে জেরা শুরু করেছে সিবিআই। কী কী প্রশ্ন করা হবে, তা তৈরি করে রাখা ছিল আগে থেকেই। কিন্তু মুখে কুলুপ এঁটেছেন 'বীরভূমের বস'!
advertisement
advertisement
অনুব্রত মণ্ডলের দাবি, তাঁর শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পাইলসের যন্ত্রনা, বুক ধড়ফড় করা, স্লিপ এপনিয়া বা ঘুম না হওয়ার সমস্যা, মানসিকভাবে চূড়ান্ত হতাশাগ্রস্ত হয়ে পড়ার মতো বেশ কিছু উপসর্গ রয়েছে। সেই অনুযায়ী  আলিপুর কম্যান্ড হাসপাতালের চিকিৎসকরা শারীরিকভাবে যা যা প্রয়োজন সেই সমস্ত পরীক্ষা-নিরীক্ষা করেন। প্রাথমিকভাবে ব্লাড প্রেসার, সুগার, ইসিজি, পালমোনারি ফাংশন টেস্ট করা হয়। এছাড়াও থাইরয়েড, ইউরিক অ্যাসিভ, হিমোগ্লোবিনের মাত্রা, রক্তে কোলেস্টেরলের মাত্রা, টাইগ্লিসারাইড পরীক্ষা করা হয়। এছাড়াও তার ভিটামিন ডি থ্রির পরীক্ষা করা হয়, হাড়ের কার্যকারিতা পরীক্ষা করতেও তৎপর হাসপাতাল। সূত্রের খবর যাবতীয় পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অনুব্রতকে পরীক্ষা করে দেখেন। দেওয়া হয় অ্যাংজাইটির ওষুধ।
advertisement
১০ দিনের সিবিআই হেফাজতে অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার দুপুরে গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করার পরে সন্ধ্যায় তাঁকে আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হয়। সওয়াল-জবাব শেষে 'কেষ্ট'কে ১০ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক। এরপরেই তাঁকে নিয়ে কলকাতার দিকে রওনা দেয় সিবিআইয়ের বিশাল কনভয়।
advertisement
যে নিজাম প্যালেসে যাওয়ার জন্য বারে বারে সিবিআইয়ের তলব এড়িয়ে গিয়েছেন অনুব্রত মণ্ডল। এ দিন মধ্যরাতে তাঁকে নিয়েই জেট গতিতে নিজামপ্যালেসে প্রবেশ করে বিশাল কনভয়। বিধ্বস্ত চেহারায় নিজেই গাড়ি থেকে নেমে নিজাম প্যালেসের লিফটে উঠে যান 'গুড়-বাতাসা' নিদানকারী কেষ্ট। ফলে স্বাভাবিকভাবেই হেফাজতে একরাত কাটিয়ে ফেলেছেন অনুব্রত। যাঁকে দেখলে বীরভূমে এক ঘাটে বাঘে-গরুতে জল খায়, সেই অনুব্রত মণ্ডল গ্রেফতারির পরে প্রথম রাতে নিজাম প্যালেসে পৌঁছনোর পরে কী করলেন? কী খেতে দেওয়া হল তাঁকে? কোথায়ই বা শুতে দেওয়া হয়েছে?
advertisement
জানা গিয়েছে, আসানসোল থেকে নিজাম প্যালেস, দীর্ঘ পথ একেবারে চুপচাপ ছিলেন বীরভূমের বাঘ! বারে বারে শুধু দীর্ঘশ্বাস ফেলেছেন। কখনও কখনও মুছেছেন চোখের কোনাও। সূত্রের খবর, নিজাম প্যালেসের ১৫ তলায় রাত কেটেছে অনুব্রতর। ক্যাম্প খাট বিছিয়ে তাঁর বিশ্রামের ব্যবস্থা করা হয়। পাশেই রয়েছে অক্সিজেন সিলিন্ডার । জানা গিয়েছে, ডায়েট চার্ট মেনেই খাবার দেওয়া হয়েছে অনুব্রতকে। ভোররাতে খাবার খেয়েছেন অনুব্রত।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
অনুব্রতর বড়সড় কোনও শারীরিক সমস্যা নেই, কমান্ড হাসপাতালের ছাড়পত্র মিলতেই জেরা শুরু সিবিআই-এর
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement