৬৭তম প্রজাতন্ত্র দিবসে গুগলের নতুন ডুডল

Last Updated:

ভারতের ৬৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আকর্ষণীয় একটি নতুন ডুডল তৈরি করেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। প্রতিবারের মতোই এবারের ডুডলটি বেশ আকর্ষণপূর্ণ ৷ গুগলের হোম পেজ খোলার সঙ্গে সঙ্গে সামনে আসবে বিএসএফের ক্যামেল কন্টিজেন্ট ডুডেল ৷

#নয়াদিল্লি: ভারতের ৬৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আকর্ষণীয় একটি ডুডল তৈরি করেছে সার্চ ইঞ্জিন জায়েন্ট গুগল। প্রতিবারের মতোই এবারের ডুডলটিও বেশ চিত্তাকর্ষক ৷ গুগলের হোম পেজ খোলার সঙ্গে সঙ্গে সামনে আসবে বিএসএফের ক্যামেল কন্টিজেন্ট ডুডল ৷
এবারের ডুডলে বিএসএফের ক্যামেল কন্টিজেন্টের হাতে রয়েছে বিভিন্ন বাদ্যযন্ত্র ৷ প্রতিবছরই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের ডুডল দিয়ে গুগল সাজিয়ে তোলে নিজের হোমপেজ ৷ এদের মধ্য সবচেয়ে অন্যতম কয়েকটি হল -
google-doodle-r-day-2010
advertisement
২০১০ : যুদ্ধ বিমানের রঙিন ধোঁয়ায় আকাশে আঁকা ভারতের জাতীয় পতাকার  ডুডল বানানো হয় ৷
advertisement
google-doodle-r-day-2012
২০১২ : টি ভারতের ৬৩ তম প্রজাতন্ত্র দিবসে বানানো হয় ৷ ন্যাশনাল ব্রেভারি অ্যাওয়ার্ড জেতা শিশুরা হাতির পিঠে চড়ে যাচ্ছে ৷
google-doodle-r-day-2013
২০১৩ :  বাঘের শরীরের উপর ডোরাকাটা আঁকায় দেখা যায় গুগল লোগো ৷ তার আশপাশে জঙ্গলের মতো মোটিফ বানানো হয় ৷ সেখানে ভারতের জাতীয় ফুল পদ্মও দেখা যায় ৷
advertisement
google-doodle-r-day-2014
২০১৪ : গেরুয়া, সাদা , সবুজ রঙের পোশাকে দেখা যায় বিএসএফ মোটরসাইকেল রাইডার্সদের ৷ ডুডলে তাদের দেখা যায় বাইকের উপর বিভিন্ন কসরত করতে ৷
google-doodle-r-day-2015
২০১৫ : ৬৬তম প্রজাতন্ত্র দিবসে গুগল ইন্ডিয়া তাদের হোমপেজের ডুডল হিসেবে বেছে নেয় ট্যাবলোকে। দেখা যায় এমন একটা ট্যাবলো, যার উপর ছিল ইন্ডিয়া গেট ও রাষ্ট্রপতি ভবন ৷ রাজধানীর দুই প্রতীক হওয়ার পাশাপাশি এগুলি দেশের প্রজাতন্ত্রের সঙ্গেও অবিচ্ছেদ্যভাবে যুক্ত।
বাংলা খবর/ খবর/দেশ/
৬৭তম প্রজাতন্ত্র দিবসে গুগলের নতুন ডুডল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement