ভারতে চিকিত্‍সা করাতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত কেনিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা! ‘বন্ধুর’ প্রয়াণে শোকপ্রকাশ মোদির

Last Updated:

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত‍্যু হয়েছে কেনিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গার। ভারতে আয়ুর্বেদ চিকিত্‍সা করাতে এসেছিলেন ওডিঙ্গা।

News18
News18
নয়াদিল্লি: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত‍্যু হয়েছে কেনিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গার। ভারতে আয়ুর্বেদ চিকিত্‍সা করাতে এসেছিলেন ওডিঙ্গা। সূত্রের খবর, বুধবার প্রাতঃভ্রমণের সময় হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাঁর মৃত‍্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রী ওডিঙ্গার প্রয়াণে শোক প্রকাশ করে এক্স হ‍্যান্ডেলে লেখেন, ‘‘আমার প্রিয় বন্ধু এবং কেনিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গার প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তিনি একজন গুরুত্বপূর্ণ রাষ্ট্রনায়ক এবং ভারতের প্রিয় বন্ধু ছিলেন। তাঁকে কাছ থেকে জানার সুযোগ হয়েছিল আমি গুজরাতের মুখ‍্যমন্ত্রী থাকাকালীন। ভারতের শিল্প এবং প্রাচীণ বিদ‍্যার উপর তাঁর গভীর ভক্তি ছিল। যে কারণে তাঁর সময়কালে তিনি ভারত এবং কেনিয়ার সম্পর্কের উন্নতির প্রভূত চেষ্টা করেন। বিশেষত মেয়ের স্বাস্থ‍্যউদ্ধার হওয়ার আয়ুর্বেদের এবং প্রাচীন চিকিত্‍সা প্রণালী সম্পর্কে তাঁর অপার নিষ্ঠা ছিল। তাঁর প্রয়াণে পরিবার, প্রিয়জন এবং কেনিয়ার জনগণের প্রতি আমার গভীর সমবেদনা জানাই।’’
advertisement
advertisement
advertisement
জানা গিয়েছে, মৃত‍্যুকালে ওডিঙ্গার বয়স হয়েছিল ৮০ বছর। কেরলের কোঠাট্টুকুলমে আয়ুর্বেদিক চিকিৎসা চলছিল তাঁর। তাঁর সঙ্গে ছিলেন মেয়ে এবং পরিবারের অন্যান্য সদস্যরা। সূত্রের খবর, মাত্র এক সপ্তাহ আগেই কেরলে চিকিত্‍সার জন‍্য আসেন তিনি। হাসপাতাল থেকেই তাঁকে চিকিৎসার পাশাপাশি সকালে হাঁটার পরামর্শ দেওয়া হয়। তাঁকে দ্রুত শ্রীধরীয়াম আয়ুর্বেদিক চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভারতে চিকিত্‍সা করাতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত কেনিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা! ‘বন্ধুর’ প্রয়াণে শোকপ্রকাশ মোদির
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement