Gujarat Ministers Resign: একসঙ্গে পদত্যাগ করলেন গুজরাতের সমস্ত মন্ত্রী! মোদির রাজ্যে এ কী ঘটনা! কোনও বড় প্ল্যানের ইঙ্গিত?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Gujarat Ministers Resign: পদত্যাগ করলেন গুজরাত সরকারের সমস্ত মন্ত্রী। কেবলমাত্র মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়া সকল মন্ত্রী বৃহস্পতিবার পদত্যাগ করলেন।
আহমেদাবাদ: পদত্যাগ করলেন গুজরাত সরকারের সমস্ত মন্ত্রী। কেবলমাত্র মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়া সকল মন্ত্রী বৃহস্পতিবার পদত্যাগ করলেন। সূত্রের খবর, সম্পূর্ণ নতুন ভাবে মন্ত্রিসভা সাজাতে চলেছে প্যাটেল সরকার। তার আগেই তাই পদত্যাগ করলেন সমস্ত মন্ত্রী। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল সকলের পদত্যাগ পত্র গ্রহণ করেছেন।
জানা গিয়েছে, বৃহস্পতিবারই গুজরাতের রাজ্যপাল আচার্য দেবব্রতর সঙ্গে দেখা করে নতুন মন্ত্রিসভা গঠনের দাবি জানাবেন গুজরাতের মুখ্যমন্ত্রী। কিন্তু হঠাত্ মন্ত্রিসভার এই আমূল বদলের কারণ কী? সূত্রের খবর, এই পদক্ষেপকে প্যাটেল সরকারের প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। পাশাপাশি, বর্তমান মন্ত্রিসভার মধ্যে থেকে কেবলমাত্র হর্ষ সাংঘভি এবং ঋষিকেশ প্যাটেলকে নতুন মন্ত্রিসভায় রাখা হতে পারে।
advertisement
advertisement
advertisement
আগামিকাল শুক্রবারই গুজরাতের নতুন মন্ত্রিসভার সম্প্রসারণ হতে চলেছে। এক বর্ষীয়ান বিজেপি নেতার মতে নতুন ১০ জন মন্ত্রী এই নয়া মন্ত্রিসভার সদস্য হতে চলেছেন। বর্তমানে যারা মন্ত্রী ছিলেন তাদের মধ্যে অর্ধেকেরও বেশিজনকে ছেঁটে ফেলা হবে। সেই দায়িত্বে আসবে নতুন কোনও ব্যক্তি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 16, 2025 5:37 PM IST