Mamata Banerjee: নেপালে 'না', মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ-যাত্রা কি ফের বাতিল 'এই' কারণে?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Mamata Banerjee: এর আগের মমতা বন্দ্যোপাধ্যায়ের রোম এবং চিন সফরের মতোই এবারও নেপাল সফর বাতিল হতে চলেছে বলে খবর।
#নয়াদিল্লি: ফের বিদেশ থেকে ডাক পেয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার তাঁকে নেপাল থেকে ডাকা হয়েছিল একটি বিশেষ সভায় বক্তব্য রাখার জন্য। কিন্তু এই আমন্ত্রণের শুরু থেকেই ফের জল্পনা ছিল, আগের বার গুলির মতো এবারও কি অনুমতি দেবে না মোদি সরকার? বাস্তবে সেই আশঙ্কা মিলেও গেল। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেপাল সফরে এবারও অনুমতি না দেওয়ার পথেই হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার। তবে এখনও আনুষ্ঠানিকভাবে নবান্ন বা তৃণমূলের তরফে এ নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিদেশ মন্ত্রকের তরফেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে, এর আগের মমতা বন্দ্যোপাধ্যায়ের রোম এবং চিন সফরের মতোই এবারও নেপাল সফর বাতিল হতে চলেছে বলে খবর।
১০-১২ ডিসেম্বর নেপালের কাঠমান্ডুতে একটি কনভেনশনে যোগ দেওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর। এটাই প্রথম নয়। এর আগেও তাঁর রোম এবং চিন সফর বাতিল হয়েছে বিদেশমন্ত্রকের ছাড়পত্র না মেলায়। নেপালের প্রথম সারির রাজনৈতিক দল নেপালি কংগ্রেসের বার্ষিক কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে আমন্ত্রণ জানিয়েছিলেন।
advertisement
advertisement
কিন্তু সূত্রের খবর, সেই আমন্ত্রণের প্রেক্ষিতে বিদেশ মন্ত্রকের তরফে জানতে চাওয়া হয়, দেশের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কোন যুক্তিতে একটি বিদেশি রাজনৈতিক দলের কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই প্রশ্নের উত্তরও দেয় নবান্ন। কিন্তু সূত্রের খবর, এরপরও সেই অনুমতি দেওয়া হয়নি।
advertisement
যদিও এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক বিদেশ সফর বাতিল করতে হয়েছিল বিদেশ মন্ত্রকের অনুমতি না মেলায়। তারপরেও আবার নেপাল থেকে আমন্ত্রণ পেয়েছিলেন তিনি। সব ঠিক থাকলে ১১ ডিসেম্বর নেপাল যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সেই অনুমতি না মেলার কারণেই এবারও বিদেশ সফরে যাওয়া হচ্ছে না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 10, 2021 3:41 PM IST

