Omicron Panick In Kolkata:কলকাতাতেও ওমিক্রন আতঙ্ক, ব্রিটেন ফেরত তরুণীর করোনা, ওমিক্রন কি না জানতে জিনোম সিকোয়েন্স-এর পরীক্ষা

Last Updated:

ব্রিটেন থেকে আসা এক তরুণীর শরীরে মিলল করোনাভাইরাস

ভাবাচ্ছে স্বাস্থ্য পরিষেবাকে :
সারা বিশ্বের মতো ভারতেও যদি করোনার নতুন ভ্যারিয়েন্টের ঢেউ আছড়ে পড়ে, তাহলে দেশে প্রতিদিন ১৬ লাখ থেকে ২০ লাখ পর্যন্ত সংক্রমণ দেখা যেতে পারে। উল্লেখ্য, দ্বিতীয় ঢেউয়ের সময় ৪ লাখ পর্যন্ত সংক্রমণ দেখা গিয়েছিল ডেল্টার সংক্রমণে। এমন পরিস্থিতি তৈরি হলে আমাদের চিকিৎসা ব্যবস্থায় ব্যাপক চাপ তৈরি হতে পারে – হাসপাতালের বেড, অক্সিজেন সিলিন্ডার, ডাক্তার এবং ওষুধের প্রাপ্যতা – সব ক্ষেত্রে চাপ বাড়বে।
ভাবাচ্ছে স্বাস্থ্য পরিষেবাকে : সারা বিশ্বের মতো ভারতেও যদি করোনার নতুন ভ্যারিয়েন্টের ঢেউ আছড়ে পড়ে, তাহলে দেশে প্রতিদিন ১৬ লাখ থেকে ২০ লাখ পর্যন্ত সংক্রমণ দেখা যেতে পারে। উল্লেখ্য, দ্বিতীয় ঢেউয়ের সময় ৪ লাখ পর্যন্ত সংক্রমণ দেখা গিয়েছিল ডেল্টার সংক্রমণে। এমন পরিস্থিতি তৈরি হলে আমাদের চিকিৎসা ব্যবস্থায় ব্যাপক চাপ তৈরি হতে পারে – হাসপাতালের বেড, অক্সিজেন সিলিন্ডার, ডাক্তার এবং ওষুধের প্রাপ্যতা – সব ক্ষেত্রে চাপ বাড়বে।
#কলকাতা: এবার কলকাতাতেও ওমিক্রন-আতঙ্ক (Omicron Panick In Kolkata)! ব্রিটেন থেকে আসা এক তরুণীর শরীরে মিলল করোনাভাইরাস! শুক্রবার রাত আড়াইটের সময় তিনি ব্রিটেন থেকে দোহা হয়ে কলকাতা বিমানবন্দরে নামেন। রাত সাড়ে তিনটের সময় হিন্দল্যাব থেকে তাঁর করোনা রিপোর্ট এলে দেখা যায় তরুণী কোভিড পজিটিভ (Omicron Panick In Kolkata)। বর্তমানে তরুণীকে ভর্তি করা হয়েছে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে।  হাসপাতাল সূত্রে জানা যায়, তরুণীর মধ্যে করোনার খুব মৃদু উপসর্গ রয়েছে।
প্রথমে তরুণীকে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । ওমিক্রন আক্রান্তদের জন্য (২৫ জন মহিলা এবং ২৫ জন পুরুষ) হাসপাতালে যে বিশেষ ওয়ার্ড তৈরি করা হয়েছে, সেখানেই আইসোলেশনে রাখা হয় দোহা ফেরত তরুণীকে। পরে তাঁকে স্থানান্তরিত করা হয় দক্ষিণ কলকাতার একটি  বেসরকারি হাসপাতালে।
advertisement
advertisement
স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানান, '' ব্রিটেন থেকে আসা এক তরুণী কোভিড পজিটিভ। আক্রান্তের লালারস জিনোম সিকোয়েন্সিং-এর জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তরুণীকে বেলেঘাটা আইডি-তে আইসোলেশনে রাখা হয়েছিল, পরে তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানেই কোয়ারেন্টাইনে আছেন। রোগীর শারীরিক অবস্থা স্থীতিশীল।''
advertisement
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ওমিক্রণ সংক্রমন পরীক্ষার জন্য তরুণীর জিনসজ্জা বা জিনোম সিকোয়েন্স পরীক্ষা করে দেখা হবে। লালারসের নমুনা পাঠানো হচ্ছে কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল  জেনোমিকসে।
ডিসেম্বরের গোড়াতেই ভারতে ঢুকে পড়ে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। কর্নাটকে দু’জনের শরীরে প্রথম মেলে এই নয়া মারণ ভাইরাসের হদিশ। আক্রান্তদের মধ্যে এক জন পুরুষ এবং এক জন মহিলা, বয়স যথাক্রমে ৬৬ এবং ৪৬ বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। আক্রান্তদের ‘কনট্যাক্ট ট্রেসিং’-ও করা হয়েছে বলে মন্ত্রক সূত্রে খবর।  এরপর, রবিবার রাজস্থানের জয়পুরে ৯ জন এবং মহারাষ্ট্রে ৭ জন করোনা সংক্রমিতের খোঁজ মেলে। প্রত্যেকেই ওমিক্রনে আক্রান্ত। জানা যায়,  মহারাষ্ট্রের ৪ জন বিদেশ থেকে ফিরেছিলেন, বাকি ৩ জন ওই ৪ জনের ঘনিষ্ঠ। মহারাষ্ট্রের আক্রান্তরা সকলেই পুণের বাসিন্দা বলে জানা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Omicron Panick In Kolkata:কলকাতাতেও ওমিক্রন আতঙ্ক, ব্রিটেন ফেরত তরুণীর করোনা, ওমিক্রন কি না জানতে জিনোম সিকোয়েন্স-এর পরীক্ষা
Next Article
advertisement
Cyclone Montha Update: উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে? ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে
উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে, ঘূর্ণিঝড়ের কী প্রভাব এরাজ্যে?
  • উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ !

  • কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে?

  • ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement