নিজের উপদেশ নিজে শুনুন, আমাকে না বলে এ বার নিজেও মুখ খুলুন, মোদীকে কটাক্ষ মনমোহনের
Last Updated:
দেশে একের পর এক ধর্ষণ, ঘটনার নৃশংসতায় চমকে উঠছেন মানুষ, উদ্বিগ্ন হচ্ছেন, শঙ্কিত হচ্ছেন ৷ কিন্তু গত কয়েকদিনের উন্নাও, কাঠুয়া, সুরাত, হরিয়ানার ঘটনায় একবারও জনসমক্ষে মুখ খুলতে দেখে যায়নি প্রধানমন্ত্রীকে ৷
#নয়াদিল্লি: দেশে একের পর এক নাবালিকা ধর্ষণ ৷ ঘটনার নৃশংসতায় চমকে উঠছেন মানুষ, উদ্বিগ্ন হচ্ছেন, শঙ্কিত হচ্ছেন ৷ কিন্তু গত কয়েকদিনের উন্নাও, কাঠুয়া, সুরাত, হরিয়ানার ঘটনায় একবারও জনসমক্ষে মুখ খুলতে দেখে যায়নি প্রধানমন্ত্রীকে ৷ যেখানে সারা দেশজুড়ে চলছে আন্দোলন, প্রতিবাদ, মিছিল, মিটিং, সেখানে মাত্র একবারই নীরবতা ভঙ্গ করেছিলেন মোদী ৷ বলেছিলেন, দোষীরা শাস্তি পাবে ৷ এ বার সেই প্রসঙ্গেই নিজের উত্তরসূরীকে কটাক্ষ করলেন প্রাক্তণ প্রধানমন্ত্রী মনমোহন সিং ৷
একটা সময় তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে প্রায়শই বিভিন্ন ইস্যুতে আক্রমণ করতেন মোদী ৷ মনমোহনকে ‘মৌন-মোহন’ বলে কটাক্ষ করত মোদীর দল ৷ সে সময় গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সমস্যায় মুখ খোলার পরামর্শও দিতেন প্রধানমন্ত্রীকে ৷ কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে, মনমোহনের ফেলে যাওয়া সেই আসনে বসে এখন নিজের পূর্বসূরীর পথে হাঁটছেন মোদীও ৷ নিজের সেই উপদেশ, এখন মোদী নিজেই কেন মানছেন না, প্রশ্ন তোলেন মনমোহন সিংহ ৷
advertisement
advertisement
উত্তরপ্রদেশের উন্নাও, জম্মু-কাশ্মীরের কাঠুয়া, দু’টি নাবালিকা ধর্ষণকাণ্ডেই নাম জড়িয়েছে মোদীর দলের নেতা মন্ত্রীদের ৷ উন্নাওকাণ্ডে মূল অভিযুক্ত স্থানীয় বিজেপি নেতা ৷ অন্য দিকে কাঠুয়াকাণ্ডে অভিযুক্তদের সমর্থনে মিছিল করতে দেখা গিয়েছে বিজেপি নেতাদের ৷ কিন্তু এই সমস্ত ঘটনা নিয়ে কার্যত মুখে কুলুপ দেশের ‘চৌকিদার’-এর ৷
advertisement
গত শুক্রবার অম্বেদকরের জন্ম জয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে প্রথম কাঠুয়া ও উন্নাও প্রসঙ্গে মুখ খোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন ভারতের মেয়েরা বিচার পাবে, অপরাধীরা কোনওভাবেই ছাড়া পাবে না।
কিন্তু বিরোধীদের বক্তব্য, ৫৬ ইঞ্চি ছাতির গলাটা ঠিক ততটা জোরালো নয় ৷ শাসক দলকে কটাক্ষ করে এ দিন মনমোহন বলেন, যদি প্রথম থেকে কাঠুয়াকাণ্ড কঠোর হাতে দমন করত মুফতি প্রশাসন, তাহলে বিষয়টি এত জটিল হত না ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 18, 2018 6:50 PM IST