ফের নাবালিকা ধর্ষণ, মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণের ভিডিও পাঠানো হল বাবা-মাকে

Last Updated:

ফের নাবালিকা ধর্ষণ ৷ এ বার সাক্ষী থাকল খোদ রাজধানী ৷ মানসিক প্রতিবন্ধী ১২ বছরের কিশোরীকে ধর্ষণ করে তার ভিডিও তুলে পাঠিয়ে দেওয়া হল বাবা-মায়ের হোয়াটসঅ্যাপে ৷

#নয়াদিল্লি: ফের নাবালিকা ধর্ষণ ৷ এ বার সাক্ষী থাকল খোদ রাজধানী ৷ মানসিক প্রতিবন্ধী ১২ বছরের কিশোরীকে ধর্ষণ করে তার ভিডিও তুলে পাঠিয়ে দেওয়া হল বাবা-মায়ের হোয়াটসঅ্যাপে ৷ ঘটনাটি ঘটেছে দিল্লির রোহিনীর মঙ্গলপুর কালান এলাকায় ৷ ঘটনায় বান্টি নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ৷
সোমবার রাতে আবাসনের কমিউনিটি হলে গিয়েছিল ওই কিশোরী ৷ সেখান থেকেই তাঁকে তুলে নিয়ে যায় বান্টি ও তার দুই বন্ধু ৷ আবাসনেরই একটি ফাঁকা এলাকায় নিয়ে গিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে ওই যুবক ৷ এই সময় বাকি দু’জন পুরো ঘটনাটির ভিডিও তুলে রাখে ৷ পরে সেই ভিডিওটি পাঠানো হয় কিশোরীর বাবা-মাকে ৷
advertisement
advertisement
ভিডিও থেকে নিশ্চিন্ত হয়েই গতকাল বান্টিকে গ্রেফতার করে পুলিশ ৷ ধর্ষণের এলাকাও শনাক্ত করা হয় ৷ ওই কিশোরীর বাবা-মা জানান, এলাকায় প্রভাবশালী হওয়ার জন্য ক্রমাগত তাঁদের ভয় দেখাচ্ছে অভিযুক্তের পরিবার ৷ এমনকী এলাকা ছেড়ে চলে যেতেও বলা হয়েছে তাঁদের ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
advertisement
গত কয়েকদিন ধরে একেরপর এক নাবালিকা ধর্ষণের ঘটনার খবর আসছে প্রকাশ্যে ৷ উন্নাও, কাঠুয়া, সুরাত, হরিয়ানা, দিল্লি, তালিকাটা ক্রমশ বেড়েই চলেছে ৷ প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে শহর থেকে মফঃস্বলে, ফেসবুক থেকে প্রোফাইল ফোটোতে, সাধারণ মানুষের মোমবাতি থেকে সেলেবদের ওয়ালে ৷ কিন্তু তবু রাশ টানা যাচ্ছে না ৷ দেশের মুখে কালি লাগাও বন্ধ হচ্ছে না ৷ হাজার প্রতিবাদ, ভাষণ, মিছিল সবটাই মিথ্যে হয়ে যাচ্ছে ‘ধর্ষক’ নামক একদল মানুষরূপী শয়তানদের বিকৃত মানসিকতার কাছে ৷ অবস্থা যে কিছুমাত্র বদলায়নি আরও একবার তার প্রমাণ দিল খোদ রাজধানী ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ফের নাবালিকা ধর্ষণ, মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণের ভিডিও পাঠানো হল বাবা-মাকে
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement