ফের নাবালিকা ধর্ষণ, মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণের ভিডিও পাঠানো হল বাবা-মাকে

Representational Image

Representational Image

ফের নাবালিকা ধর্ষণ ৷ এ বার সাক্ষী থাকল খোদ রাজধানী ৷ মানসিক প্রতিবন্ধী ১২ বছরের কিশোরীকে ধর্ষণ করে তার ভিডিও তুলে পাঠিয়ে দেওয়া হল বাবা-মায়ের হোয়াটসঅ্যাপে ৷

  • Last Updated :
  • Share this:

    #নয়াদিল্লি: ফের নাবালিকা ধর্ষণ ৷ এ বার সাক্ষী থাকল খোদ রাজধানী ৷ মানসিক প্রতিবন্ধী ১২ বছরের কিশোরীকে ধর্ষণ করে তার ভিডিও তুলে পাঠিয়ে দেওয়া হল বাবা-মায়ের হোয়াটসঅ্যাপে ৷ ঘটনাটি ঘটেছে দিল্লির রোহিনীর মঙ্গলপুর কালান এলাকায় ৷ ঘটনায় বান্টি নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ৷সোমবার রাতে আবাসনের কমিউনিটি হলে গিয়েছিল ওই কিশোরী ৷ সেখান থেকেই তাঁকে তুলে নিয়ে যায় বান্টি ও তার দুই বন্ধু ৷ আবাসনেরই একটি ফাঁকা এলাকায় নিয়ে গিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে ওই যুবক ৷ এই সময় বাকি দু’জন পুরো ঘটনাটির ভিডিও তুলে রাখে ৷ পরে সেই ভিডিওটি পাঠানো হয় কিশোরীর বাবা-মাকে ৷

    আরও পড়ুন: ধর্ষণের প্রতিবাদে মিছিলেই মহিলাদের দেখে গেরুয়া বসনধারীর হস্তমৈথুন!

    ভিডিও থেকে নিশ্চিন্ত হয়েই গতকাল বান্টিকে গ্রেফতার করে পুলিশ ৷ ধর্ষণের এলাকাও শনাক্ত করা হয় ৷ ওই কিশোরীর বাবা-মা জানান, এলাকায় প্রভাবশালী হওয়ার জন্য ক্রমাগত তাঁদের ভয় দেখাচ্ছে অভিযুক্তের পরিবার ৷ এমনকী এলাকা ছেড়ে চলে যেতেও বলা হয়েছে তাঁদের ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

    আরও পড়ুন: ভাল নম্বর পেতে যৌন সম্পর্ক স্থাপনের পরামর্শ অধ্যাপিকার

    গত কয়েকদিন ধরে একেরপর এক নাবালিকা ধর্ষণের ঘটনার খবর আসছে প্রকাশ্যে ৷ উন্নাও, কাঠুয়া, সুরাত, হরিয়ানা, দিল্লি, তালিকাটা ক্রমশ বেড়েই চলেছে ৷ প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে শহর থেকে মফঃস্বলে, ফেসবুক থেকে প্রোফাইল ফোটোতে, সাধারণ মানুষের মোমবাতি থেকে সেলেবদের ওয়ালে ৷ কিন্তু তবু রাশ টানা যাচ্ছে না ৷ দেশের মুখে কালি লাগাও বন্ধ হচ্ছে না ৷ হাজার প্রতিবাদ, ভাষণ, মিছিল সবটাই মিথ্যে হয়ে যাচ্ছে ‘ধর্ষক’ নামক একদল মানুষরূপী শয়তানদের বিকৃত মানসিকতার কাছে ৷ অবস্থা যে কিছুমাত্র বদলায়নি আরও একবার তার প্রমাণ দিল খোদ রাজধানী ৷

    First published:

    Tags: Delhi, Minor Rape, Rape, Video