বাজেটেও ডিজিটাল ইন্ডিয়া, প্রবীণ নাগরিকদের জন্য আধার ভিত্তিক হেলথ কার্ডের ঘোষণা জেটলির

Last Updated:

বাজেটেও ডিজিটাল ইন্ডিয়া, প্রবীণ নাগরিকদের জন্য আধার ভিত্তিক হেলথ কার্ডের ঘোষণা জেটলির

#নয়াদিল্লি: এক দেশ, এক বাজেট ৷ দীর্ঘ ৯২ বছরের ঐতিহ্যের ইতি ঘটিয়ে চলেছে মিশে গেল রেল ও সাধারণ বাজেট ৷ ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিই পেশ করলেন রেল বাজেট৷ দেশবাসীর নোট ভোগান্তিতে মলম দিতে বাজেটে বেশ কিছু ব্যবস্থা রাখতেই হবে অর্থমন্ত্রীকে। এ ব্যাপারে একমত ছিল প্রায় সবপক্ষই। কিন্তু কি হতে পারে জেটলির সেই মলম? সেই দিকেই তাকিয়ে ছিল গোটা দেশ ৷
নোট বাতিলের পর থেকেই ডিজিটাল লেনদেনের উপর জোর দিতে শুরু করে কেন্দ্রীয় সরকার ৷ এবার প্রধানমন্ত্রীর দেখানো পথেই হাঁটলেন অর্থমন্ত্রী ৷ বাজেট পেশের সময় ডিজিটাল অর্থনীতি ও স্বচ্ছতায় জোর দেওয়ার কথা জানালেন অরুণ জেটলি ৷ জানালেন সরকারের ভীম অ্যাপ দেশের চিত্রটা বদলাতে চলেছে ৷ এখনও পর্যন্ত ১২৫ লক্ষ বার অ্যাপটি ডাউনলোড করা হয়েছে ৷
advertisement
গ্রামাঞ্চলের মানুষের কাছে ডিজিটাল প্রযুক্তি পৌঁছে দিতে প্রতিটি গ্রাম পঞ্চায়তে ব্রডব্যান্ড লিঙ্ক বসানোর কথা ঘোষণা করেছেন জেটলি ৷ ডিজিটাল ইন্ডিয়া গড়তে ই-পেমেন্টের উপর জোর দেন অর্থমন্ত্রী ৷
advertisement
পাশাপাশি ভবিষ্যতে অনলাইন FDI প্রকল্প চালুর কথাও ঘোষণা করেছেন তিনি ৷ ৩৫০ টি অনলাইন কোর্সের চালুর বিষয়ে জানিয়েছেন তিনি ৷
এদিন ডিজিটাল লেনদেনে মানুষকে আরও উৎসাহী করার জন্য জেটলি জানান এবার থেকে ৩ লক্ষের বেশি নগদে লেনদেন করা সম্ভব নয় ৷ আধার কার্ডের মাধ্যেম লেনদেন করার কথা জানান তিনি ৷ ঘোষণা করেন আধার পে সার্ভিস লঞ্চের কথা ৷ জেটলি জানান, এর মাধ্যমে লেনদেন করার জন্য ফোন বা কোনও ডেবিট বা ক্রেডিট কার্ড লাগবে না ৷ লেনদেনের জন্য কেবল নিজের আধার নম্বর জানাতে হবে  ৷ এরপর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অথেন্টিকেশন হওয়ার সঙ্গে সঙ্গে পেমেন্ট হয়ে যাবে ৷
advertisement
এর পাশাপাশি প্রবীণ নাগরিকদের জন্য আধার ভিত্তিক হেলথ কার্ডের ঘোষণা করেন জেটলি ৷ তিনি আরও জানান, পরীক্ষামূলকভাবে প্রথমে ১৫টি শহরে এই পরিষেবা চালু করা হবে ৷ আধার ভিত্তিক লেনদেনে সরকার যে বিশেষ জোর দিচ্ছে এই পদক্ষেপ থেকে একদম স্পষ্ট ৷ সম্প্রতি লঞ্চ হওয়া ভীম অ্যাপটিও আধার নম্বরের সঙ্গে আপগ্রেড করা হচ্ছে ৷
advertisement
সরকারের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে ১১১ কোটি নাগরিকের আধার নম্বর রয়েছে ৷ এদের মধ্যে ৯৯ শতাংশ প্রাপ্ত বয়স্ক ৷ নোট বাতিলের পর আধার নম্বরের রেজিষ্ট্রেশন বেড়ে দিনে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
বাজেটেও ডিজিটাল ইন্ডিয়া, প্রবীণ নাগরিকদের জন্য আধার ভিত্তিক হেলথ কার্ডের ঘোষণা জেটলির
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement