বাজেটেও ডিজিটাল ইন্ডিয়া, প্রবীণ নাগরিকদের জন্য আধার ভিত্তিক হেলথ কার্ডের ঘোষণা জেটলির

Last Updated:

বাজেটেও ডিজিটাল ইন্ডিয়া, প্রবীণ নাগরিকদের জন্য আধার ভিত্তিক হেলথ কার্ডের ঘোষণা জেটলির

#নয়াদিল্লি: এক দেশ, এক বাজেট ৷ দীর্ঘ ৯২ বছরের ঐতিহ্যের ইতি ঘটিয়ে চলেছে মিশে গেল রেল ও সাধারণ বাজেট ৷ ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিই পেশ করলেন রেল বাজেট৷ দেশবাসীর নোট ভোগান্তিতে মলম দিতে বাজেটে বেশ কিছু ব্যবস্থা রাখতেই হবে অর্থমন্ত্রীকে। এ ব্যাপারে একমত ছিল প্রায় সবপক্ষই। কিন্তু কি হতে পারে জেটলির সেই মলম? সেই দিকেই তাকিয়ে ছিল গোটা দেশ ৷
নোট বাতিলের পর থেকেই ডিজিটাল লেনদেনের উপর জোর দিতে শুরু করে কেন্দ্রীয় সরকার ৷ এবার প্রধানমন্ত্রীর দেখানো পথেই হাঁটলেন অর্থমন্ত্রী ৷ বাজেট পেশের সময় ডিজিটাল অর্থনীতি ও স্বচ্ছতায় জোর দেওয়ার কথা জানালেন অরুণ জেটলি ৷ জানালেন সরকারের ভীম অ্যাপ দেশের চিত্রটা বদলাতে চলেছে ৷ এখনও পর্যন্ত ১২৫ লক্ষ বার অ্যাপটি ডাউনলোড করা হয়েছে ৷
advertisement
গ্রামাঞ্চলের মানুষের কাছে ডিজিটাল প্রযুক্তি পৌঁছে দিতে প্রতিটি গ্রাম পঞ্চায়তে ব্রডব্যান্ড লিঙ্ক বসানোর কথা ঘোষণা করেছেন জেটলি ৷ ডিজিটাল ইন্ডিয়া গড়তে ই-পেমেন্টের উপর জোর দেন অর্থমন্ত্রী ৷
advertisement
পাশাপাশি ভবিষ্যতে অনলাইন FDI প্রকল্প চালুর কথাও ঘোষণা করেছেন তিনি ৷ ৩৫০ টি অনলাইন কোর্সের চালুর বিষয়ে জানিয়েছেন তিনি ৷
এদিন ডিজিটাল লেনদেনে মানুষকে আরও উৎসাহী করার জন্য জেটলি জানান এবার থেকে ৩ লক্ষের বেশি নগদে লেনদেন করা সম্ভব নয় ৷ আধার কার্ডের মাধ্যেম লেনদেন করার কথা জানান তিনি ৷ ঘোষণা করেন আধার পে সার্ভিস লঞ্চের কথা ৷ জেটলি জানান, এর মাধ্যমে লেনদেন করার জন্য ফোন বা কোনও ডেবিট বা ক্রেডিট কার্ড লাগবে না ৷ লেনদেনের জন্য কেবল নিজের আধার নম্বর জানাতে হবে  ৷ এরপর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অথেন্টিকেশন হওয়ার সঙ্গে সঙ্গে পেমেন্ট হয়ে যাবে ৷
advertisement
এর পাশাপাশি প্রবীণ নাগরিকদের জন্য আধার ভিত্তিক হেলথ কার্ডের ঘোষণা করেন জেটলি ৷ তিনি আরও জানান, পরীক্ষামূলকভাবে প্রথমে ১৫টি শহরে এই পরিষেবা চালু করা হবে ৷ আধার ভিত্তিক লেনদেনে সরকার যে বিশেষ জোর দিচ্ছে এই পদক্ষেপ থেকে একদম স্পষ্ট ৷ সম্প্রতি লঞ্চ হওয়া ভীম অ্যাপটিও আধার নম্বরের সঙ্গে আপগ্রেড করা হচ্ছে ৷
advertisement
সরকারের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে ১১১ কোটি নাগরিকের আধার নম্বর রয়েছে ৷ এদের মধ্যে ৯৯ শতাংশ প্রাপ্ত বয়স্ক ৷ নোট বাতিলের পর আধার নম্বরের রেজিষ্ট্রেশন বেড়ে দিনে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বাজেটেও ডিজিটাল ইন্ডিয়া, প্রবীণ নাগরিকদের জন্য আধার ভিত্তিক হেলথ কার্ডের ঘোষণা জেটলির
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement