Agra | Viral Video: ক্লাসরুমে গান চালিয়ে তুমুল নাচ! ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড আগরার একটি স্কুলের ৫ শিক্ষিকা

Last Updated:

5 School Teachers Suspended in UP After Video of Them Dancing in Classroom Goes Viral: শিক্ষিকাদের ক্লাসরুমে এই ধরণের গান চালিয়ে নাচের ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানহানি হয়েছে বলেই মনে করা হচ্ছে ৷

Representational Image
Representational Image
আগরা: সোশ্যাল মিডিয়ার রমরমার যুগে কোনও কিছু ভাইরাল হতে খুব বেশি সময় লাগে না ৷ স্মার্টফোন সবার হাতেই রয়েছে, এখনকার দিনে ছবি তোলার পাশাপাশি ভিডিও বানানোটাও অনেক সহজ কাজ হয়েছে ৷ কিন্তু এই ভিডিও শ্যুট করে, তা কোনওভাবে ‘লিক’ হলেই অনেক সময় মুশকিলে পড়তে হচ্ছে মানুষকে ৷
উত্তর প্রদেশের আগরার (Agra) একটি স্কুলের ভিডিও সম্প্রতি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে ৷ সেখানে দেখা গিয়েছে, সপনা চৌধুরির  (Sapna Chaudhary) গান চালিয়ে ক্লাসরুমের মধ্যেই নাচছেন স্কুলের বেশ কয়েকজন শিক্ষিকা ৷ বিষয়টাকে মোটেই ভালো ভাবে নেয়নি স্কুল কর্তৃপক্ষ ৷ ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই ওই শিক্ষিকাদের সাসপেন্ড করা হয়েছে ৷
advertisement
advertisement
শিক্ষিকাদের ক্লাসরুমে এই ধরণের গান চালিয়ে নাচের ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানহানি হয়েছে বলেই মনে করা হচ্ছে ৷ আগরার বেসিক শিক্ষা বিভাগও (Basic Education Department)-ও এই ঘটনাকে হালকাভাবে নিতে রাজি নয় ৷ তাই বৃহস্পতিবার ভিডিওটি ভাইরাল হওয়ার পর ২-৩ দিন যেত না যেতেই ওই শিক্ষিকাদের সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ ৷
advertisement
বেসিক শিক্ষা আধিকারিক ইন-চার্জ ব্রজরাজ সিং সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, ‘‘ ওই ৫ জন অ্যাসিসট্যান্ট শিক্ষিকার প্রত্যেককেই সাসপেন্ড করার পাশাপাশি শো-কজও করা হয়েছে ৷ ওই প্রাইমারি স্কুলের হেডটিচার, এমন ঘটনা স্কুলে কেন ঘটল, শিক্ষিকাদের তার কারণ জানাতে বলেছেন ৷ তাদের মধ্যে চার জন শিক্ষিকা জবাব দিলেও একজন এখনও দেননি বলেই জানা গিয়েছে ৷’’
advertisement
স্কুলের প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র পারিহার জানিয়েছেন, এই ভিডিওটি এ বছর ১৭ মার্চের ৷ ওইদিন তিনি স্কুলে যাননি ৷ তাঁর অনুপস্থিতিতেই এমন ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক ৷ আগামী দিনে এমন ঘটনা যাতে আর না ঘটে, তা নিয়ে আরও সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে বলেই মনে করা হচ্ছে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Agra | Viral Video: ক্লাসরুমে গান চালিয়ে তুমুল নাচ! ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড আগরার একটি স্কুলের ৫ শিক্ষিকা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement