Home /News /national /
Agra | Viral Video: ক্লাসরুমে গান চালিয়ে তুমুল নাচ! ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড আগরার একটি স্কুলের ৫ শিক্ষিকা

Agra | Viral Video: ক্লাসরুমে গান চালিয়ে তুমুল নাচ! ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড আগরার একটি স্কুলের ৫ শিক্ষিকা

Representational Image

Representational Image

5 School Teachers Suspended in UP After Video of Them Dancing in Classroom Goes Viral: শিক্ষিকাদের ক্লাসরুমে এই ধরণের গান চালিয়ে নাচের ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানহানি হয়েছে বলেই মনে করা হচ্ছে ৷

 • Share this:

  আগরা: সোশ্যাল মিডিয়ার রমরমার যুগে কোনও কিছু ভাইরাল হতে খুব বেশি সময় লাগে না ৷ স্মার্টফোন সবার হাতেই রয়েছে, এখনকার দিনে ছবি তোলার পাশাপাশি ভিডিও বানানোটাও অনেক সহজ কাজ হয়েছে ৷ কিন্তু এই ভিডিও শ্যুট করে, তা কোনওভাবে ‘লিক’ হলেই অনেক সময় মুশকিলে পড়তে হচ্ছে মানুষকে ৷

  উত্তর প্রদেশের আগরার (Agra) একটি স্কুলের ভিডিও সম্প্রতি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে ৷ সেখানে দেখা গিয়েছে, সপনা চৌধুরির  (Sapna Chaudhary) গান চালিয়ে ক্লাসরুমের মধ্যেই নাচছেন স্কুলের বেশ কয়েকজন শিক্ষিকা ৷ বিষয়টাকে মোটেই ভালো ভাবে নেয়নি স্কুল কর্তৃপক্ষ ৷ ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই ওই শিক্ষিকাদের সাসপেন্ড করা হয়েছে ৷

  আরও পড়ুন- নিজে একা না খেয়ে বিড়ালের মুখেও রুটি তুলে দিল শিশু, মিষ্টি এই ভিডিওটি তুমুল ভাইরাল

  শিক্ষিকাদের ক্লাসরুমে এই ধরণের গান চালিয়ে নাচের ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানহানি হয়েছে বলেই মনে করা হচ্ছে ৷ আগরার বেসিক শিক্ষা বিভাগও (Basic Education Department)-ও এই ঘটনাকে হালকাভাবে নিতে রাজি নয় ৷ তাই বৃহস্পতিবার ভিডিওটি ভাইরাল হওয়ার পর ২-৩ দিন যেত না যেতেই ওই শিক্ষিকাদের সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ ৷

  আরও পড়ুন- Viral Video: এ কী দৃশ্য ! মাছ চিবিয়ে খাচ্ছে ছাগল ! ভিডিও বিদ্যুতের গতিতে ভাইরাল

  বেসিক শিক্ষা আধিকারিক ইন-চার্জ ব্রজরাজ সিং সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, ‘‘ ওই ৫ জন অ্যাসিসট্যান্ট শিক্ষিকার প্রত্যেককেই সাসপেন্ড করার পাশাপাশি শো-কজও করা হয়েছে ৷ ওই প্রাইমারি স্কুলের হেডটিচার, এমন ঘটনা স্কুলে কেন ঘটল, শিক্ষিকাদের তার কারণ জানাতে বলেছেন ৷ তাদের মধ্যে চার জন শিক্ষিকা জবাব দিলেও একজন এখনও দেননি বলেই জানা গিয়েছে ৷’’

  স্কুলের প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র পারিহার জানিয়েছেন, এই ভিডিওটি এ বছর ১৭ মার্চের ৷ ওইদিন তিনি স্কুলে যাননি ৷ তাঁর অনুপস্থিতিতেই এমন ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক ৷ আগামী দিনে এমন ঘটনা যাতে আর না ঘটে, তা নিয়ে আরও সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে বলেই মনে করা হচ্ছে ৷

  Published by:Siddhartha Sarkar
  First published:

  Tags: Viral Video

  পরবর্তী খবর