Viral Video: নিজে একা না খেয়ে বিড়ালের মুখেও রুটি তুলে দিল শিশু, মিষ্টি এই ভিডিওটি তুমুল ভাইরাল

Last Updated:

Viral Video of a baby: এই সুন্দর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে ছড়িয়ে পড়েছে ৷ লাইক, কমেন্টের বন্যায় ছেয়ে গিয়েছে ট্যুইটার-ইন্সটাগ্রাম ৷

Photo: Twitter
Photo: Twitter
কলকাতা: খাবার একা নয় ৷ সবার সঙ্গে ভাগ করে খাওয়া উচিৎ ৷ এই শিক্ষা ছোটবেলার থেকেই সব শিশুদেরই দিয়ে থাকেন তাদের বাবা-মা-রা ৷ তবে শিশুরাই হয় সরল ৷ বয়স যত বাড়তে থাকে, মানুষের মনে হিংসা, রাগ, বিদ্বেষ সবই জন্মায় ৷ তখন শুধু নিজেরটা ভাবতেই বেশি ব্যস্ত হয়ে পড়েন সাধারণ মানুষ ৷ অন্যদের সাহায্য করার কথা অনেক সময়েই ভুলে যাই আমরা ৷
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে একটি ছোট্ট শিশু নিজের হাতে থাকা রুটি, শুধু নিজে না খেয়ে সামনে থাকা একটি বিড়ালকেও খাওয়াচ্ছে ৷ এই সুন্দর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে ছড়িয়ে পড়েছে ৷ লাইক, কমেন্টের বন্যায় ছেয়ে গিয়েছে ট্যুইটার-ইন্সটাগ্রাম হ্যান্ডল ৷
advertisement
advertisement
advertisement
নিজের হাতে থাকা রুটিটা একবার খাওয়ার পরেই শিশুটির নজর যায় সামনে বসে থাকা একটি বিড়ালের দিকে ৷ তখন সে আর শুধু নিজে খেয়ে থাকতে পারেনি ৷ বিড়ালটিকে একেবারে ডেকে ডেকে সেটির মুখে খাবার তুলে দিয়েছে ৷  মাত্র ১৮ সেকেন্ডের এই ভিডিও থেকেই প্রত্যেকের অনেক কিছু শেখার রয়েছে ৷ নেটিজেনরা ভিডিওটি শেয়ার করার পাশাপাশি ভালো ভালো কমেন্টে ভরিয়ে দিয়েছেন ৷ অনেকেই বলেছেন,  এই দৃশ্য অসাধারণ ৷ আমাদের সবাইকে এই শিশুর থেকেই শেখা উচিৎ ৷ এই শিশুটিকে যত্নে রেখো ঈশ্বর ৷ খুব ভালো হোক ওর জীবনে...৷ Buitengebieden নামের একটি ট্যুইটার হ্যান্ডল থেকে ভিডিওটি শেয়ার করা হয় ৷ ভিডিওটি এতোই কিউট যে, এটিকে ‘স্কিপ’ করা অসম্ভব ৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: নিজে একা না খেয়ে বিড়ালের মুখেও রুটি তুলে দিল শিশু, মিষ্টি এই ভিডিওটি তুমুল ভাইরাল
Next Article
advertisement
ধুরন্ধর নিয়ে এত হইচই, কে ছিলেন রেহমান ডাকাত? মায়ের গলা কেটেছিলেন পাক গ্যাংস্টার, কাটা মাথা দিয়ে ফুটবল খেলতেন !
ধুরন্ধর নিয়ে এত হইচই, কে ছিলেন রেহমান ডাকাত? মায়ের গলা কেটেছিলেন পাক গ্যাংস্টার
  • ধুরন্ধর নিয়ে এত হইচই, কে ছিলেন রেহমান ডাকাত?

  • মায়ের গলা কেটেছিলেন পাক গ্যাংস্টার

  • কাটা মাথা দিয়ে ফুটবল খেলতেন !

VIEW MORE
advertisement
advertisement