Viral Video: নিজে একা না খেয়ে বিড়ালের মুখেও রুটি তুলে দিল শিশু, মিষ্টি এই ভিডিওটি তুমুল ভাইরাল
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Viral Video of a baby: এই সুন্দর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে ছড়িয়ে পড়েছে ৷ লাইক, কমেন্টের বন্যায় ছেয়ে গিয়েছে ট্যুইটার-ইন্সটাগ্রাম ৷
কলকাতা: খাবার একা নয় ৷ সবার সঙ্গে ভাগ করে খাওয়া উচিৎ ৷ এই শিক্ষা ছোটবেলার থেকেই সব শিশুদেরই দিয়ে থাকেন তাদের বাবা-মা-রা ৷ তবে শিশুরাই হয় সরল ৷ বয়স যত বাড়তে থাকে, মানুষের মনে হিংসা, রাগ, বিদ্বেষ সবই জন্মায় ৷ তখন শুধু নিজেরটা ভাবতেই বেশি ব্যস্ত হয়ে পড়েন সাধারণ মানুষ ৷ অন্যদের সাহায্য করার কথা অনেক সময়েই ভুলে যাই আমরা ৷
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে একটি ছোট্ট শিশু নিজের হাতে থাকা রুটি, শুধু নিজে না খেয়ে সামনে থাকা একটি বিড়ালকেও খাওয়াচ্ছে ৷ এই সুন্দর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে ছড়িয়ে পড়েছে ৷ লাইক, কমেন্টের বন্যায় ছেয়ে গিয়েছে ট্যুইটার-ইন্সটাগ্রাম হ্যান্ডল ৷
advertisement
advertisement
Sharing is caring.. ❤️ pic.twitter.com/W0CEhOSYsZ
— Buitengebieden (@buitengebieden_) September 18, 2021
Sharing is caring.. ❤️ pic.twitter.com/W0CEhOSYsZ
— Buitengebieden (@buitengebieden_) September 18, 2021
advertisement
নিজের হাতে থাকা রুটিটা একবার খাওয়ার পরেই শিশুটির নজর যায় সামনে বসে থাকা একটি বিড়ালের দিকে ৷ তখন সে আর শুধু নিজে খেয়ে থাকতে পারেনি ৷ বিড়ালটিকে একেবারে ডেকে ডেকে সেটির মুখে খাবার তুলে দিয়েছে ৷ মাত্র ১৮ সেকেন্ডের এই ভিডিও থেকেই প্রত্যেকের অনেক কিছু শেখার রয়েছে ৷ নেটিজেনরা ভিডিওটি শেয়ার করার পাশাপাশি ভালো ভালো কমেন্টে ভরিয়ে দিয়েছেন ৷ অনেকেই বলেছেন, এই দৃশ্য অসাধারণ ৷ আমাদের সবাইকে এই শিশুর থেকেই শেখা উচিৎ ৷ এই শিশুটিকে যত্নে রেখো ঈশ্বর ৷ খুব ভালো হোক ওর জীবনে...৷ Buitengebieden নামের একটি ট্যুইটার হ্যান্ডল থেকে ভিডিওটি শেয়ার করা হয় ৷ ভিডিওটি এতোই কিউট যে, এটিকে ‘স্কিপ’ করা অসম্ভব ৷
view commentsLocation :
First Published :
September 25, 2021 10:34 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: নিজে একা না খেয়ে বিড়ালের মুখেও রুটি তুলে দিল শিশু, মিষ্টি এই ভিডিওটি তুমুল ভাইরাল