'ভারতে আসুন, তফাৎ বুঝতে পারবেন নিজেই' ইন্দোনেশিয়ায় বার্তা প্রধানমন্ত্রীর
Last Updated:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ত্রিদেশীয় ৫ দিনের সফরে আজ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছেছেন ৷ সেখানে একাধিক বিষয় নিয়ে বিভিন্ন অধিবেশনে যোগ দিয়েছেন ৷ কর্মব্যস্ত সূচির মাঝেও তাঁকে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির সঙ্গে ঘুড়ি ওড়াতেও দেখা গিয়েছে ৷ তিনি গিয়েছেন মসজিদেও ৷
#জাকার্তা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ত্রিদেশীয় ৫ দিনের সফরে আজ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছেছেন ৷ সেখানে একাধিক বিষয় নিয়ে বিভিন্ন অধিবেশনে যোগ দিয়েছেন ৷ কর্মব্যস্ত সূচির মাঝেও তাঁকে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির সঙ্গে ঘুড়ি ওড়াতেও দেখা গিয়েছে ৷ তিনি গিয়েছেন মসজিদেও ৷
এরই মাঝে তিনি বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছেন রেখেছেন বিভিন্ন বক্তব্যও ৷ এক বক্তৃতায় তিনি জানিয়েছেন তাঁর সরকার দেশের জনগণের জন্য খুব সহজ, সরল ও সুরক্ষিত জীবন প্রস্তুতে সর্বক্ষণ কাজ করে চলেছেন ৷ আধুনিক পরিকাঠামোর স্বতন্ত্র পর্যায়ক্রম প্রস্তুত করেছেন ৷
advertisement
advertisement
দেশ থেকে দুর্নীতিকে সম্পূর্ণ রূপে বিদায় করতে তিনি বদ্ধপরিকর ৷ কৃষি, প্রযুক্তি, বিজ্ঞান, সাহিত্য, স্বাস্থ্য, শিক্ষা সর্বত্রই চলছে নতুন জোরকদমে উন্নতি সাধন ৷ ইন্দোনেশিয়ার বণিকমহলকে আমন্ত্রণ জানিয়েছেন দেশে আসার ৷ তাঁর মন্তব্য অনেক বদলেছে দেশ, প্রতিটি ক্ষেত্রেই উন্নতি হয়েছে ৷ এই দেশ এখন বিনিয়োগ বান্ধব ৷ সর্বস্তরের পরিকাঠামো কাজের গতিবেগকে বাড়িয়েছে দ্বিগুণ ৷
advertisement
তিনি সওয়াল করেছেন স্বচ্ছ ভারত, জিএসটি ও ডিজিট্যাল ইন্ডিয়ার পক্ষেও ৷ দেশের জিডিপি বৃদ্ধির হারও নতুন করে উন্নতির অন্যতম কাণ্ডারি স্পশ্ট ফুটে উঠেছে তাঁর বক্তব্যে ৷ তিনি আরও যোগ করেছেন বেশ কিছু প্রকল্পের কথা ৷ কিছু সামাজিক প্রকল্প আছে যার মাধ্যমে সরাসরি উপকৃত হচ্ছেন দেশের নাগরিকেরা ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 30, 2018 5:21 PM IST