এই ব্য়ক্তির দৈনন্দিন খাদ্য তালিকা আপনাকে অবাক করবেই, জানলে চোখ উঠবেই কপালে

Last Updated:

খাওয়া দাওয়ার ব্যাপারে এক এক জনের পছন্দ এক এক রকমের ৷ কেউ ভোজনবিলাসী তো কেউ আবার সর্বভূক ৷ তবে এমন পাওয়া বড়ই দুষ্কর ৷ বিগত ১৫ বছর ধরে শুধু মাটি আর চুন খেয়ে বেঁচে আছেন ৷ সুস্থ জীবন যাপনও করছেন ৷

#লখনউ: খাওয়া দাওয়ার ব্যাপারে এক এক জনের পছন্দ এক এক রকমের খাবার ৷ কেউ ভোজনবিলাসী তো কেউ আবার সর্বভুক ৷ তবে এমন পাওয়া বড়ই দুষ্কর ৷ যাঁর খাদ্য় তালিকায় বিগত ১৫ বছর ধরে আছে শুধু মাটি আর চুন ৷ হ্য়াঁ বিগত ১৫ বছর ধরে শুধুই মাটি আর চুন খেয়ে বেঁচে আছেন ৷ সুস্থ জীবন যাপনও করছেন ৷
উত্তরপ্রদেশের জোনপুর জেলার শাহগঞ্জের করিমপুরের বাসিন্দা ৬০ বছরের বরসাতূ বর্মা বিগত ১৫-১৬ বছর ধরে যাবতীয় চর্চার বিষয় ৷ প্রতিদিন তাঁর খাদ্য তালিকায় সবজি, মাছ বা মাংসের বদলে বরাদ্দ ৩ থেকে ৪ কিলো মাটি আর ১০০ গ্রাম করে চুন খেয়েই বহাল তবিয়তে আছেন বরসাতূ বর্মা ৷
advertisement
advertisement
জানা গিয়েছে বরসাতূর একবার শরীর খারাপ হওয়াতে দিল্লিতে চিকিৎসার জন্য গিয়েছিলেন, তবে এখন তিনি সম্পূর্ণ সুস্থ আছেন ৷ নিউজ 18 এর পক্ষ থেকে এই বিষয়ে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করলে জানা গিয়েছে মাটি খেলে শরীরে মাটি রক্ত উৎপাদনে বাধা দেয় ৷ শরীরে রক্ত উৎপাদিত না হলে মানুষ অসুস্থ হয়ে পড়েন ৷ তবে চিকিৎসকেরাও আশ্চর্য এই ধরনের খাবার খেয়ে এবং হজম করে দিনের পর দিন বেঁচে থাকাটাই এক আশ্চর্যের ব্যাপার ৷ তবুও কী ভাবে বরসাতূ বর্মা এখনও সুস্থ-স্বাভাবিক আচেন সেটাই লাখ টাকার প্রশ্ন ৷
advertisement
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
এই ব্য়ক্তির দৈনন্দিন খাদ্য তালিকা আপনাকে অবাক করবেই, জানলে চোখ উঠবেই কপালে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement