হুগলির ব্য়ান্ডেলে ধৃত ২ ভুয়ো টিকিট পরীক্ষক, ঘটনায় চাঞ্চল্য স্টেশন চত্বরে
Last Updated:
হুগলির চুঁচুড়ার ধরা পড়ল ভুয়ো টিকিট পরীক্ষকদ্বয় ৷ ঘটনায় উত্তপ্ত চুঁচুড়া স্টেশন চত্বর ৷ খবর পেয়েই ঘটনাস্থলে আরপিএফের কর্মীরা ৷ হাতে নাতে ধরে ফেলা হয়েছে দুজন ভুয়ো টিকিট পরীক্ষকদের ৷ ধৃতদের রেলপুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ৷
#চুঁচুড়া: হুগলির ব্যান্ডেল স্টশনে ধরা পড়ল ভুয়ো টিকিট পরীক্ষকদ্বয় ৷ ঘটনায় উত্তপ্ত ব্যান্ডেল স্টেশন চত্বর ৷ খবর পেয়েই ঘটনাস্থলে আরপিএফের কর্মীরা ৷ হাতে নাতে ধরে ফেলা হয়েছে দুজন ভুয়ো টিকিট পরীক্ষককে ৷ ধৃতদের রেলপুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ চলছে জিজ্ঞাসাবাদ ৷ ধৃতদের আজই চুঁচুড়া আদালতে তোলা হবে ৷
নিত্যযাত্রীদের অভিযোগ ধৃত দুজন নিজেদেরকে টিকিট পরীক্ষক বলে পরিচয় দিয়ে টিকিট পরীক্ষা করেছেন ৷ টিকিট না থাকলে জরিমানাও করেছেন ৷ নিত্যযাত্রীদের মধ্যে সন্দেহ হলে দুই টিকিট পরীক্ষকের কাছে পরিচয়পত্র দেখতে চাইলে অভিযুক্ত টিকিট পরীক্ষকেরা তাঁদের আসল পরিচয়পত্র দেখাতে পারেন নি ৷ অফিস টাইমে এই ধরনের যাত্রী নিগ্রোহে ক্ষিপ্ত জনতা আরপিএফে অভিযোগ দায়ের করলেই প্রকাশিত হয় আসল সত্য ৷ জানতে পারা যায় ওই দুই টিকিট পরীক্ষক আসলে ভুয়ো টিকিট পরীক্ষক ৷
advertisement
advertisement
পুলিশের প্রাথমিক অনুমান অনেকদিন ধরে এই কারবারে অভিযোগকারীরা লিপ্ত ছিল ৷ এর পেছনে বিভিন্ন শাখা প্রশাখা আছে বলেই মনে করা হচ্ছে ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাঁদের আজই চুঁচুড়া আদালতে তোলা হবে ৷ কেনই বা এমন পথ অবলম্বন করল ধৃতরা, সেই ব্য়াপারও খতিয়ে দেখছে পুলিশ ৷ সঙ্গে দেখা হচ্ছে তাঁদের আসল পরিচয়ও ৷
Location :
First Published :
May 30, 2018 1:20 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হুগলির ব্য়ান্ডেলে ধৃত ২ ভুয়ো টিকিট পরীক্ষক, ঘটনায় চাঞ্চল্য স্টেশন চত্বরে