হুগলির ব্য়ান্ডেলে ধৃত ২ ভুয়ো টিকিট পরীক্ষক, ঘটনায় চাঞ্চল্য স্টেশন চত্বরে

Last Updated:

হুগলির চুঁচুড়ার ধরা পড়ল ভুয়ো টিকিট পরীক্ষকদ্বয় ৷ ঘটনায় উত্তপ্ত চুঁচুড়া স্টেশন চত্বর ৷ খবর পেয়েই ঘটনাস্থলে আরপিএফের কর্মীরা ৷ হাতে নাতে ধরে ফেলা হয়েছে দুজন ভুয়ো টিকিট পরীক্ষকদের ৷ ধৃতদের রেলপুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ৷

#চুঁচুড়া: হুগলির ব্যান্ডেল স্টশনে ধরা পড়ল ভুয়ো টিকিট পরীক্ষকদ্বয় ৷ ঘটনায় উত্তপ্ত ব্যান্ডেল স্টেশন চত্বর ৷ খবর পেয়েই ঘটনাস্থলে আরপিএফের কর্মীরা ৷ হাতে নাতে ধরে ফেলা হয়েছে দুজন ভুয়ো টিকিট পরীক্ষককে ৷ ধৃতদের রেলপুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ চলছে জিজ্ঞাসাবাদ ৷ ধৃতদের আজই চুঁচুড়া আদালতে তোলা হবে ৷
নিত্যযাত্রীদের অভিযোগ ধৃত দুজন নিজেদেরকে টিকিট পরীক্ষক বলে পরিচয় দিয়ে টিকিট পরীক্ষা করেছেন ৷ টিকিট না থাকলে জরিমানাও করেছেন ৷ নিত্যযাত্রীদের মধ্যে সন্দেহ হলে দুই টিকিট পরীক্ষকের কাছে পরিচয়পত্র দেখতে চাইলে অভিযুক্ত টিকিট পরীক্ষকেরা তাঁদের আসল পরিচয়পত্র দেখাতে পারেন নি ৷ অফিস টাইমে এই ধরনের যাত্রী নিগ্রোহে ক্ষিপ্ত জনতা আরপিএফে অভিযোগ দায়ের করলেই প্রকাশিত হয় আসল সত্য ৷ জানতে পারা যায় ওই দুই টিকিট পরীক্ষক আসলে ভুয়ো টিকিট পরীক্ষক ৷
advertisement
advertisement
পুলিশের প্রাথমিক অনুমান অনেকদিন ধরে এই কারবারে অভিযোগকারীরা লিপ্ত ছিল ৷ এর পেছনে বিভিন্ন শাখা প্রশাখা আছে বলেই মনে করা হচ্ছে ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাঁদের আজই চুঁচুড়া আদালতে তোলা হবে ৷ কেনই বা এমন পথ অবলম্বন করল ধৃতরা, সেই ব্য়াপারও খতিয়ে দেখছে পুলিশ ৷ সঙ্গে দেখা হচ্ছে তাঁদের আসল পরিচয়ও ৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হুগলির ব্য়ান্ডেলে ধৃত ২ ভুয়ো টিকিট পরীক্ষক, ঘটনায় চাঞ্চল্য স্টেশন চত্বরে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement