জম্মু-কাশ্মীরের রাজৌরিতে জঙ্গিদের এলোপাথাড়ি গুলি, নিহত ৪ সাধারণ নাগরিক

Last Updated:

এই নিয়ে গত ২ সপ্তাহে দ্বিতীয়বার রাজৌরির সাধারণ মানুষকে টার্গেট করল জঙ্গিরা। এর আগে, গত ১৬ ডিসেম্বর সেনা শিবিরের বাইরে দুজনকে গুলি করে খুন করা হয়েছিল।

#শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলায় সাধারণ নাগরিকের মৃত্য়ু। রবিবার সন্ধের পর থেকে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪।
ঘটনায় আহত আরও ১০ জন। স্থানীয় সরকারি হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। আহতদের প্রত্যেকেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। দু-জনকে এয়ারলিফট করে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে।
advertisement
স্থানীয় সূত্রের খবর, গত রবিবার সন্ধে নাগাদ হঠাৎই দুই সশস্ত্র জঙ্গি ঢুকে পড়ে রাজৌরির ডাঙরি গ্রামের একটি বাড়িতে। এলোপাথাড়ি গুলি চালায়। তারপরে পর পর আরও দুটি বাড়িতে একই ভাবে হামলা চালায় তাঁরা। জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি।
advertisement
এই নিয়ে গত ২ সপ্তাহে দ্বিতীয়বার রাজৌরির সাধারণ মানুষকে টার্গেট করল জঙ্গিরা। এর আগে, গত ১৬ ডিসেম্বর সেনা শিবিরের বাইরে দুজনকে গুলি করে খুন করা হয়েছিল।
পর পর এই ধরনের হামলার ঘটনায় রীতিমতো আতঙ্কে রাজৌরির মানুষ। ডাঙরির গ্রাম প্রধান তো এদিনের দুর্ঘটনার জন্য সরাসরি প্রশাসনকে দায়ী করেছেন। তাঁর দাবি, খবর থাকা সত্ত্বেও পর্যাপ্ত নজরদারি চালায়নি প্রশাসন। নিরাপত্তা ব্যবস্থাতেও গাফিলতি ছিল। অভিযুক্তদের দ্রুত পাকড়ডাও ও শাস্তি দেওয়ার দাবিতে সোমবার এলাকায় বনধ ডেকেছে স্থানীয় কয়েকটি সংগঠন। ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রাক্তন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ।
বাংলা খবর/ খবর/দেশ/
জম্মু-কাশ্মীরের রাজৌরিতে জঙ্গিদের এলোপাথাড়ি গুলি, নিহত ৪ সাধারণ নাগরিক
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement