স্ট্যালিনের কংগ্রেস-প্রেম, কেসিআর ফিরলেন খালি হাতেই, ফেডারেল ফ্রন্ট কী হবে?

Last Updated:

দক্ষিণের এই দ্রাবিড় দল কিন্তু খুব একটা ইচ্ছে এখনও দেখায়নি তৃতীয় ফ্রন্টে যাওয়ার৷ যার নির্যাস, তেলেঙ্গনা রাষ্ট্রীয় সমিতির প্রধান তথা তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে খালি হাতেই ফিরতে হল স্ট্যালিনের সঙ্গে বৈঠকের পর৷

#হায়দরাবাদ: এম কে স্ট্যালিনের ডিএমকে-র সঙ্গে কংগ্রেসের সম্পর্ক খুবই ভালো৷ ইউপিএ জোটের অন্যতম শরিক ডিএমকে৷ প্রস্তাবিত ফেডারেল ফ্রন্টে এই ডিএমকে-কেই পেতে চাইছে ফেডারেল ফ্রন্টের ছাতার তলায় আসা দলগুলি৷ দক্ষিণের এই দ্রাবিড় দল কিন্তু খুব একটা ইচ্ছে এখনও দেখায়নি তৃতীয় ফ্রন্টে যাওয়ার৷ যার নির্যাস, তেলেঙ্গনা রাষ্ট্রীয় সমিতির প্রধান তথা তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে খালি হাতেই ফিরতে হল স্ট্যালিনের সঙ্গে বৈঠকের পর৷ স্ট্যালিন গোটা বিষয়টিই ঝুলিয়ে রেখেছে৷
দেশের সব আঞ্চলিক দলগুলিকে একছাতার তলায় আনার চেষ্টা করছেন কেসিআর৷ কংগ্রেস ও বিজেপি-র বিকল্প শক্তি হিসেবে৷ সোমবার রাতে স্ট্যালিনকে নিজের বাসভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন কেসিআর৷ ডিএমকে সূত্রের খবর, মূলত ফেডারেল ফ্রন্ট নিয়েই আলোচনা হয় দুই নেতার মধ্যে৷ স্ট্যালিনকে ফেডারেল ফ্রন্টে আসার অনুরোধ করেন কেসিআর৷
এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা ওই বৈঠকে কেসিআর-কে স্ট্যালিন জানিয়ে দেন, ভোটের আগে থেকেই কংগ্রেসের সঙ্গে তাদের দলের জোট রয়েছে৷ এবং তিনি রাহুল গান্ধিকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়ার কথাও ঘোষণা করেছেন৷ ডিএমকে-র একটি সূত্র News18-কে জানিয়েছেন, থালাইভার (স্ট্যালিন) উল্টে কেসিআর-কে বলেছেন, আপনরাই বরং কংগ্রেসকে সমর্থন করুন৷ যাতে কংগ্রেসের নেতৃত্বে কেন্দ্রে সরকার তৈরি হয়৷
advertisement
advertisement
দিন কয়েক আগে কেরলে পিনারাই বিজয়নের সঙ্গেও দেখা করেন কেসিআর৷ আঞ্চলিক দলগুলি এক ছাতার তলায় এলে কতটা শক্তিশালী জোট তৈরি হবে, তা বোঝান৷ তা হলে কংগ্রেস বা বিজেপি-- কেউই একা সরকার গড়তে পারবে না৷
এই পরিস্থিতিতে বিজেপি কটাক্ষ করতে ছাড়েনি৷ বিজেপি-র তামিলনাড়ুর রাজ্য সভাপতি তামিলিসাই সুন্দরাজনের তির্যক মন্তব্য, 'স্ট্যালিন এখন যেমন কংগ্রেসের সঙ্গ ছাড়তে দোনামনা করছে, তেমনই একই রকম দোটানায় ছিলেন, যখন মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডে বিরোধীদের নিয়ে সভায় তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন৷ আসলে ডিএমকে অপেক্ষা করছে, ভোটের ফলের উপর৷ গিরগিটির মতো রং বদলানো ওদের স্বভাব৷'
advertisement
আরও ভিডিও: Video : উনিশের ব্রিগেডে কী কী হল দেখে নিন এক নজরে
বাংলা খবর/ খবর/দেশ/
স্ট্যালিনের কংগ্রেস-প্রেম, কেসিআর ফিরলেন খালি হাতেই, ফেডারেল ফ্রন্ট কী হবে?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement