Crime News: ঝগড়ার সময় শ্বশুরকে লাথি! পুত্রবধূর ঘাড়ে কুড়ুলের কোপ, থানায় আত্মসমর্পণ

Last Updated:

Crime News: রঘুবীর জানিয়েছেন, তাঁর দুই পুত্রবধূর মধ্যে সমস্যা লেগেই থাকত। সোমবার রাতে ফের বচসা লাগে দু'জনের। রঘুবীর দুই পুত্রবধূকে থামানোর চেষ্টা করেন রঘুবীর।

আগ্রা: দুই পুত্রবধূর মধ্যে তুমুল বচসা। তা থামাতে গিয়েই ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ফেললেন শ্বশুর। পুত্রবধূকে খুন করে নিজেই আত্মসমর্পণ করলেন থানায়।
হরিয়ানার মালিকপুর গ্রামের বাসিন্দা অভিযুক্ত রঘুবীর সিং। বড় ছেলে মারা যাওয়ার পর তাঁর স্ত্রী শ্বশুরবাড়িতেই থাকতেন। ছোট ছেলে গৌরব সিং একজন পুলিশ কনস্টেবল। কর্মসূত্রে বাড়িতে দূরে থাকেন তিনি। গৌরবের স্ত্রী প্রিয়াঙ্কা সিংকে খুন করার কথা স্বীকার করে নিয়েছেন রঘুবীর।
পুলিশকে রঘুবীর জানিয়েছেন, তাঁর দুই পুত্রবধূর মধ্যে সমস্যা লেগেই থাকত। সোমবার রাতে ফের বচসা লাগে দু’জনের। রঘুবীর দুই পুত্রবধূকে থামানোর চেষ্টা করেন রঘুবীর। আর তখনই নাকি রঘুবীরকে লাথি মারেন প্রিয়াঙ্কা। এর পরেই রাগের মাথায় ২৯-এর পুত্রবধূর ঘাড়ে কুড়ুল দিয়ে কোপ বসাতে হবে।
advertisement
advertisement
অভিযুক্তের ব্যাখ্যা, সংসারে শান্তি বজায় রাখতেই চেয়েছিলেন তিনি। কিন্তু দুই পুত্রবধূ ক্রমাগত ঝগড়া পরিবারে অশান্তি সৃষ্টি করেছিলেন। মৃতের স্বামীর বিরুদ্ধেও এফআইআর দায়ের হয়। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Crime News: ঝগড়ার সময় শ্বশুরকে লাথি! পুত্রবধূর ঘাড়ে কুড়ুলের কোপ, থানায় আত্মসমর্পণ
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement