Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর পায়ে ফের চোট, খবর শুনে কী বললেন শুভেন্দু?
- Published by:Debamoy Ghosh
- Reported by:Rajib Chakraborty
Last Updated:
'মুখ্যমন্ত্রী সুস্থ ভাবে ফিরে এসেছেন, রাজ্যবাসী হিসেবে এটা আমাদের জন্য সুখবর।' মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে এমনটাই বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কলকাতা: ‘মুখ্যমন্ত্রী সুস্থ ভাবে ফিরে এসেছেন, রাজ্যবাসী হিসেবে এটা আমাদের জন্য সুখবর।’ মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে এমনটাই বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে, দুর্ঘটনা নিয়ে আর বিশেষ কিছু বলতে চাননি তিনি।
এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি শুধু বলেছেন, ‘আমি চিকিৎসার বিষয়ে কিছু বলব না। এটা ডাক্তার বাবুরা দেখবেন। যেভাবে জরুরি অবতরণ করে তাঁকে নামানো হয়েছে তা নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না। এটা নিয়ে আমি বেশি কিছু বলব না।’
advertisement
advertisement
শুভেন্দু অধিকারী এ দিন কমিশনে এসেছিলেন কয়েকজন দলীয় বিধায়ককে নিয়ে৷ তিনি বলেন, ‘বিজেপির পক্ষ থেকে বিভিন্ন সময় আমরা এসেছি। আজকে বিজেপি-র পক্ষ থেকে আমার উপস্থিতিতে একটি প্রতিনিধি দল এসেছে। শুক্রবার দিন আমি জানিয়েছিলাম যে সঞ্জয় বনশল নিয়ে উত্তর বেআইনি। আমরা বলছি লুকিয়ে লুকিয়ে এটা কেন হচ্ছে। কমিশনার বলছেন আমরা প্রতিদিন প্রেস বিজ্ঞপ্তি দিচ্ছি। আমরা আজকে বলেছি ‘দিদিকে বলো’ এবং ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচির ফোন নম্বর একই হয় কী করে ! উনি বলেছেন, এখন ডিলিট হয়ে গেছে। সবই মুখে মুখে তিনি বলছেন। যাতে কোনও ভাবে মুখ্যমন্ত্রী রুষ্ট না হয়, তার মরিয়া চেষ্টা।’
advertisement
তিনি বলেন, “আমরা স্পষ্ট করে একটা দাবি জানিয়েছি। জেলায় ভোট হয় না। গ্রামাঞ্চলে হয়। অনেক জায়গায় পৌর সংস্থা ভোট হয়। সেখানে এক কোম্পানি দিয়ে ভোট করতে হবে। সমস্ত আইসি, প্রিসাইডিং আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর কমান্ড্যান্টদের নাম এবং ফোন নম্বর দিতে হবে।”
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 27, 2023 9:55 PM IST