Mamata Banerjee injury: চিকিৎসকদের পরামর্শ অগ্রাহ্য, বাড়ি ফিরলেন মমতা! কী ধরা পড়ল এমআরআই রিপোর্টে?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Onkar Sarkar
Last Updated:
হেলিকপ্টার থেকে নামতে গিয়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ এসএসকেএম হাসপাতালে নিয়ে আসার পর তাঁর এমআরআই করান চিকিৎসকরা৷
কলকাতা: চিকিৎসকরা পরামর্শ দিয়েছিলেন হাসপাতালে থাকতে৷ কিন্তু সেই প্রস্তাবে রাজি হলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ এসএসকেএম হাসপাতাল থেকে কালীঘাটের বাড়িতে ফিের যান তিনি৷ আপাতত বাড়িতে ফিরে গিয়ে চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে চান তিনি৷ তবে মুখ্যমন্ত্রীকে বিশ্রামে থাকতে হবে কি না বা কতদিন বিশ্রাম নিতে হবে, তা এখনও স্পষ্ট নয়৷
হেলিকপ্টার থেকে নামতে গিয়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ এসএসকেএম হাসপাতালে নিয়ে আসার পর তাঁর চোটের জায়গার এমআরআই করান চিকিৎসকরা৷ এসএসকেএম হাসপাতালের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় পরে জানান, মুখ্যমন্ত্রী বাঁ হাঁটুর লিগামেন্ট এবং কোমরের হিপ জয়েন্টে চোট ধরা পড়েছে৷ তাই তাঁকে হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা৷ যদিও হাসপাতালে থাকতে রাজি হননি মুখ্যমন্ত্রী৷
advertisement
advertisement
এ দিন জলপাইগুড়িতে সভা করে হেলিকপ্টারে বাগডোগরা ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই সময়ই শিলিগুড়ির কাছাকাছি এসে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়ে যায় মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার৷ বিপদ বুঝে সেবকে সেনা ছাউনিতেই হেলিকপ্টারের জরুরি অবতরণ করান দুই পাইলট৷ হেলিকপ্টার জরুরি অবতরণ করায় যেহেতু সিঁড়ির ব্যবস্থা করা যায়নি, তাই লাফিয়ে নামতে গিয়েই চোট লাগে মুখ্যমন্ত্রীর৷
advertisement
হাসপাতাল সূত্রে খবর, আপাতত মুখ্যমন্ত্রীতে বাঁ হাঁটুতে নি ক্যাপ পরে থাকতে বলা হয়েছে৷ আগামিকাল হাসপাতালের চিকিৎসকরা প্রয়োজনে তাঁকে বাড়িতেই দেখতে যাবেন৷
হেঁটে হাসপাতালে ঢুকলেও এ দিন হাসপাতাল থেকে অবশ্য হুইলচেয়ারে বসেই বেরোতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে৷ তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার মুখ্যমন্ত্রীকে ধরে গাড়িতে তোলেন৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 27, 2023 8:34 PM IST