Mamata Banerjee injury: চিকিৎসকদের পরামর্শ অগ্রাহ্য, বাড়ি ফিরলেন মমতা! কী ধরা পড়ল এমআরআই রিপোর্টে?

Last Updated:

হেলিকপ্টার থেকে নামতে গিয়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ এসএসকেএম হাসপাতালে নিয়ে আসার পর তাঁর এমআরআই করান চিকিৎসকরা৷

কলকাতা: চিকিৎসকরা পরামর্শ দিয়েছিলেন হাসপাতালে থাকতে৷ কিন্তু সেই প্রস্তাবে রাজি হলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ এসএসকেএম হাসপাতাল থেকে কালীঘাটের বাড়িতে ফিের যান তিনি৷ আপাতত বাড়িতে ফিরে গিয়ে চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে চান তিনি৷ তবে মুখ্যমন্ত্রীকে বিশ্রামে থাকতে হবে কি না বা কতদিন বিশ্রাম নিতে হবে, তা এখনও স্পষ্ট নয়৷
হেলিকপ্টার থেকে নামতে গিয়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ এসএসকেএম হাসপাতালে নিয়ে আসার পর তাঁর চোটের জায়গার এমআরআই করান চিকিৎসকরা৷ এসএসকেএম হাসপাতালের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় পরে জানান, মুখ্যমন্ত্রী বাঁ হাঁটুর লিগামেন্ট এবং কোমরের হিপ জয়েন্টে চোট ধরা পড়েছে৷ তাই তাঁকে হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা৷ যদিও হাসপাতালে থাকতে রাজি হননি মুখ্যমন্ত্রী৷
advertisement
advertisement
এ দিন জলপাইগুড়িতে সভা করে হেলিকপ্টারে বাগডোগরা ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই সময়ই শিলিগুড়ির কাছাকাছি এসে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়ে যায় মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার৷ বিপদ বুঝে সেবকে সেনা ছাউনিতেই হেলিকপ্টারের জরুরি অবতরণ করান দুই পাইলট৷ হেলিকপ্টার জরুরি অবতরণ করায় যেহেতু সিঁড়ির ব্যবস্থা করা যায়নি, তাই লাফিয়ে নামতে গিয়েই চোট লাগে মুখ্যমন্ত্রীর৷
advertisement
হাসপাতাল সূত্রে খবর, আপাতত মুখ্যমন্ত্রীতে বাঁ হাঁটুতে নি ক্যাপ পরে থাকতে বলা হয়েছে৷ আগামিকাল হাসপাতালের চিকিৎসকরা প্রয়োজনে তাঁকে বাড়িতেই দেখতে যাবেন৷
হেঁটে হাসপাতালে ঢুকলেও এ দিন হাসপাতাল থেকে অবশ্য হুইলচেয়ারে বসেই বেরোতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে৷ তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার মুখ্যমন্ত্রীকে ধরে গাড়িতে তোলেন৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee injury: চিকিৎসকদের পরামর্শ অগ্রাহ্য, বাড়ি ফিরলেন মমতা! কী ধরা পড়ল এমআরআই রিপোর্টে?
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement