‘সবার গলায় মৃত মায়ের শাড়ি জড়িয়ে দিল বাবা, বলল...’! তিন কন্যাকে ফাঁসিতে ঝুলিয়ে আত্ম*ঘাতী খু*নি পিতা, বিহারের ঘটনায় শিউরে উঠছে দেশ

Last Updated:

নিজের তিন কন্যাকে ফাঁসিতে ঝুলিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে৷ তিন সন্তানকে খুনের পর নিজেও আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি৷

‘সবার গলায় মৃত মায়ের শাড়ি জড়িয়ে দিল বাবা, বলল...’! তিন কন্যাকে ফাঁসিতে ঝুলিয়ে আত্ম*ঘাতী খু*নি পিতা, বিহারের ঘটনায় শিউরে উঠছে দেশ Photo- Representative
‘সবার গলায় মৃত মায়ের শাড়ি জড়িয়ে দিল বাবা, বলল...’! তিন কন্যাকে ফাঁসিতে ঝুলিয়ে আত্ম*ঘাতী খু*নি পিতা, বিহারের ঘটনায় শিউরে উঠছে দেশ Photo- Representative
মুজফরপুর: নিজের তিন কন্যাকে ফাঁসিতে ঝুলিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে৷ তিন সন্তানকে খুনের পর নিজেও আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি৷ শিউরে ওঠা ঘটনা ঘটেছে বিহারের মুজাফফরপুরে৷ জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম অমরনাথ রাম৷ সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, নিজের পাঁচ সন্তানকেই নাকি খুন করতে চেয়েছিলেন অমরনাথ৷ কিন্তু তার দুই ছেলে বেঁচে গিয়েছে৷
খবরে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, অমরনাথের স্ত্রী এক বছর আগেই মারা গিয়েছিলেন৷ তিনি ১২, ৭ এবং ৬ বছর বয়সী তিন কন্যা এবং ৬ ও ৭ বছর বয়সী দুই পুত্রের সঙ্গে থাকতেন৷ পরিবারটি মুজাফফরপুরের মিসরৌলিয়া গ্রামে থাকত। কিন্তু হঠাৎ নিজের তিন সন্তানকে খুন কেন করতে গেলেন ওই ব্যক্তি?
advertisement
advertisement
এখনও সঠিক কিছু জানা যায়নি৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ তবে সর্বভারতীয় সংবাদমাধ্যমগুলিতে প্রকাশিত খবর অনুযায়ী, অমরনাথ তার স্ত্রীর মৃত্যুর পর পাঁচ সন্তানকে দেখাশোনা করতে হিমশিম খাচ্ছিলেন। আবার কেউ কেউ বলছেন, তিনি একটি প্রাইভেট ফাইন্যান্স ফার্ম থেকে টাকা ধার নিয়েছিলেন এবং সেটা ফেরত দেওয়ার চাপ ছিল। পুলিশ সূত্রে খবর, অপরাধের পেছনের কারণ এখনও স্পষ্ট নয়, এবং তদন্ত চলছে।
advertisement
রান্নাঘরে ভাঙা ডিমের খোসা পাওয়া গিয়েছে, যা থেকে বোঝা যায় অমরনাথ ডিম রান্না করে তার সন্তানদের খাইয়েছিলেন তাদের মর্মান্তিক ঘটনার আগে। প্রাথমিক তথ্য অনুযায়ী, অমরনাথ পাঁচ সন্তানকে একটি ট্রাঙ্কের ওপর দাঁড়াতে বলেন এবং তাদের গলায় শাড়ি দিয়ে ফাঁস লাগিয়ে দেন। এই শাড়িগুলো সম্ভবত মৃত মায়ের ছিল।
advertisement
এরপর অমরনাথ নিজেও গলায় ফাঁস লাগান। তিনি সবাইকে ট্রাঙ্ক থেকে লাফ দিতে বলেন এবং নিজেও তাই করেন। দুই ছেলে লাফ দেয়নি, তাই তারা বেঁচে যায়। ছয় বছরের শিবম বলেছে, সে বাবার ফোন নিয়ে খেলছিল, তখন বাবা তাকে ও তার ভাইবোনদের ডেকে নিয়ে যান। এরপর তাদের গলায় ফাঁস লাগিয়ে দেন, আর তারপরই এই ভয়ঙ্কর ঘটনা ঘটে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘সবার গলায় মৃত মায়ের শাড়ি জড়িয়ে দিল বাবা, বলল...’! তিন কন্যাকে ফাঁসিতে ঝুলিয়ে আত্ম*ঘাতী খু*নি পিতা, বিহারের ঘটনায় শিউরে উঠছে দেশ
Next Article
advertisement
CPIM: মহিলাদের কাজ শুধু স্বামীর শয্যাসঙ্গিনী হওয়া! কেরলের সিপিএম নেতার মন্তব্যে নিন্দার ঝড়
মহিলাদের কাজ শুধু স্বামীর শয্যাসঙ্গিনী হওয়া! কেরলের সিপিএম নেতার মন্তব্যে নিন্দার ঝড়
  • কেরলের সিপিআইএম নেতার বিতর্কিত মন্তব্য৷

  • মহিলাদের কাজ শুধু স্বামীদের শয্যাসঙ্গিনী হওয়া, দাবি সিপিএম নেতার৷

  • বিতর্কিত সিপিএম নেতা সৈয়দ আলি মাজিদ৷

VIEW MORE
advertisement
advertisement